মুসলিম সাহিত্য ও আরাকান রাজসভা (রােসাঙ্গ রাজসভা)

Preparation BD
By -
0

মুসলিম সাহিত্য ও আরাকান রাজসভা (রােসাঙ্গ রাজসভা)

  • বাংলা সাহিত্যের মধ্যযুগে মুসলিম কবিদের উল্লেখযােগ্য অবদান- রােমান্টিক প্রণয়ােপাখ্যান।
  • বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি- শাহ মুহম্মদ সগীর (১৫শতক)।
  • “ইউসুফ-জোলেখা’ কাব্যগ্রন্থটি লিখেছেন শাহ মুহম্মদ সগীর, গিয়াসউদ্দিন আযম শাহ্ এর আমলে।
  • শাহ মুহম্মদ সগীর বাংলা সাহিত্যের প্রথম রােমান্টিক কবি এবং ইউসুফ-জোলেখা বাংলা সাহিত্যের প্রথম রােমান্টিক কাব্য।
  • ‘ইউসুফ-জোলেখা’ আরও লিখেন আব্দুল হাকিম, ফকির গরীবুল্লাহ, ফকির মুহম্মদ প্রমুখ।
  • ‘লায়লী-মজনু’ প্রথম রচনা করেন- দৌলত উজির বাহরাম খান, তার অন্য কাব্য— জঙ্গনামা।
  • বাংলা ভাষার লায়লী-মজনু’ কাব্য পারসি কবি আবদুর রহমান জামি-র ‘লায়লা ওয়া মজনু’ এর ভাবানুবাদ।
  • হিন্দি কবি মনঝনের মধুমালতী’ বাংলায় রচনা করেন মুহম্মদ কবীর।
  • আরাকান রাজসভার প্রথম কবি- দৌলত কাজী; প্রধান কবি- কোরেশী মাগন ঠাকুর; শ্রেষ্ঠ কবি আলাওল।
  • অন্যান কবিরা হলেন— মরদান, আব্দুল করিম খন্দকার প্রমুখ।
  • সতীময়না ও লােরচন্দ্রানী’র রচয়িতা সতের শতকের কবি দৌলত কাজী, কিন্তু শেষ করেন।
  • আরাকান রাজসভার কবি আলাওল।
  • হিন্দি কবি মালিক মুহাম্মদ জায়সির ‘পদুমাবৎ’ কাব্য থেকে সপ্তদশ শতকে কবি আলাওল ‘পদ্মাবতী’ (১৬৮৮) কাব্যগ্রন্থ রচনা করেন।
  • এছাড়াও তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ- সয়ফুলমুলক বদিউজ্জামাল, সিকান্দরনামা।
  • কোরেশী মাগন ঠাকুরের উৎসাহে আলাওল কাব্য রচনা করেন।
  • মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলমান কবি আলাওলের নীতিকাব্য- তােহফা।
  • কোরেশী মাগন ঠাকুর এর কাব্যগ্রন্থ- চন্দ্রাবতী।
  • মর্সিয়া আরবি শব্দ, যার অর্থ শােক করা, বিলাপ করা।
  • মর্সিয়া সাহিত্যের আদি কবি শেখ ফয়জুল্লাহর গ্রন্থের নাম- জয়নাবের চৌতিশা।
  • মর্সিয়া সাহিত্যের উপজীব্য কারবালার বিষাদময় ঘটনা এবং ইমাম হােসেনের করুণ পরিণতি।
  • মার্সিয়া সাহিত্যের হিন্দু কবি রাধারমণ গােপ রচিত গ্রন্থ— ইমামগণের কেচ্ছা’।
  • আব্দুল হাকিম রচিত কাব্য- ইউসুফ-জোলেখা, নূরনামা।
  • নবী বংশ – সৈয়দ সুলতান।
  • দৌলত উজির বাহরাম খানের ‘জঙ্গনামা’ একটি মর্সিয়া সাহিত্য।
  • ‘যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।’—বঙ্গবাণী (আবদুল হাকিম)।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !