কথাসাহিত্যিক বশীর আল হেলাল

Preparation BD
By -
0

কথাসাহিত্যিক বশীর আল হেলাল

৩১ আগস্ট ২০২১ কথাসাহিত্যিক ও বাংলা একাডেমির ফেলাে বশীর আল হেলাল (৮৫) মৃত্যুবরণ করেন। ৬ জানুয়ারি ১৯৩৬ মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

১৯৫৬ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ ২৪ বছর বাংলা একাডেমিতে চাকরি করার পর ১৯৯৩ সালে (পরিচালক) তিনি অবসর নেন।

তাঁর উল্লেখযােগ্য উপন্যাস- ‘কালাে ইলিশ’, ‘ঘৃতকুমারী’, শেষ পানপাত্র’, ‘নূরজাহানদের মধুমাস’, ‘শিশিরের দেশে অভিযান’। তাঁর গবেষণাধর্মী ইতিহাসসমৃদ্ধ বই ‘ভাষা আন্দোলনের ইতিহাস’।

সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি পুরস্কার, লেখিকা সংঘ পুরস্কার, কলকাতার গৌরী ঘােষাল স্মৃতিসন্মান, অধ্যাপক আবুল কাসেম পুরস্কার এবং তমুদ্দিন মজলিশ মাতৃভাষা পদকে ভূষিত হন।

এই বিভাগ থেকে আরো পড়ুন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !