অনুবাদ সাহিত্য

Preparation BD
By -
0

অনুবাদ সাহিত্য

  • আজ হতে আড়াই হাজার বছর পূর্বে মহাভারত রচিত।
  • সংস্কৃত ভাষায় লিখিত পৌরাণিক কাব্য মহাভারতের মূল রচয়িতা- কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব।
  • মহাভারত প্রথম বাংলা অনুবাদ করেন- কবীন্দ্র পরমেশ্বর।
  • মহাভারত ১৮ খণ্ডে রচিত এবং শ্লোক সংখ্যা ৮৫০০০।
  • সুলতান হােসেন শাহের সেনাপতি পরাগল শাহ’র পৃষ্ঠপােষকতায় কবীন্দ্র পরমেশ্বর মহাভারত অনুবাদ করেন যা ‘পরাগলী মহাভারত’ নামে পরিচিত।
  • পরাগল খানের ছেলে ছুটি খানের পৃষ্ঠপােষকতায় শ্রীকরনন্দী ছুটি খানি মহাভারত রচনা করেন।
  • মহাভারতের জনপ্রিয় ও প্রাঞ্জল অনুবাদক- কাশীরাম দাস (১৭ শতক)।
  • খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে রামায়ণ রচিত হয়, রামায়ণ ৭ খণ্ডে রচিত শ্লোক সংখ্যা ২৪০০০।
  • সংস্কৃত ভাষায় লিখিত পৌরাণিক মহাকাব্য রামায়ণের মূল রচয়িতা- বাল্মীকি।
  • রামায়ণের প্রথম বাংলা অনুবাদক ও শ্রেষ্ঠ অনুবাদক- কৃত্তিবাস ওঝা।
  • রামায়ণের প্রথম মহিলা অনুবাদক – চন্দ্রাবতী, তিনি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি ।
  • ‘ভগবত’ ১২ খণ্ডে রচিত, এর বাংলা অনুবাদ করেন- মালাধর বসু। যা ‘শ্রীকৃষ্ণ বিজয়’ নামে পরিচিত।
  • শাহনামা মৌলিক গ্রন্থের রচয়িতা- ইরানের কবি ফেরদৌসি, বাংলা অনুবাদক–মােজাম্মেল হক।

উল্লেখযােগ্য অনুবাদ সাহিত্য

 মূল গ্রন্থমূল গ্রন্থের ভাষাঅনুবাদ গ্রন্থঅনুবাদক
বাল্মীকি রচিত রামায়ণ’সংস্কৃতরামায়ণকৃত্তিবাস, চন্দ্রাবতী
কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব রচিত ‘মহাভারতসংস্কৃতমহাভারতপ্রথম অনুবাদক- কবীন্দ্র পরমেশ্বর, শ্রেষ্ঠ অনুবাদক- কাশীরাম দাস
কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব রচিত ‘ভাগবত পুরাণ’সংস্কৃতশ্রীকৃষ্ণ বিজয় মালাধর বসু
 মালিক মুহম্মদ জায়সী রচিত ‘পদুমাবৎ’
হিন্দি 
পদ্মাবতী
আলাওল
মনঝন রচিত মধুমালত
হিন্দি
মধুমালতী 
মুহম্মদ কবীর, সৈয়দ হামজা, শাকের মুহম্মদ
সাধন রচিত ‘মৈনাসত’ মােল্লা দাউদ রচিত চন্দায়ন
হিন্দি 
সতীময়না- লাের-চন্দ্রানী
দৌলত কাজী, আলাওল।
আলেফ লায়লা ওয়া লায়লাফারসিসয়ফুলমুলুক- বদিউজ্জামালআলাওল, দোনা গাজী চৌধুরী
নিজামী রচিত হফত পয়কর’ফারসিহপ্ত পয়করআলাওল
ইউসুফ গদা রচিত “তােহফা তুন নেসায়েহ’ফারসি তােহফাআলাওল 
জামীকৃত ‘ইউসুফ ওয়া জুলায়খা’
ফারসি 
ইউসুফ-জোলেখা (আদি উৎস আরবি)
শাহ মুহম্মদ সগীর, আব্দুল হাকিম, ফকির গরীবুল্লাহ
নিজামী রচিত ‘লায়লা ওয়া মজনুন’
ফারসি
লায়লী-মজনু 
দৌলত উজির বাহরাম খান

 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !