বিখ্যাত ড্রামার চার্লি ওয়াটস

Preparation BD
By -
0

বিখ্যাত ড্রামার চার্লি ওয়াটস

২৪ আগস্ট ২০২১ কিংবদন্তি ব্রিটিশ রক সংগীতের দল ‘দ্য রােলিং স্টোনস’-এর ড্রামার চার্লি ওয়াটস (৮০) মৃত্যুবরণ করেন। ১৯৬২ সালে পথচলা শুরু হয় দ্য রােলিং স্টোনসের। ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি।

তিনি ১৯৪১ সালে ওয়েম্বলির পশ্চিম লন্ডন শহরতলিতে জন্মগ্রহণ করেন। ছােটবেলা থেকেই ড্রামিংয়ের প্রতি অনুরাগী চার্লিকে ১৪ বছর বয়সে তার বাবা কিট ড্রাম কিনে দিয়েছিরেন।

ড্রাম কিট কেনার আগে তিনি টেবিলে কাঠের টুকরাে, ছুরি কিংবা কাটাচামচ দিয়ে সুর তৈরি করতেন। পৃথিবীর সর্বকালের সেরা রক অ্যান্ড রােল ব্যান্ডের তালিকায়। প্রথম সারিতে থাকা ‘দ্য রােলিং স্টোনসের সাথে কাটিয়েছেন পঞ্চাশ বছরেরও বেশি সময় ।

এই বিভাগ থেকে আরো পড়ুন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !