Important General Knowledge International Affairs PDF

Preparation BD
By -
0

Important General Knowledge International Affairs PDF

PDF LINK

Important General Knowledge International Affairs PDF Text Hare

প্রশ্ন : বিশ্বে প্রথম নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে
উত্তর : গ্রিক সভ্যতায়।

প্রশ্ন : মাদার তেরেসা যে দেশে জন্মগ্রহণ করেন
উত্তর : বর্তমান মেসিডােনিয়া।

প্রশ্ন : সুয়েজ খাল যে দুটি সাগরকে যুক্ত করেছে
উত্তর : লােহিত সাগর ও ভূমধ্যসাগর ।

প্রশ্ন : আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়
উত্তর : ৫ জুন।

প্রশ্ন : ইউরাে মুদ্রা চালু হয়
উত্তর : ১ জানুয়ারি ১৯৯৯।

প্রশ্ন : সর্বপ্রথম যে দেশ পারমাণবিক বােমা তৈরি করে
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয়
উত্তর : ১৯৩০ সালে।

প্রশ্ন : ডেজার্ট ফক্স (Desert Fox) নামে পরিচিত
উত্তর : ফিল্ড মার্শাল রােমেল।

প্রশ্ন : East London অবস্থিত
উত্তর : দক্ষিণ আফ্রিকায়।

প্রশ্ন : ইতিহাস বিখ্যাত ট্রয় নারী অবস্থিত
উত্তর : তুরস্কে।

প্রশ্ন : ‘বােফোর্স কেলেঙ্কারি’ যে দেশের সাথে জড়িত-
উত্তর : ভারত।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন
উত্তর : ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।

প্রশ্ন : স্থায়ী সালিসী আদালত অবস্থিত
উত্তর : হেগ, নেদারল্যান্ডস।

প্রশ্ন : ফরাসি বিপ্লবের মতবাদ বা স্লোগান
উত্তর : স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব।

প্রশ্ন : মায়া সভ্যতা বিশ্বের যে অঞ্চলে বিরাজমান ছিল
উত্তর : মধ্য আমেরিকা।

প্রশ্ন : মালয়েশিয়ার মুদ্রার নাম
উত্তর : রিংগিত।

প্রশ্ন : ‘ইদলিব’ শহর যে দেশে অবস্থিত
উত্তর : সিরিয়া।

প্রশ্ন : মাও সে তুং গণপ্রজাতন্ত্রী চীনের ঘােষণা দেন
উত্তর : ১ অক্টোবর ১৯৪৯।

প্রশ্ন : ‘অস্ট্রেলিয়া’ শব্দের অর্থ
উত্তর : এশিয়ার দক্ষিণাঞ্চল।

প্রশ্ন : ‘দোজংখা’ যে দেশের ভাষা
উত্তর : ভুটান।

প্রশ্ন : প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়
উত্তর : ১৯১৮ সালে।

প্রশ্ন : প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর
উত্তর : ইউকোসুক।

প্রশ্ন : ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে ফকল্যান্ড দ্বীপ নিয়ে যুদ্ধ হয়
উত্তর : ১৯৮২ সালে।

প্রশ্ন : হিমালয়, আল্পস ও ইউরাল যে ধরনের পর্বত
উত্তর : ভঙ্গিল পর্বত।

প্রশ্ন : ভলগা নদী পতিত হয়েছে
উত্তর : কাস্পিয়ান সাগরে।

প্রশ্ন : ‘ব্লু-ইকোনমি’ যে বিষয়ের সাথে জড়িত
উত্তর : সমুদ্র অর্থনীতি।

প্রশ্ন : আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে পরমাণু চুল্লি নির্মাণের লাইসেন্স অনুমােদন দেয়
উত্তর : সংযুক্ত আরব আমিরাত।

প্রশ্ন : মার্কিন প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করেন
উত্তর : ২৮ জানুয়ারি ২০২০।

প্রশ্ন : জাতিসংঘের পতাকায় যে দুটি রং আছে
উত্তর : নীল ও সাদা।

প্রশ্ন : ADB-এর পূর্ণরূপ
উত্তর : Asian Development Bank

প্রশ্ন : ২০২০ সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন
উত্তর : নােভাক জোকোভিচ, সার্বিয়া।

প্রশ্ন : লেনিনগ্রাদ এর বর্তমান নাম
উত্তর : সেন্ট পিটার্সবার্গ।

প্রশ্ন : সােয়াত উপত্যকা যে দেশে অবস্থিত
উত্তর : পাকিস্তান।

প্রশ্ন : তাজমহল যে শতাব্দীতে তৈরি করা হয়
উত্তর : সপ্তদশ।

প্রশ্ন : ঘূর্ণিঝড় ‘আম্পান’-এর নামকরণ করে যে দেশ
উত্তর : থাইল্যান্ড।

প্রশ্ন : ২০২০ সালের মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ
উত্তর : নরওয়ে।

প্রশ্ন : বিশ্বের বৃহত্তম বাঁধ অবস্থিত
উত্তর : চীনের ইচং শহরের ইয়াংজি নদীর ওপর।

প্রশ্ন : সৰ্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে যে দেশে
উত্তর : ইন্দোনেশিয়া।
 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !