সাধারণ জ্ঞান : গুরুত্বপূর্ণ ৫০০ টি প্রশ্ন ও উত্তর

Preparation BD
By -
0

সাধারণ জ্ঞান সমগ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ৫০০ টি প্রশ্নোত্তর নিয়ে আমাদের আজকের আয়োজন। আসা করি সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্নোত্তর গুলো আপনাদের অনেক উপকারে আসবে। নিচের লিঙ্ক থেকে সাধারণ জ্ঞান pdf ডাউনলোড করতে পারেন। আপনি চাইলে সাধারণ জ্ঞান কুইজ গুলো শেয়ার করে রাখতে পারেন। বিভিন্ন সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা গুলোতে এগুলো আপনাকে সহযোগিতা করবে।

Download Link

সাধারণ জ্ঞান সমগ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ৫০০ টি প্রশ্নোত্তর এক হলেও পড়ুন

প্রশ্ন : আলাের কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক কে?
উত্তর : ম্যাক্স প্লাঙ্ক

প্রশ্ন : নংক্ৰেম কোন রাজ্যের প্রচলিত নৃত্য ?
উত্তর : মেঘালয়।

প্রশ্ন : তিলাইয়া বাঁধ কোন নদীর উপর অবস্থিত ?
উত্তর : বরাকর

প্রশ্ন : কম্পিউটার সায়েন্সের জনক কাকে বলা হয় ?
উত্তর : অ্যালান টুরিং

প্রশ্ন : কত সালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট চালু হয় ?
উত্তর : ১৯০৪ সালে

প্রশ্ন : সকলােত্তরপথনাথ উপাধি কে পান ?
উত্তর : হর্ষবর্ধন

প্রশ্ন : জিয়াউদ্দিন বরণী কার সভাকবি ছিলেন ?
উত্তর : ফিরােজ শাহ তুঘলক।

প্রশ্ন : ভারতীয় জাতীয়তাবাদী সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর : ১৮৮৩ সালে

প্রশ্ন : ভারতীয় জাতীয়তাবাদী সমাজ কে প্রতিষ্ঠা করে ?
উত্তর : শিশিরচন্দ্র বসু

প্রশ্ন : ভারতের কোন স্থান চুরুটের জন্য বিখ্যাত ?
উত্তর : ডিভিগুল

প্রশ্ন : পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শােধন প্লান্টটি কোথায় অবস্থিত ?
উত্তর : কলকাতা

প্রশ্ন : কে ‘খালসা’ প্রবর্তন করেন ?
উত্তর : গুরু গােবিন্দ সিংহ।

প্রশ্ন : “I do what I do” বইটির লেখক কে ?
উত্তর : রঘুরাম জি রাজন

প্রশ্ন : খাদ্য ও কৃষিসংস্থা (সম্মিলিত জাতিপুঞ্জ) প্রতি বছর ৫ই ডিসেম্বর -কে কী বিশেষ দিন হিসাবে পালন করে ?
উত্তর : বিশ্ব ভূমি দিবস

প্রশ্ন : ইসলামিক রাষ্ট্রসহ বিদেশি রাষ্ট্রগুলির ওপর হ্যাকিং (hacking) আক্রমণ প্রতিরােধের জন্য সর্বপ্রথম সামরিক সাইবার (cyber) বিভাজন গড়ে তুলে ছিল কোন দেশ ?
উত্তর : অষ্ট্রেলিয়া

প্রশ্ন : সিকিম কবে ভারতের ful-fledged রাজ্য ঘােষিত হয়
উত্তর : ১৯৭৫ খ্রিস্টাব্দে

প্রশ্ন : Ombudsman প্রতিষ্ঠান -এর সূত্রপাত হয়
উত্তর : সুইডেন -এ

প্রশ্ন : বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয় ?
উত্তর : ২৭ সেপ্টেম্বর

প্রশ্ন : ঘুড়ি ওড়ানাের সুতােয় “মাঞ্জা” দেওয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে
উত্তর : ন্যাশনাল গ্রীন ট্রাইবুনাল

প্রশ্ন : রয়াল এনফিল্ড বাইক কোম্পানির ভারতীয় শাখার হেড কোয়াটার কোথায় ?
উত্তর : চেন্নাই

প্রশ্ন : ইসলামাবাদের আগে পাকিস্তানের রাজধানী কি ছিল ?
উত্তর : রাওয়ালপিন্ডি।

প্রশ্ন : একদিন দিনের জন্য কে ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন?
উত্তর : জগদম্বিকা পাল

প্রশ্ন : কোন ভারতীয় মহিলা সবচেয়ে বেশিদিন মুখ্যমন্ত্রীর পদে ছিলেন ?
উত্তর : শিলা দীক্ষিত

প্রশ্ন : আমির খান প্রথম কোন চলচিত্র পরিচালনা করেছিলেন ?
উত্তর : তারে জামিন পর

প্রশ্ন : অপারেশন শক্তি চলাকালীন এ. পি. জে. আব্দুল কালামের কোড নাম কি ছিল ?
উত্তর : পৃথ্বীরাজ

প্রশ্ন : মােহিনিয়াট্টাম নাচটি কোন ভগবানকে উৎসর্গ করা হয় ?
উত্তর : বিষ্ণু

প্রশ্ন : কোন প্রাক্তন বলিউড অভিনেতা “রেডিও সেইলােন” – এর জকি ছিলেন ?
উত্তর : সুনীল দত্ত

প্রশ্ন : আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিমতম রাজ্য হল আলাস্কা| পূর্বতম রাজ্য কোনটি ?
উত্তর : আলাস্কা

প্রশ্ন : সৌর জগতের উচ্চতম পর্বত কোনটি ?
উত্তর : অলিম্পাস মন্স

প্রশ্ন : নােবেল শান্তি পুরস্কারটি কোন শহর থেকে দেওয়া হয় ?
উত্তর : অসলাে

প্রশ্ন : “রাইডার কাপ” কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর : গল্ফ

প্রশ্ন : ১৯০১ সালে নোেবল পুরস্কার কোন বিভাগে দেওয়া হয়নি ?
উত্তর : অর্থনীতি

প্রশ্ন : বিশ্ব বিখ্যাত চলচ্চিত্র ‘গান্ধী’ পরিচালনা করেছিলেন কে ?
উত্তর : রিচার্ড এটেনবুরাে

প্রশ্ন : নিম্নলিখিত কোন দেশটির জাতীয় খেলা ক্রিকেট ?
উত্তর : অস্ট্রেলিয়া

প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম রৌপ্য উৎপাদনকারী হল
উত্তর : মেক্সিকো

প্রশ্ন : জাতিসংঘ সংস্থা (UNO) – এর সদর দপ্তর হল
উত্তর : নিউ ইয়র্ক

প্রশ্ন : ওয়াটারলু কোথায় ?
উত্তর : বেলজিয়াম

প্রশ্ন : “পােস্ট অফিস” বইটির লেখক কে ?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্ন : নিচের কোন দেশদুটি সমুদ্রের নীচে একটি সুড়ঙ্গ দ্বারা সংযুক্ত ?
উত্তর : ইংল্যান্ড এবং ফ্রান্স

প্রশ্ন : আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (International Atomic Energy Agency) কোথায় অবস্থিত ?
উত্তর : ভিয়েনা

প্রশ্ন : “নাথুরাম গডসে – দ্য স্টোরি অফ এ অ্যাসাসিন” বইটির লেখক কে ?
উত্তর : অনুপ অশােক সরদেশাই

প্রশ্ন : “জেমস বন্ড” চরিত্রটি কার সৃষ্ট ?
উত্তর : ইয়ান ফ্লেমিং

প্রশ্ন : ‘পােট্রট ফ্রাঙ্কোয়েস’ শিল্পটির সষ্টিকর্তা –
উত্তর : পাবলাে পিকাসাে

প্রশ্ন : ভারতের প্রথম ৫ ষ্টার ডিলাক্স হােটেল কোনটি ?
উত্তর : অশােক হােটেল ( দিল্লি)

প্রশ্ন : নিম্নলিখিত ফলগুলির মধ্যে কোনটি “ভালােবাসার আপেল (Love Apple) ” নামে পরিচিত ?
উত্তর : টমেটো

প্রশ্ন : A Brief History of Time’ বইটির লেখক কে ?
উত্তর : স্টিফেন হকিং

প্রশ্ন : কোন বছরে রবার্ট এডউইন পেয়ারি উত্তর মেরু পৌঁছানাের প্রথম ব্যক্তির কৃতিত্ব অর্জন করেছিলেন ?
উত্তর : ১৯০৯

প্রশ্ন : দুইবার গ্রীষ্মকালীন অলিম্পিক আয়ােজন করেছিল প্রথম কোন শহর ?
উত্তর : প্যারিস

প্রশ্ন : কোন বছর প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তর : ৭৭৬ খ্রিষ্টপূর্বাব্দে

প্রশ্ন : মারুতি গাড়ির মূলত কোন প্রযুক্তি ব্যবহার করে ?
উত্তর : জাপানি প্রযুক্তি

প্রশ্ন : সার্ক (SAARC) – এর প্রধান স্থপতি কে ছিলেন ?
উত্তর : জিয়াউর রহমান

প্রশ্ন : “অনুরাধপুর” নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটির প্রাচীন রাজধানী ছিল ?
উত্তর : শ্রীলংকা

প্রশ্ন : কাকে “ভারতের মেট্রো ম্যান” বলা হয়?
উত্তর : ই. শ্রীধরন

প্রশ্ন : “Philology ” হল –
উত্তর : ভাষাসমূহের অধ্যয়ন

প্রশ্ন : কলকাতার বইমেলা কতসালে অগ্নিকান্ডে পুড়ে যায় ?
উত্তর : ১৯৯৭

প্রশ্ন : কলকাতায় গােয়েন্দা দপ্তরের প্রধান কার্যালয় –
উত্তর : ভবানীভবন

প্রশ্ন : পার্ক স্ট্রিটের বর্তমান নাম কি ?
উত্তর : মাদার টেরিজা সরণি

প্রশ্ন : কলকাতায় মেট্রো রেল চালু হয় –
উত্তর : ১৯৮৪ খ্রিস্টাব্দে।

প্রশ্ন : কালীঘাটের কালীমন্দির কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর : সন্তোষ রায়

প্রশ্ন : সুতানুটি গ্রামের বর্তমান অবস্থান –
উত্তর : শােভাবাজার।

প্রশ্ন : কলকাতার জন্ম হয় –
উত্তর : ১৬৯০ সালের ২৪ শে আগস্ট

প্রশ্ন : দ্বিতীয় হুগলি সেতুর নাম কি ?
উত্তর : বিদ্যাসাগর সেতু।

প্রশ্ন : রাইটার্স বিল্ডিং কবে স্থাপিত হয় ?
উত্তর : ১৭৮০ খ্রিস্টাব্দে

প্রশ্ন : কলকাতাকে কে “প্রাসাদ নগরী” আখ্যা দিয়েছিলেন ?
উত্তর : রবার্ট ক্লাইভ

প্রশ্ন : অলিম্পিক শিখা (Olympic Flame) কিসের প্রতীক ?
উত্তর : ধারাবাহিকতা

প্রশ্ন : নিম্নোক্ত কবিদের মধ্যে কে “আসাদ” ছদ্মনামে উর্দু গজল লিখতেন ?
উত্তর : মির্জা গালিব

প্রশ্ন : কোন বছরে ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপিত হয়েছিল ?
উত্তর : ১৯৭৫

প্রশ্ন : ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি কফি উৎপন্ন হয় ?
উত্তর : কর্ণাটক

প্রশ্ন : নিম্নলিখিত কোন এথলেটটি ‘ধিং এক্সপ্রেস’ নামে পরিচিত ?
উত্তর : হিমা দাস।

প্রশ্ন : কারাের সাথে নােবেল ভাগ না করে এককভাবে একমাত্র কে দুটি বিভাগে দুটি নােবেল পেয়েছিলেন ?
উত্তর : লিনাস পাউলিং

প্রশ্ন : সান্টা ক্লজের আসল নাম কি ?
উত্তর : সেন্ট নিকোলাস

প্রশ্ন : ইউরােপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর : ব্রাসেলস (বেলজিয়াম)

প্রশ্ন : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি ?
উত্তর : একটি মানবাধিকার সংস্থা।

প্রশ্ন : ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত ?
উত্তর : হায়দ্রাবাদ

প্রশ্ন : “ওয়াল স্ট্রিট” হল
উত্তর : নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ

প্রশ্ন : সম্পূর্ণরূপে দেশীয় পদ্ধতিতে তৈরী ভারতের হালকা যুদ্ধ বিমানটি কোনটি ?
উত্তর : তেজাস

প্রশ্ন : যশপাল রানা কোন খেলার সাথে সম্পর্কিত ?
উত্তর : শুটিং

প্রশ্ন : পূর্বে সাইগন নামে পরিচিত, “হাে চি মিন” শহরটি কোন এশীয় দেশটির বৃহত্তম শহর ?
উত্তর : ভিয়েতনাম

প্রশ্ন : কিংস্টোন কার রাজধানী ?
উত্তর : জামাইকা

প্রশ্ন : নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উরুগুয়ে রাজধানী ?
উত্তর : মন্টেভিডিও

প্রশ্ন : নিম্নলিখিত কোনটি ওজোন-হ্রাসকারী পদার্থের ব্যবহার নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত ?
উত্তর : মন্ট-রিয়েল প্রােটোকল

প্রশ্ন : ইউনেস্কো ভারতের কোন শহরটিকে “City of Music” হিসাবে নির্বাচিত করেছে ?
উত্তর : বারাণসী

প্রশ্ন : “Anosmia” হল
উত্তর : গন্ধের অনুভূতি হারানাে

প্রশ্ন : ড: বি. আর. আম্বেদকর ১৯২৭ সালে কিসে PhD ডিগ্রি অর্জন করেন ?
উত্তর : অর্থনীতি

প্রশ্ন : স্মৃতি মন্দানা কোন খেলার সঙ্গে জড়িত ?
উত্তর : ক্রিকেট

প্রশ্ন : জাহাজ শিল্পের সঙ্গে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি সংযুক্ত ?
উত্তর : গার্ডেনরিচ

প্রশ্ন : FIR এর পূর্ণাঙ্গ রূপ হল –
উত্তর : First Information Report

প্রশ্ন : পেন্টাগন কোন দেশের সদর দপ্তর ?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র

প্রশ্ন : কোন ধরনের কয়লার তাপনমূল্য সব চেয়ে বেশি ?
উত্তর : অ্যানথ্রাসাইট

প্রশ্ন : জাতিসংঘ দিবস কোন দিনটিতে পালন করা হয় ?
উত্তর : ২৪শে অক্টোবর

প্রশ্ন : হিটলার কোথায় জন্মেছিলেন ?
উত্তর : অস্ট্রিয়া

প্রশ্ন : বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত ?
উত্তর : তুরস্ক

প্রশ্ন : লিথােগ্রাফ (Lithograph) হল –
উত্তর : মুদ্রণ পদ্ধতি

প্রশ্ন : ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের তিনটি মুখ দিয়ে গঠিত ভাস্কর্য “ত্রিমূর্তি” কোন গুহাচিত্রে দেখা যায় ?
উত্তর : এলিফ্যান্টা গুহা

প্রশ্ন : বিশ্বের বৃহত্তম হীরাটি হল –
উত্তর : কুল্লিনান ডায়মন্ড ।

প্রশ্ন : ভারতীয় প্রত্নতত্ত্বের জনক হিসাবে কে পরিচিত ?
উত্তর : আলেকজান্ডার কানিংহাম

প্রশ্ন : রাশিয়ার মুদ্রার নাম কি ?
উত্তর : রুবেল

প্রশ্ন : টেলিভিশনের আবিস্কারক কে ছিলেন ?
উত্তর : জে, এল, বেয়ার্ড

প্রশ্ন : “হুতােম প্যাঁচা” ছদ্মনামে কে পরিচিত ?
উত্তর : কালীপ্রসন্ন সিংহ

প্রশ্ন : “সিটি অফ প্যালেস” (City of Palaces) কাকে বলা হয় ?
উত্তর : কলকাতা

প্রশ্ন : “লেক্সিকোগ্রাফি” (Lexicography) কথাটি কিসের সাথে যুক্ত ?
উত্তর : অভিধান সংকলন (Compilation of Dictionary)

প্রশ্ন : ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরী করেছিলেন ?
উত্তর : পিঙ্গালি ভেঙ্কাইয়া

প্রশ্ন : ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রােবটের (Industrial Robot) নাম কি ?
উত্তর : BRABO

প্রশ্ন : “রােহিঙ্গারা” কোথাকার অধিবাসী ?
উত্তর : মায়ানমার

প্রশ্ন : কোন ভারতীয় ২০১৮ সালে ম্যাগসাইসাই (Magsaysay) পুরস্কার লাভ করেন ?
উত্তর : সােনাম ওয়াংচুক

প্রশ্ন : হাইড্রোপনিক্স (Hydroponics) কথাটি কিসের সাথে যুক্ত ?
উত্তর : মাটি ছাড়া গাছ উৎপাদন

প্রশ্ন : পথের পাঁচালীর রচয়িতা কে?
উত্তর : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

প্রশ্ন : দিল্লীর প্রাচীন নাম কি ছিল ?
উত্তর : ইন্দ্রপ্রস্থ

প্রশ্ন : সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের (United Nations ) নিরাপত্তা পরিষদে (Security Council) স্থায়ী সদস্য ( Permanent Member) দেশের সংখ্যা কটি ?
উত্তর : ৫

প্রশ্ন : প্রথম FIFA বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তর : ১৯৩০

প্রশ্ন : স্বচ্ছ সমীক্ষা অনুসারে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হল –
উত্তর : ইন্দোর

প্রশ্ন : ২০১৮ সালের শীতকালীন অলিম্পিক্স কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর : দক্ষিণ কোরিয়া

