মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব

Preparation BD
By -
0

২১ আগস্ট ২০২১ মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন দেশটির সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। তিনি দেশটির নবম প্রধানমন্ত্রী। এর আগে ১৬ আগস্ট ২০২১ মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করেন। এরপর নতুন প্রধানমন্ত্রী বাছাইয়ের জন্য মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহর নির্দেশে দেশটির ২২০ জন সংসদ সদস্যদের কাছে অনলাইনে ভােট চাওয়া হয়, যার সময়সীমা ছিল ১৮ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত। এরই পরিপ্রেক্ষিতে দেশটির আইনসভার নিমকক্ষ দেওয়ান রাকায়াতের স্পিকার দাতুক আজহার আজিজান হারুনের কাছে সংসদ সদস্যদের অংশগ্রহণে অনলাইন ভােটিংয়ে ২২০ আসনের পার্লামেন্টের ১১৪ জন সাংসদের সমর্থনে এগিয়ে থাকেন ইসমাইল সাবরি ইয়াকুব। ২০ আগস্ট ২০২১ রাজা সাবরি ইয়াকুবকে প্রধানমন্ত্রী পদে নিয়ােগ দেন।

মালয়েশিয়ায় কয়েক বছর ধরে রাজনৈতিক অচলাবস্থা চলছে। বহু নাটকীয়তার পর মুহিউদ্দিনের রাজনৈতিক জোট পারিকাতান নাসিওনাল (PN) সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ১ মার্চ ২০২০ ক্ষমতায় আসে। ২২২ সদস্যের পার্লামেন্টে একক বৃহত্তম হলেও সরকার গড়তে কিংবা টিকিয়ে রাখতে ১১১ জন আইন প্রণেতার সমর্থন প্রয়ােজন।

পার্লামেন্টে মুহিউদ্দিন ইয়াসিনের সমর্থক আইন প্রণেতার সংখ্যা ১০০। অন্যদিকে পার্লামেন্টে বিরােধী দলগুলাের জোট পাকাতান হারাপানের (PN) ৮৮ জন আইন প্রণেতা রয়েছেন। এ জোটের নেতৃত্বে রয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ৯৬ বছর বয়সী মাহাথির মােহাম্মদ ও সাবেক উপপ্রধানমন্ত্রী আনােয়ার ইব্রাহিম। পারস্পরিক বৈরিতা ভুলে ২০১৮ সালে জোট তৈরির মাধ্যমে আবারও প্রধানমন্ত্রী হন মাহাথির। কিন্তু ২০২০ সালে সেই সরকারের পতন হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !