বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

Preparation BD
By -
0

বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় মুক্তিযুদ্ধ থেকে কম-বেশি কিছু প্রশ্ন এসে থাকে। আসা করি এই প্রশ্ন ও উত্তরগুলো আপনাদের উপকারে আসবে। এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে কিছু প্রশ্ন কমন পাবেন। ইনশাল্লাহ!

জাতিসংঘ

প্রশ্ন : জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দুটি স্থায়ী রাষ্ট্র মুক্তিযুদ্ধের বিরােধিতা করেছিল?
উত্তর : যুক্তরাষ্ট্র এবং চীন।

প্রশ্ন : ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করে?
উত্তর : সােভিয়েত ইউনিয়ন।

প্রশ্ন : মুক্তিযুদ্ধে পাকিস্তানের পরাজয় ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্রের অনুরােধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন কবে শুরু হয়?
উত্তর : ৪ ডিসেম্বর ১৯৭১।

প্রশ্ন : কোন দেশের ভেটোর কারণে যুদ্ধ বন্ধের মার্কিন প্রস্তাবটি নাকচ হয়?
উত্তর : সােভিয়েত ইউনিয়ন

প্রশ্ন : তৎকালীন নিরাপত্তা পরিষদের সভাপতি কে ছিলেন?
উত্তর : টেইলর-কামারা (সিয়েরা লিওন)।

প্রশ্ন : নিরাপত্তা পরিষদের আলােচনায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন কে?
উত্তর : জুলফিকার আলী ভুট্টো।

প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন কে?
উত্তর : উ থান্ট (মিয়ানমার)।

প্রশ্ন : জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ভারত পাকিস্তান ইস্যুটি নিয়ে আলােচনার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদে পাঠিয়ে দেয় কবে?
উত্তর : ৬ ডিসেম্বর ১৯৭১।

প্রশ্ন : বিশ্বের কোন দুটি প্রভাবশালী দেশ বাংলাদেশের অভ্যুদয়ের পক্ষে ছিল?
উত্তর : তঙ্কালীন সােভিয়েত ইউনিয়ন আস (রাশিয়া) এবং ভারত।

প্রশ্ন : সাধারণ পরিষদে প্রস্তাবটি গৃহীত হয় কবে?
উত্তর : ৮ ডিসেম্বর ১৯৭১। প্রস্তাবটি গৃহীত হয় ১০৪-১১ ভােটে, আর ১০টি দেশ ভােট দানে বিরত থাকে।

প্রশ্ন : জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি কে ছিলেন?
উত্তর : সমর সেন।

প্রশ্ন : জাতিসংঘে সােভিয়েত ইউনিয়নের স্থায়ী প্রতিনিধি কে ছিলেন?
উত্তর : ইয়াকুব মালিক।

প্রশ্ন : জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি কে ছিলেন?
উত্তর : হুয়াং হুয়া।

প্রশ্ন : জাতিসংঘে মার্কিন স্থায়ী প্রতিনিধি কে ছিলেন?
উত্তর : জর্জ এইচ ডব্লিউ বুশ (তিনি পরবর্তীতে ৪১তম মার্কিন প্রেসিডেন্ট হন)।

প্রশ্ন : জাতিসংঘে অস্থায়ী বাংলাদেশ সরকারের প্রতিনিধি কে ছিলেন?
উত্তর : বিচারপতি আবু সাঈদ চৌধুরী।

প্রশ্ন : সােভিয়েত ইউনিয়নের রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে বিশ্বসভায় বাংলাদেশ’ নাম প্রথম উচ্চারণ করেন কে?
উত্তর : ইয়াকুব মালিক।

বিদেশ থেকে প্রকাশিত পত্র-পত্রিকা

  • পরিক্রমা- লন্ডন, যুক্তরাজ্য
  • বাংলাদেশ পত্র- যুক্তরাষ্ট্র
  • Bangladesh Today- লন্ডন, যুক্তরাজ্য
  • শিখা- নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  • স্ফুলিঙ্গ- কুইবেক, কানাডা
  • বাংলাদেশ নিউজ লেটার- শিকাগাে, যুক্তরাষ্ট্র
  • Bangladesh West- ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
  • Coast news Bulletin- যুক্তরাষ্ট্র

[সূত্র : বাংলাদেশ সরকার ১৯৭১- এইচ টি ইমাম; পৃষ্ঠা ১৯২-১৯৩]

কূটনীতি

প্রশ্ন : বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশকারী প্রথম কুটনীতিবিদ কে?
উত্তর : কে এম শাহাবুদ্দিন আহমেদ (ভারতের দিল্লিতে তৎকালীন পাকিস্তান হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি) ও আমজাদুল হক (ভারতের দিল্লিতে তল্কালীন পাকিস্তান হাইকমিশনের অ্যাসিস্টেন্ট সহকারী প্রেস অ্যাটাশে)।

প্রশ্ন : কবে তারা বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন?
উত্তর : ৬ এপ্রিল ১৯৭১।

প্রশ্ন : কলকাতায় পাকিস্তানি ডেপুটি হাইকমিশনের এ প্রধান হােসেন আলী কবে বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন?
উত্তর : ১৮ এপ্রিল ১৯৭১।

প্রশ্ন : বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম মিশন আত্মপ্রকাশ করে কবে?
উত্তর : ১৮ এপ্রিল ১৯৭১; কলকাতায়।

প্রশ্ন : বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশকারী প্রথম রাষ্ট্রদূতের নাম কী?
উত্তর : এ এফ এম আবুল ফতেহ (ইরাক); আনুগত্য প্রকাশ; ২৯ আগস্ট ১৯৭১।

প্রশ্ন : বিদেশের মাটিতে প্রথমবারের মতাে বাংলাদেশের পতাকা ওড়ানাে হয় কবে?
উত্তর : ১৮ এপ্রিল ১৯৭১; কলকাতায় পাকিস্তানি ডেপুটি হাইকমিশনে।

মুক্তিযুদ্ধের সময় কয়েকটি দেশের রাষ্ট্র-সরকারপ্রধান-পররাষ্ট্রমন্ত্রী

দেশ প্রেসিডেন্ট/সমমর্যাদাপ্রধানমন্ত্রী/সমমর্যাদাপররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্র রিচার্ড নিক্সনউইলিয়াম পিয়ার্স রজার্স
যুক্তরাজ্যরানি দ্বিতীয় এলিজাবেথএডওয়ার্ড হিথআলেক ডগলাস হােম
ভারতভিভি গিরিইন্দিরা গান্ধীসরদার শরণ সিং
সােভিয়েত নিকোলাই পদগনিঅ্যালেক্সি কোসিগিনআন্দ্রেই ঘোমিকো
চীন ডং বিউচৌ এন-লাইচেন ই
ফ্রান্স 
জর্জ পম্পিডু
জ্যাক চবন ডেলমাস 
মরিস সকুমান

মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধু

প্রশ্ন : বিশ্বের কোন সরকার প্রধান মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠন করেন?
উত্তর : ভারতের তঙ্কালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।

প্রশ্ন : মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি ব্যক্তি কে?
উত্তর : উইলিয়াম আব্রাহাম সাইমন ওডারল্যান্ড; নেদারল্যান্ডস বংশােদ্ভূত; অস্ট্রেলীয় নাগরিক। তিনি বীরপ্রতীক খেতাব লাভ করেন।

প্রশ্ন : তাকে নিয়ে নির্মিত বীরপ্রতীক ওডারল্যান্ড’ তথ্যচিত্রটির পরিচালক কে?
উত্তর : মাহবুবুর রহমান।

প্রশ্ন : কোন সাংবাদিক পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন?
উত্তর : সাইমন ড্রিং (যুক্তরাজ্য)।

প্রশ্ন : পাকিস্তানি বর্বরতার খবর বহির্বিশ্বের কোন পত্রিকায় সর্বপ্রথম প্রকাশিত হয়?
উত্তর : The Daily Telegraph; ৩০ মার্চ ১৯৭১।

প্রশ্ন : ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর বর্বরতা ‘ডেইলি টেলিগ্রাফ’ পত্রিকায় কী শিরােনামে প্রকাশিত হয়?
উত্তর : Tanks Crush Revolt in Pakistan।

প্রশ্ন : পাকিস্তানি গণহত্যার প্রত্যক্ষদর্শী প্রথম বিদেশি সাংবাদিক কে ?
উত্তর : সাইমন ড্রিং (যুক্তরাজ্য)।

প্রশ্ন : মুক্তিযুদ্ধের ওপর রচিত কবিতা September on Jessore Road এর রচয়িতা কে?
উত্তর : মার্কিন কবি আরউইন অ্যালেন গিন্সবার্গ।

প্রশ্ন : September on Jessore Road কবিতাটি কত লাইনের?
উত্তর : ১৫১ লাইনের।

প্রশ্ন : অ্যালেন গিন্সবার্গ কবে কবিতাটি রচনা করেন?
উত্তর : ১৪-১৬ নভেম্বর ১৯৭১।

প্রশ্ন : September on Jessore Road কবিতাটি বাংলা অনুবাদ করেন কে?
উত্তর : খান মােহাম্মদ ফারাবী।

প্রশ্ন : September on Jessore Road বাংলা কবিতার ভাবানুবাদ এবং সুরারােপ করে গানাকারে নিয়ে আসেন কে?
উত্তর : মৌসুমী ভৌমিক।

প্রশ্ন : কোন মার্কিন সিনেটর বাংলাদেশের ই মুক্তিযুদ্ধের সমর্থক ছিলেন?
উত্তর : এডওয়ার্ড কেনেডি।

প্রশ্ন : পাকিস্তানি গণহত্যার তথ্যাদি সংগ্রহ করে যুক্তরাজ্যের সানডে টাইমস পত্রিকায় প্রকাশ করেন কোন সাংবাদিক?
উত্তর : নেভিলে অ্যান্থনি মাসকারেনহাস; ১৩ জুন ১৯৭১।

প্রশ্ন : ঢাকায় নিযুক্ত কোন মার্কিন কনসাল জেনারেল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থক ছিলেন?
উত্তর : আচার কে ব্লাড।

প্রশ্ন : ১৯৭১ সালে পশ্চিমবঙ্গের কোন মুখ্যমন্ত্রী স্বাধীনতা যুদ্ধে সাহায্য করে?
উত্তর : অজয় মুখােপাধ্যায়।

প্রশ্ন : মুক্তিযুদ্ধের জনপ্রিয় গান শােনাে একটি মুজিবরের থেকে ও মাগাে, ভাবনা কেন, আমরা তােমার শান্তি প্রিয় শান্ত ছেলে’ এর গীতিকার কে?
উত্তর : গৌরীপ্রসন্ন মজুমদার (ভারত)।

সপ্তম নৌবহর

প্রশ্ন : টাস্কফোর্স-৭৪ কী?
উত্তর : পাকিস্তানকে সহায়তা করার জন্য সপ্তম নৌবহরের কয়েকটি জাহাজের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স।

প্রশ্ন : সপ্তম নৌবহর কী?
উত্তর : পারমাণবিক অস্ত্রে সুসজ্জিত কয়েকটি জাহাজের সমন্বয়ে গঠিত মার্কিন নৌবহর।

প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানকে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর বঙ্গোপসাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে কবে?
উত্তর : ৯ ডিসেম্বর ১৯৭১।

প্রশ্ন : সম্পূর্ণ পারমাণবিক অস্ত্রে সজ্জিত টাস্কফোর্সটির নেতৃত্বদানকারী জাহাজটির নাম কী ছিল?
উত্তর : ইউএসএস এন্টারপ্রাইজ (১১২৩ ফুট বা ৩৪২.৩ মিটার)।

প্রশ্ন : USS Enterprise-এর সামরিক নাম কী?
উত্তর : CVN-66 (পূর্বে নাম ছিল CVA (N-65, এর ডাকনাম ‘Big E’ বা MobileCheruncby বা Quarter Mile Island)।

প্রশ্ন : সপ্তম নৌবহরকে প্রতিহতের জন্য বঙ্গোপসাগরে ব্যাপক সামরিক শক্তি সমাবেশের ঘােষণা দেয় কোন দেশ?
উত্তর: রাশিয়া।

মুক্তিযুদ্ধ নিয়ে বিদেশিদের লেখা

প্রশ্ন : The Testimony of Sixty কী?
উত্তর : একাত্তরে মুক্তিযুদ্ধের সময় আন্তর্জাতিক সংস্থা অক্সফামের মাধ্যমে বিশ্বের খ্যাতনামা ৬০ জন ব্যক্তির উদাত্ত আহ্বানের সংকলন। আহ্বানে তারা অবিলম্বে যুদ্ধবিধ্বস্ত দেশ বাংলাদেশকে সাহায্যের দাবি জানান। যারা বিশ্ব বিবেকের কাছে এ আবেদন তুলেন তাদের মধ্যে অন্যতম মাদার তেরেসা, ব্রিটিশ এমপি জন স্টোন হাউজ, মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডি, সাংবাদিক জন পলিজারসহ ৬০ জন ব্যক্তি।

প্রশ্ন : অক্সফামের তক্কালীন পরিচালক এইজ লেসলি কাকলি স্বাক্ষরিত The Testimony of Sixty প্রকাশিত হয় কবে?
উত্তর : ২১ অক্টোবর ১৯৭১।

বিদেশিদের মুক্তিযুদ্ধ বিষয়ক কয়েকটি গ্রন্থ

গ্রন্থলেখক
The Blood Telegramগ্যারি জে ব্যাস (যুক্তরাষ্ট্র)
The Betrayal of East Pakistanলে. জে. এ এ কে খান নিয়াজি (পাকিস্তান)
Witness to Surrenderসিদ্দিক সালিক (পাকিস্তান)
The Cruel Birth of Bangladesh
আর্চার কে. ব্লাড (যুক্তরাষ্ট্র) 
The Liberation of Bangladesh
মেজর জেনারেল সুখবন্ত সিং (ভারত)
A Golden Age
তাহমিমা আনাম (বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ)
Surender at Dacca : Birth of a Nationলে. জেনারেল জে এফ আর জ্যাকব (ভারত)
The Discovery of Bangladeshস্টিফেন এম গিল (যুক্তরাষ্ট্র)
Bangladesh: Alegacy of Bloodনেভিলে অ্যান্থনি ম্যাসকারেনহাস (পাকিস্তান)
The Rape of Bangladeshনেভলে অ্যান্থনি ম্যাসকারেনহাস (পাকিস্তান)
Massacreরবার্ট পেইন (যুক্তরাষ্ট্র)
The Tortured and theDamned
রবার্ট পেইন (যুক্তরাষ্ট্র)

আপনি খুজুন : বাংলাদেশের মুক্তিযুদ্ধ,মুক্তিযুদ্ধ,বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস,মুক্তিযুদ্ধের ছবি,বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ,বাংলাদেশের মুক্তিযুদ্ধ ১৯৭১,ষষ্ঠ বাংলাদেশের মুক্তিযুদ্ধ,সমাজ বাংলাদেশের মুক্তিযুদ্ধ,বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিসিএস,মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা,বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও তার ইতিহাস,বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন,বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা,বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা লাভ,বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !