ডলফিন ও কার্প জাতীয় মাছের জীবনরহস্য উন্মােচন

Preparation BD
By -
0

International Union for Conservation of Nature (IUCN) বিপন্ন তালিকায় থাকা ডলফিনকে বাঁচাতে উদ্ঘাটন করা হচ্ছে তার জীবনরহস্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের Halda River Research Laboratory এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দু’বছর ধরে কাজ করছে ডলফিন নিয়ে।

একই সঙ্গে এ দল জীবনরহস্য উন্মোচন করেন হালদার কার্প জাতীয় চার মাছ- রুই, কাতলা, মৃগেল ও কালবাউশ। জীবনরহস্য উন্মোচনের মাধ্যমে হালদায় কার্প জাতীয় মাছ ও বিলুপ্ত প্রজাতির ডলফিনের জীবন সংরক্ষণ, উৎপাদন, প্রজনন এবং বংশবিস্তারের ক্ষেত্রে কোন কোন জিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা জানা যাবে।

এই বিভাগ থেকে আরো পড়ুন

এরই মধ্যে জিন শনাক্ত করে যুক্তরাষ্ট্রের National Center for Biotechnology Information (NCBI)-এর ডাটা ব্যাংক থেকে অনুমােদনও লাভ করে। উল্লেখ্য, হালদার ডলফিন ও কার্প জাতীয় চার মাছের জীবনরহস্য উন্মােচনে বাংলাদেশের এ প্রচেষ্টা বিশ্বে প্রথম জীবনরহস্য উন্মােচিত হলে জানা যাবে কেন হালদার মাছ অন্যস্থানের চেয়ে আলাদা, এ নদীর। ডলফিন ও মাছের মধ্যে স্বতন্ত্র কী বৈশিষ্ট্য রয়েছে এবং এদের বংশবিস্তারে কোন জিন কীভাবে ভূমিকা রাখে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !