হেপাটাইটিস সি'র ওষুধ আবিষ্কার

Preparation BD
By -
0

হেপাটাইটিস সি’ হচ্ছে একটি নীরব ঘাতক। ভাইরাসটি শনাক্ত করাও যায় না এবং প্রায় নীরবেই শুষে নেয় জীবনীশক্তি। সম্প্রতি এ রােগের চিকিৎসা নিয়ে স্বস্তির সংবাদ দেয় মালয়েশিয়া। দেশটি হেপাটাইটিস সি চিকিৎসায় সবচেয়ে কার্যকরী ও সাশ্রয়ী একটি ওষুধকে রেজিস্ট্রেশনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) কাছে আবেদন করে। হেপাটাইটিস সি চিকিৎসায় ব্যবহৃত সােফোসবুভির সাথে রাভিডাসভির মেডিসিনটি যুক্ত করে অনেক ভালাে ফলাফল পাওয়া যায়।

৫ বছর যাবত Drugs for Neglected Diseases initiative (DNDI) এর সঙ্গে গবেষণার পর ইতিবাচক ফলাফল পাওয়ায় ২০২১ সালের জুনে মালয়েশিয়া সরকার তাদের দেশে। এটিকে অনুমােদন দেয়। এখন সারাবিশ্বে একই পদ্ধতি ব্যবহারের জন্য WHO’র অনুমােদনের জন্য আবেদন করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বে অন্তত ৭১ কোটিরও বেশি মানুষ হেপাটাইটিস সি নিয়ে জীবনযাপন করছে। এটি রক্তবাহিত এমন ভাইরাস যা লিভার সিরােসিসের দিকে নিয়ে যায়। এ ভাইরাস লিভার ক্যান্সারের অন্যতম কারণ। এখন পর্যন্ত এ রােগের কোনাে ভ্যাকসিন আবিষ্কার হয়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !