ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে নির্মাণে ঋণচুক্তি

Preparation BD
By -
0

২৪ অক্টোবর ২০১৭ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, প্রকল্প অনুমােদনের চার বছর পর ২৮ অক্টোবর ২০২১ চীনা এক্সিম ব্যাংকের সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় চীনা এক্সিম ব্যাংক Preferential Buyer’s Credit (PBC)-এর আওতায় বাংলাদেশকে ১১২ কোটি ৬৯ লাখ ডলার ঋণ দেবে। ঋণচুক্তি অনুযায়ী প্রকল্পের বার্ষিক সুদের হার ২%, ৫ বছর গ্রেস পিরিয়ডসহ ২০ বছর মেয়াদী শর্তে চীনা এক্সিম ব্যাংকের এই ঋণের অর্থ দেওয়া হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার সঙ্গে ৩০টি জেলার সংযােগ, স্থাপনকারী আব্দুল্লাহপুর-আশুলিয়া-বাইপাইল-চন্দ্রা করিডােরে যানজট কমে যাবে। বিমানবন্দর ইন্টারসেকশন থেকে শুরু হয়ে আব্দুল্লাপুর-আশুলিয়া-বাইপাইল দিয়ে ইপিজেড পর্যন্ত অংশে নির্মাণ করা হবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। মূল উড়ালসড়কটির দৈর্ঘ্য ২৪ কিলােমিটার।

এই বিভাগ থেকে আরো পড়ুন

২০১৭ সালের নভেম্বরে প্রকল্পটি বাস্তবায়নের জন্য চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান China National Machinery Import and Export Corporation (CMC) কে নিয়ােগ করে সেতু বিভাগ। ২৫ সেপ্টেম্বর ২০২১ ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরীক্ষামূলক পাইলিংয়ের : কাজ উদ্বোধন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !