সাহিত্যিক ও অনুবাদক শেখ আবদুল হাকিম
২৮ আগস্ট ২০২১ দেশের রহস্য রােমাঞ্চ উপন্যাসের অন্যতম প্রধান লেখক ও অনুবাদক শেখ আবদুল হাকিম (৭৫) মৃত্যুবরণ করেন।
তিনি ১৯৪৬ সালে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় এই জন্মগ্রহণ করেন। দেশভাগের পর সপরিবারে ঢাকায় চলে আসেন। তিনি ষাটের দশকের মাঝামাঝি থেকে দেশের অন্যতম প্রকাশনা সংস্থা সেবা প্রকাশনীর সঙ্গে যুক্ত হয়ে পেশাদার লেখক হিসেবে কাজ শুরু করেন।
এই প্রকাশনা প্রতিষ্ঠানের জনপ্রিয় রহস্য রােমাঞ্চ উপন্যাস সিরিজ ‘কুয়াশা’ ও ‘মাসুদ রানার অনেক বইয়ের নেপথ্য লেখক ছিলেন তিনি। তিনি কুয়াশা সিরিজ’ -এর ৫০টি বই ও মাসুদ রানা সিরিজ’-এর ২৬০ বইয়ের লেখক। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা বিপুল।
এই বিভাগ থেকে আরো পড়ুন
- বৈদ্যুতিক গাড়ির যুগে বাংলাদেশ
- বায়ুবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চুক্তি
- দেশের প্রথম স্পেশালাইজড হাসপাতাল
- কৃষকের সুরক্ষায় কিষানি ড্রোন
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কর্মপরিকল্পনা
- বাংলাদেশের নারী শিক্ষায় মালালা ফান্ড
- জাতীয় কৃষি কাউন্সিল গঠন
- ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানি শুরু
- বিশ্বে প্রথম দ্বৈত টিকার অনুমােদন
- যুক্তরাজ্যে নতুন বাণিজ্যনীতি
তার লেখা রােমাঞ্চ ও রহস্য গ্রন্থের মধ্যে অন্যতম হলাে- ‘সােনালী পােকা’, ‘জিপসি জাদু, ‘অধরা কুমারী’, ‘টেকনাফ ফর্মুলা’, ‘সােনালী বুলেট, ‘স্মৃতিচোর’ ‘জুতাের ভেতর কার পা’, জল দাও জল, তিতলির অজানা, তাহলে কে?’
তাঁর উল্লেখযােগ্য অনুবাদ গ্রন্থের মধ্যে রয়েছে- মারিও পুজোর ‘গডফাদার’, হাওয়ার্ড পাইলের দস্যু রবিন হুড’, জেমস ওয়েনের ‘নুরেমবার্গ ইভিল অন ট্রায়াল’, জোনাথন সুইফটের ‘গালিভার্স ট্রাভেলস, ভিক্টর হুগাের ‘দ্য ম্যান হু লাফস (বাংলায় ‘আততায়ী’) সহ অসংখ্য গ্রন্থ।