প্রশ্ন : ভারতীয় ক্রীড়া প্রশিক্ষক ( Coach) – দের সর্বোচ্চ পুরস্কার কোনটি ?
উত্তর : দ্রোণাচার্য পুরস্কার

প্রশ্ন : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি ?
উত্তর : তহরিক-ই-ইনসাফ

প্রশ্ন : ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ( Term) ব্যবহৃত হয় ?
উত্তর : সিলি পয়েন্ট

প্রশ্ন : কোন দেশের সংগঠন নােবেল পুরস্কার প্রদান করে ?
উত্তর : সুইডেন।

প্রশ্ন : কোন দেশের মুদ্রা সবচেয়ে বেশি দামি ?
উত্তর : কুয়েত

প্রশ্ন : আহমেদাবাদ-কে বলা হয় –
উত্তর : ভারতের বােস্টন ( Boston of India )

প্রশ্ন : “বাফটা (BAFTA)” পুরস্কার কোন বিষয়ের উপর দেওয়া হয় ?
উত্তর : চলচ্চিত্র।

প্রশ্ন : ডেবিট কার্ডে উল্লেখিত সিভিভি কোড – এর পুরাে অর্থ কী?
উত্তর : Card Verification Value

প্রশ্ন : নিচের কোন ক্রিকেটার আন্তর্জাতিক একদিনের ম্যাচে দুশাে রান করেননি ?
উত্তর : ব্রায়ান লারা

প্রশ্ন : ইউরােপের অসুস্থ মানুষ (Sick Man of Europe) কোন দেশকে বলা হয় ?
উত্তর : তুর্কি

প্রশ্ন : ১৯৯৭ সালে বক্সিং প্রতিযােগিতায় মাইক টাইসন কার কান কামড়ে নিয়েছিল ?
উত্তর : ইভান্ডার হলিফিল্ড

প্রশ্ন : RBI এর জাতীয়করণ হয় কত খ্রিস্টাব্দে ?
উত্তর : ১৯৪৯

প্রশ্ন : নিচের কোনটির অফিসিয়াল ভাষা হল ইংরেজী ?
উত্তর : চন্ডীগর

প্রশ্ন : স্বাধীনতার ঠিক আগে বাংলাদেশ কোন দেশের অংশ ছিল ?
উত্তর : পাকিস্তান

প্রশ্ন : কবাডি খেলায় প্রতিটি দলে কজন করে খেলােয়াড় থাকে ?
উত্তর : ৭

প্রশ্ন : জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কতজন?
উত্তর : ১০ জন।

প্রশ্ন : বিশ্ব ব্যাংকের মুখ্য কার্যালয় কোথায় ?
উত্তর : ওয়াশিংটন ডি.সি.

প্রশ্ন : মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী ট্যার্মিনাস স্টেশনটির স্থপতিকার কে ?
উত্তর : ফ্রেডেরিক উইলিয়াম স্টিভেন্স।

প্রশ্ন : ভানু ভাই শাহ কর্তৃক নির্মিত ভারতের প্রথম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঘুড়ি মিউজিয়াম গুজরাটের কোন শহরে অবস্থিত ?
উত্তর : আহমেদাবাদ

প্রশ্ন : অস্ট্রেলিয়ার পার্লামেন্টকে বলে
উত্তর : কমনওয়েলথ পার্লামেন্ট

প্রশ্ন : সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর : ফুটবল।

প্রশ্ন : “Midnight’s Children” বইটির লেখক
উত্তর : সালমান রুশদি

প্রশ্ন : রাজস্থান আণবিক শক্তি কেন্দ্রটি অবস্থিত
উত্তর : রাওয়াল ভাতা

প্রশ্ন : Sullage Water -আসলে কি ?
উত্তর : রান্নাঘর থেকে নিঃসৃত নােংরা জল

প্রশ্ন : প্রথম জ্ঞানপিঠ জয়ী হিন্দি লেখক কে ?
উত্তর : সুমিত্রানন্দন পন্থ

প্রশ্ন : ভারতের বৃহত্তম বৌদ্ধ মঠ কোনটি ?
উত্তর : অরুণাচল প্রদেশের তাওয়াং মঠ

প্রশ্ন : নিচের কোন রেলওয়ে স্টেশনটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ?
উত্তর : ছত্রপতি শিবাজী টার্মিনালস

প্রশ্ন : বৃহদেশ্বর মন্দিরটি কোথায় অবস্থিত ?
উত্তর : থানজাভুর

প্রশ্ন : যামিনী রায় কোন ক্ষেত্রের এক প্রসিদ্ধ ব্যক্তিত্ব ?
উত্তর : চিত্রকলা

প্রশ্ন : প্রসিদ্ধ কার্যকর্তা মেধা পাটেকার কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন ?
উত্তর : নর্মদা বাঁচাও অভিযান

প্রশ্ন : ভারতের বেশিরভাগ বিমানবন্দরগুলির নামকরণ করা হয়েছে –
উত্তর : রাজনৈতিক ব্যক্তিত্বের নাম অনুসারে

প্রশ্ন : কোন দুটি দেশের মধ্যে সবথেকে লম্বা আন্তর্জাতিক সীমান্ত রয়েছে ?
উত্তর : আমেরিকা ও কানাডা

প্রশ্ন : প্রথম ভারতীয় খেলােয়াড় যিনি একক ভাবে অলিম্পিকে রৌপ্য পদক জিতেছিলেন ?
উত্তর : রাজ্যবর্ধন সিং রাঠোর

প্রশ্ন : মানবত্বকে কতগুলি স্তর রয়েছে ?
উত্তর : ৩ টি

প্রশ্ন : ইংলিশ চ্যানেল প্রথম সাঁতরে পার করেন কোন ভারতীয় মহিলা ?
উত্তর : আরতি সাহা।

প্রশ্ন : কোন ইনস্টিটিউশন বিশ্ব ব্যাংকের “Soft Loan Window” নামে পরিচিত ?
উত্তর : International Development Association

প্রশ্ন : পৃথিবী দিবস( Earth Day) কবে পালন করা হয় ?
উত্তর : ২২ এপ্রিল

প্রশ্ন : ভারত ও নেপালের মধ্যে চলা একমাত্র আন্তর্জাতিক ট্রেনটির নাম কি ?
উত্তর : মহাপরিনির্বান এক্সপ্রেস।

প্রশ্ন : “No Spin” বইটি কোন বিখ্যাত ক্রিকেট খেলােয়াড়ের আত্মজীবনী ?
উত্তর : শেন ওয়ার্ন

প্রশ্ন : The Personal Laws (Amendment) Bill, fost cocpta canticus প্রতি বৈষম্য ও কলঙ্ক দূর করার চেষ্টা করা হয়েছে ?
উত্তর : কুষ্ঠরােগ

প্রশ্ন : সম্প্রতি প্রয়াত স্বপন সরকার কোন ক্ষেত্রে সাথে জড়িত ছিলেন ?
উত্তর : ক্রীড়া সাংবাদিকতা

প্রশ্ন : গরিলা যুদ্ধকৌশল কোন শাসক শুরু করেছিলেন ?
উত্তর : শিবাজী

প্রশ্ন : শিবাজীর রাজধানী কোথায় ছিল ?
উত্তর : রায়গড়

প্রশ্ন : ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
উত্তর : মুম্বাই

প্রশ্ন : নিজাম সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর : তেলেঙ্গানা

প্রশ্ন : People of Ram – ভারতের কোন রাজ্যকে বলা হয় ?
উত্তর : মিজোরাম

প্রশ্ন : ছত্রাকের অধ্যয়নকে বলা হয়
উত্তর : Mycology

প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুর কাকে “ভারত পথিক” আখ্যা দিয়েছিলেন ?
উত্তর : রাজা রামমােহন রায়

প্রশ্ন : শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
উত্তর : বীরভূম

প্রশ্ন : সরােজিনী নাইডুর আসল নাম কি ?
উত্তর : সরােজিনী চট্টোপাধ্যায়

প্রশ্ন : ‘U and Me’ ক্যাম্পেনটি কোন রােগের সাথে যুক্ত ?
উত্তর : ডেঙ্গু

প্রশ্ন : যীশু খ্রীষ্টেকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল কোন বছরে ?
উত্তর : ৩০ AD

প্রশ্ন : WWF এর লােগােতে কোন বিলুপ্তপ্রায় প্রাণীটির ছবি রয়েছে ?
উত্তর : বৃহৎ পাণ্ডা

প্রশ্ন : আন্তর্জাতিক আদালতের বিচারক পদের স্থায়িত্ব কত বছর?
উত্তর : নয় বছর ।

প্রশ্ন : আসােলা ভাট্টি অভয়ারণ্য ভারতের কোন শহরে অবস্থিত ?
উত্তর : দিল্লি

প্রশ্ন : মেয়েদের শিক্ষার উন্নয়নে সাথে নিচের কোন স্কিমটি যুক্ত ?
উত্তর : উড়ান

প্রশ্ন : জাহাজ তৈরীর বন্দর মাজগাওঁ কোথায় অবস্থিত ?
উত্তর : মুম্বাই

প্রশ্ন : তালিকা ১ এর সাথে তালিকা ২ এর মিল করিয়ে নীচের কোডগুলি ব্যবহার করে সঠিক উত্তর নির্বাচন করুন
– তালিকা ১

| তালিকা ২। a. চিপকো আন্দোলন ১. মেধা পাঠের b. নর্মদা বাঁচাও আন্দোলন ২. আল গাের c. ক্লাইমেট চেঞ্জ। ৩. রাচেল কারসন d, সাইলেন্ট স্প্রিং
8. সুন্দরলাল বহুগুনা

= ৪ ১ ২ ৩

প্রশ্ন : ন্যাশনাল রুরাল হেলথ মিশন শুরু হয় –
উত্তর : ২০০৫, এপ্রিল ১২

প্রশ্ন : ভারতের পিটসবার্গ কোন শহরকে বলা হয় ?
উত্তর : জামসেদপুর

প্রশ্ন : নেপালের সর্বশেষ রাজা ছিলেন –
উত্তর : রাজা জ্ঞানেন্দ্র

প্রশ্ন : পশ্চিমবঙ্গের কোচবিহার কোন শিল্পের জন্য পরিচিত ?
উত্তর : রেশম শিল্প

প্রশ্ন : নুনমাটি স্থানটি নিম্নলিখিত গুলির মধ্যে কোনটির সাথে সম্পর্কিত ?
উত্তর : পেট্রোলিয়াম শিল্প

প্রশ্ন : সােভিয়েত রাশিয়ার বিমান বাহক জাহাজ অ্যাডমিরাল গর্সকোভ কে রূপান্তর করে পরবর্তীকালে ভারত সেটিকে কি নামে ব্যবহার করে ?
উত্তর : INS বিক্রমাদিত্য

প্রশ্ন : মহিলাদের মধ্যে ডেভিস কাপের সমতুল্য প্রতিযােগিতা কোনটি ?
উত্তর : ফেড কাপ

প্রশ্ন : ভলি, অ্যাশ, সার্ভিস শব্দগুলি নিম্নলিখিত ক্রীড়াগুলির মধ্যে কোনটির সাথে সম্পর্কিত ?
উত্তর : লন টেনিস

প্রশ্ন : “City of Joy” উপন্যাসটি কে লিখেছেন ?
উত্তর : ডােমিনিক লাপিয়েরে

প্রশ্ন : “আমােস” উপগ্রহ সিরিজটি কোন দেশের ?
উত্তর : ইজরায়েল

প্রশ্ন : “উরুগুয়ের রাউন্ডে” আলােচনার ফলে নিম্নলিখিত কোনটি প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তর : WTO

প্রশ্ন : “সাদা কয়লা (White Coal)” বলতে কি বােঝানাে হয় ?
উত্তর : জল বিদ্যুৎ

প্রশ্ন : বিশ্ব আবহাওয়া দিবস কবে উদযাপিত হয় ?
উত্তর : মার্চ ২৩

প্রশ্ন : কোন বছরে পরিবেশ সুরক্ষা আইন (Environment Protection Act) প্রণয়ন করা হয়েছিল?
উত্তর : ১৯৮৬

প্রশ্ন : “মরুস্থলী” কথাটির অর্থ কি ?
উত্তর : মৃতের দেশ

প্রশ্ন : উত্তর-পূর্ব রেলের সদর দপ্তর কোথায় ?
উত্তর : গােরক্ষপুর

প্রশ্ন : কোন দেশের রাজধানী খার্তুম ?
উত্তর : সুদান

প্রশ্ন : ফ্রান্সের জাতীয় প্রতীক কোনটি ?
উত্তর : লিলি

প্রশ্ন : “City of Magnificent Buildings” – কোন শহরকে বলা হয় ?
উত্তর : ওয়াসিংটন

প্রশ্ন : “Follow On ” কথাটি কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর : ক্রিকেট

প্রশ্ন : ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় ?
উত্তর : মুম্বাই

প্রশ্ন : কেনিয়ার মুদ্রা হল –
উত্তর : সিলিং

প্রশ্ন : প্রথম কোন ভারতীয় চলচিত্রটি অস্কারের জন্য মনােনীত করা হয়েছিল ?
উত্তর : মাদার ইন্ডিয়া

প্রশ্ন : ১৯৮০ সালের অলিম্পিক কোন দেশটি বয়কট করেছিল ?
উত্তর : আমেরিকা |

প্রশ্ন : প্রথম কোন ভারতীয় অস্কার জিতেছিলেন ?
উত্তর : ভানু আথাইয়া

প্রশ্ন : বাংলাদেশের জাতীয় খেলা কোনটি?
উত্তর : কবাডি

প্রশ্ন : SMS-এর পূর্ণরুপ কোনটি?
উত্তর : Short Message Service

প্রশ্ন : মার্কিন নৌবাহিনীর গােপন অভিযান যাতে ওসামা-বিন-লাদেন নিহত হন তার সাঙ্কেতিক নাম ছিল
উত্তর : জেরােনিমা

প্রশ্ন : ‘লাল’ রং বিপদ সংকেত হিসেবে ব্যবহার করার কারণ
উত্তর : বাতাসের অণু লাল আলােকে সবথেকে কম বিক্ষিপ্ত করে

প্রশ্ন : ‘আলেপ্পো’ কোথাকার বিদ্রোহী প্রদেশ ?
উত্তর : সিরিয়া

প্রশ্ন : সমাজের কোন শ্রেণির মানুষ নিরন্তর মুদ্রাস্ফীতিজনিত মূল্যবৃদ্ধির জন্য সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হন ?
উত্তর : বিনিয়ােগকারী শ্রেণি

প্রশ্ন : রাজতন্ত্র অবসানের পর গণতান্ত্রিক নেপালের প্রথম রাষ্ট্রপতি হলেন –
উত্তর : রাম বরণ যাদব

প্রশ্ন : Astronomy বলতে নীচের কোন বিষয়ের ওপর পড়াশােনা করা বােঝায় ?
উত্তর : তারকা

প্রশ্ন : Brighton Cup – কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর : হকি

প্রশ্ন : নিম্নলিখিতদের মধ্যে চিপকো আন্দোলনের সাথে কে যুক্ত ছিলেন ?
উত্তর : চান্দি প্রসাদ ভট্ট

প্রশ্ন : ব্রহ্মান্ড-এর অধ্যয়ন কে বলে –
উত্তর : Cosmology

প্রশ্ন : চীনের পার্লামেন্ট হল –
উত্তর : ন্যাশনাল পিউপিলস কংগ্রেস

প্রশ্ন : স্যার এডমন্ড হিলারি কত খ্রিস্টাব্দে এভারেস্ট জয় করেছিলেন ?
উত্তর : ১৯৫৩ সালে।

প্রশ্ন : মানবাধিকার দিবস কবে পালন করা হয় ?
উত্তর : ১০ ডিসেম্বর

প্রশ্ন : এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের সদর দপ্তর কোথায় ?
উত্তর : ম্যানিলা

প্রশ্ন : ফিরােজ শাহ কোটলা স্টেডিয়াম ভারতের কোন শহরে অবস্থিত ?
উত্তর : দিল্লি

প্রশ্ন : উত্তর গােলার্ধে সবথেকে ছােট দিন দেখা যায়
উত্তর : ২২শে ডিসেম্বর

প্রশ্ন : পুলিকালি ভারতের কোন রাজ্যের একটি লােকনৃত্য ?
উত্তর : কেরালা

প্রশ্ন : ফ্লেমিংগাে উৎসবটি ভারতের কোন রাজ্যের ?
উত্তর : অন্ধ্র প্রদেশ

প্রশ্ন : হেমিস জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর : জম্মু ও কাশ্মীর

প্রশ্ন : ছত্তিশগড় রাজ্যটির নামকরণের কারণ হল
উত্তর : এ রাজ্যে ছত্রিশটি দুর্গ আছে

প্রশ্ন : পশ্চিমবঙ্গের কোথায় আবাসিক শহর গড়ে উঠেছে ?
উত্তর : কল্যাণী

প্রশ্ন : শরীরচর্চা: জিম :: খাওয়া-দাওয়া
উত্তর : রেস্টুরেন্ট

প্রশ্ন : কে “সিনর অরল্যান্ডাে মাৎসােতা” ছদ্মনাম গ্রহণ করেছিলেন ?
উত্তর : সুভাষচন্দ্র বসু

প্রশ্ন : পাখির পায়ের মত আকৃতির ব-দ্বীপ দেখা যায় –
উত্তর : মিসিসিপি মিসৌরি নদীর মােহনায়

প্রশ্ন : রিমােট সেন্সিং হল –
উত্তর : উপগ্রহ চিত্র বিশ্লেষণ

প্রশ্ন : ২০১৮ সালে কোন খেলােয়াড় পদ্ম ভূষণ পুরস্কার পেয়েছিলেন ?
উত্তর : এম এস ধােনি

প্রশ্ন : কোন ভারতীয় ব্যাঙ্ক প্রথম তাৎক্ষণিক PPF একাউন্ট তৈরির পরিষেবা দিয়েছে ?
উত্তর : ICICI

প্রশ্ন : Cricket My Style – বইটি কোন ক্রিকেটারের লেখা ?
উত্তর : কপিল দেব

প্রশ্ন : “Train to Pakisthan” – গ্রন্থটির লেখক
উত্তর : খুশবন্ত সিং

প্রশ্ন : ভারতে শহীদ দিবস পালন করা হয়
উত্তর : জানুয়ারী ৩০

প্রশ্ন : ভারতের কোন রাজ্য সরকার নন্দী পুরস্কার প্রদান করে ?
উত্তর : অন্ধ্র প্রদেশ

প্রশ্ন : পৃথিবীর কোন দেশ দুইটি মহাদেশে জুড়ে বৃত্তিত ?
উত্তর : তুরস্ক

প্রশ্ন : ভারতের কোন শহরকে “City of Four Junctions” বলা হয় ?
উত্তর : মাদুরাই

প্রশ্ন : ইউরােপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায় ?
উত্তর : ব্রাসেলস

প্রশ্ন : সােনা উৎপাদনে বিশ্বে কোন দেশ প্রথম ?
উত্তর : চীন।

প্রশ্ন : পাখি দ্বারা পরাগসংযােগকে বলে –
উত্তর : Ornithophily

প্রশ্ন : নালন্দা মহাবিহার কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর : বিহার

প্রশ্ন : কোন বিজ্ঞানী প্রথম ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন ?
উত্তর : সি ভি রমন

প্রশ্ন : মেঘালয়ের প্রধান শস্য হল
উত্তর : ধান

প্রশ্ন : অস্ট্রেলিয়ার রাজধানী হল
উত্তর : ক্যানবেরা

প্রশ্ন : আর্জেন্টিনার মুদ্রার নাম কি ?
উত্তর : পেশাে

প্রশ্ন : “The Autobiography of an Unknown Indian” কার আত্মজীবনী ?
উত্তর : নীরদ সি চৌধুরী

প্রশ্ন : “World Consumer Rights Day” – প্রতি বছর কোন দিনটিতে পালন করা হয় ?
উত্তর : মার্চ ১৫

প্রশ্ন : UNO -এর মহাসচিব (Secretary General) কার দ্বারা নিযুক্ত হন ?
উত্তর : General Assembly

প্রশ্ন : ভারতের কোন শহরে হাতি উৎসব পালিত হয় ?
উত্তর : জয়পুর

প্রশ্ন : অমৃতা শের গিল কিসের সাথে যুক্ত ?
উত্তর : চিত্রকলা

প্রশ্ন : PMKSY – এর পূর্ণ রূপটি হল
উত্তর : প্রধান মন্ত্রী কৃষি সিঞ্চাই যােজনা

প্রশ্ন : সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরী প্রথম ভারতীয় সাবমেরিন কোনটি ?
উত্তর : INS শালকি

প্রশ্ন : নিম্নলিখিত কোনটি আসামের লােকনৃত্য ?
উত্তর : বাগুরু

প্রশ্ন : শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ?
উত্তর : সন্তুর

প্রশ্ন : এন্টিহিস্টামিন কিছু প্রাথমিক-চিকিৎসা বাক্সে পাওয়া যায়। কখন এই ওষুধ ব্যবহার করা উচিত ?
উত্তর : খড় জ্বর এবং অন্যান্য এলার্জি উপসর্গ থেকে রক্ষা পেতে

প্রশ্ন : “The Living Planet Report” – যা প্রতি দুবছরে একবার প্রকাশিত হয়, সেটি কোন সংস্থার মুখ্য প্রকাশনা ?
উত্তর : World Wide Fund for Nature

প্রশ্ন : নীল জিন্স কে আবিষ্কার করেছিলেন ?
উত্তর : Levi Strauss

প্রশ্ন : যে ধরণের শাসন ব্যবস্থায় শক্তি শুধুমাত্র কিছু ব্যক্তি বা পরিবারের থাকে, সেটি হল
উত্তর : Oligarchy

প্রশ্ন : জিভ মিলখা সিং কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর : গল্ফ

প্রশ্ন : রাজস্থানের পুস্কর হ্রদের নিকটে অবস্থিত মন্দিরটি কোন দেবতাকে উৎসর্গিত ?
উত্তর : ব্রহ্মা

প্রশ্ন : প্রথম ১০ টাকার কয়েন কার জন্মশতবার্ষিকীতে শুরু হয়েছিল ?
উত্তর : মহাত্মা গান্ধী

প্রশ্ন : নিম্নের কোন যুদ্ধটি ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিল ?
উত্তর : প্রথম পানিপথের যুদ্ধ

প্রশ্ন : কলকাতার ন্যাশনাল লাইব্রেরির পূর্বনাম কি ছিল ?
উত্তর : ইম্পেরিয়াল লাইব্রেরি

প্রশ্ন : ভারতে ফসল হিসেবে আলুর ব্যবহার কারা প্রথম শুরু করেছিল ?
উত্তর : পর্তুগীজ

প্রশ্ন : “Life Is What You Make It” বইটি কার লেখা ?
উত্তর : প্রীতি শেনয়।

প্রশ্ন : আয়ারল্যান্ডের রাজধানী হল
উত্তর : ডাবলিন

প্রশ্ন : মৃত্তিকা দূষণের ভয়ংকরতম সমস্যার উৎস হল
উত্তর : প্লাস্টিক বস্তু

প্রশ্ন : কোন ভারতীয় ব্যক্তিত্ব প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন ?
উত্তর : জি শংকর কুরুপ

প্রশ্ন : প্রফেট মহম্মদের চুল নিম্নলিখিত কোন মসজিদে সংরক্ষিত আছে ?
উত্তর : শ্রীনগর

প্রশ্ন : বিশ্বের সর্বোচ্চ ভােট কেন্দ্র তশিগং (Tashigang) , ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর : হিমাচল প্রদেশ

প্রশ্ন : অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ?
উত্তর : ব্রিটেন।

প্রশ্ন : NTPC- কথাটির পুরাে অর্থ হল
উত্তর : National Thermal Power Corporation

প্রশ্ন : ভুটানের মুদ্রা হল
উত্তর : গুলট্রাম

প্রশ্ন : জাপানে ব্যবহৃত মুদ্রার নাম কী ?
উত্তর : ইয়েন।

প্রশ্ন : ‘অগ্নিবীনা’ – কার রচনা?
উত্তর : নজরুল ইসলাম

প্রশ্ন : ডেনমার্ক এর রাজধানীর নাম কী?
উত্তর : কোপেন হেগেন

প্রশ্ন : বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিস্কৃত হয় কত সালে ?
উত্তর : ১৯০৭

প্রশ্ন : শ্রী সীতা রামচন্দ্রস্বামী মন্দির কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর : তেলেঙ্গানা

প্রশ্ন : দীপিকা কুমারী কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর : তীরন্দাজী

প্রশ্ন : আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ ( International Cricket Council) -এর সদর দপ্তর কোথায় ?
উত্তর : দুবাই

প্রশ্ন : সাইলেন্ট স্প্রিং (Silent Spring) – বইটির লেখক
উত্তর : রাচেল কারসন

প্রশ্ন : টেস্ট ক্রিকেটে থেকে বেশি সেঞ্চুরি কে করেছেন ?
উত্তর : সচিন টেন্ডুলকার

প্রশ্ন : বায়ুমণ্ডলের ঘটনাবলীর অধ্যয়নকে কি বলে ?
উত্তর : Meteorology

প্রশ্ন : কংকন রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের সদর দপ্তর কোথায় ?
উত্তর : নভি মুম্বাই

প্রশ্ন : “কমলাকান্ত” কার ছদ্মনাম ?
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

প্রশ্ন : “জীবনের জলসাঘরে”- কার আত্মজীবনী ?
উত্তর : মান্না দে

প্রশ্ন : নিম্নের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ?
উত্তর : ভানুসিংহ

প্রশ্ন : ‘নিজামবাদ’ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর : গােদাবরী

প্রশ্ন : ভারতের প্রথম পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ কোনটি ?
উত্তর : আর্যভট্র

প্রশ্ন : “দেনাপাওনা” গল্পটি কার লেখা ?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্ন : ‘লেভ’- কোন দেশের মুদ্রা ?
উত্তর : বুলগেরিয়া।

প্রশ্ন : ভারত থেকে প্রথম মিস ইউনিভার্স শিরােপা জেতেন
উত্তর : সুস্মিতা সেন

প্রশ্ন : “আবােল তাবােল” কার রচনা ?
উত্তর : সুকুমার রায়

প্রশ্ন : বিশ্ব পিতামাতা দিবস কোন তারিখে পালন করা হয় ?
উত্তর : জুন ১UTTON .

প্রশ্ন : “সেই সময়” উপন্যাসটি কার লেখা?
উত্তর : সুনীল গঙ্গোপাধ্যায়।

প্রশ্ন : ‘ডান্ডিয়া’ কোন রাজ্যের লােকনৃত্য ?
উত্তর : গুজরাট

প্রশ্ন : “The Insider” – বইটির লেখক হলেন
উত্তর : পি ভি নরসিমা রাও

প্রশ্ন : ট্যাকটিক্যাল বল কথাটি কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর : ভলিবল

প্রশ্ন : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদীর জন্মদিন কি দিবস হিসেবে পালন করা হয় ?
উত্তর : সেবা দিবস

প্রশ্ন : নন্দলাল বসু কোন ক্ষেত্রের এক বিখ্যাত ব্যক্তিত্ব ?
উত্তর : চিত্রকলা

প্রশ্ন : বাংলাদেশের রাষ্ট্রপতির অফিসিয়াল ঘর-কার্যালয়ের নাম কি ?
উত্তর : বঙ্গভবন

প্রশ্ন : ১৯৪৮ সালের ফ্যাক্টরি এক্ট অনুযায়ী সাইলেন্ট জোনে অনুমােদিত শব্দ্যের প্রাবল্যের সর্বোচ্চ মাত্রা কত ?
উত্তর : ৫০ ডেসিবেল

প্রশ্ন : “Green Development” – বইটির লেখক
উত্তর : ডাবলু এম এডামস

প্রশ্ন : ভারতীয় রুপি (২) প্রতীকটি কে ডিজাইন করেছিলেন ?
উত্তর : উদয় কুমার ধর্মলিঙ্গম

প্রশ্ন : ন্যাশনাল বােটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
উত্তর : লক্ষৌ।

প্রশ্ন : ১৯৩১ সালে নির্মিত ভারতীয় প্রথম সবাক চলচ্চিত্রটি হলাে
উত্তর : আলম আরা

প্রশ্ন : বাংলাদেশের জাতীয় পাখি কোনটি ?
উত্তর : দোয়েল

প্রশ্ন : কে বলেছিলেন – “As President, I have no eyes but constitutional eyes. I cannot see you” ?
উত্তর : আব্রাহাম লিঙ্কন

প্রশ্ন : SUPARCO কোন দেশের সরকারি মহাকাশ সংস্থা ?
উত্তর : পাকিস্তান।

প্রশ্ন : ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম মানবদেহী পুলিশ রােবট KP-BOT কে কার্যে নিযুক্ত করা হয়েছে ?
উত্তর : কেরালা

প্রশ্ন : রাহি স্বর্ণবত কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর : শুটিং

প্রশ্ন : ‘আগা খান কাপ’ কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর : হকি

প্রশ্ন : “Freedom behind bars” – কার লেখা ?
উত্তর : কিরণ বেদী

প্রশ্ন : নিম্নের কোন বিষয়ে অসামান্য অবদানের জন্য ‘শান্তি স্বরূপ ভাটনাগর’ পুরস্কার দেওয়া হয় ?
উত্তর : বিজ্ঞান ও প্রযুক্তি

প্রশ্ন : Indian Institute of Forest Management – ভারতের কোন শহরে অবস্থিত ?
উত্তর : ভােপাল

প্রশ্ন : AADHAAR – নম্বরে কতগুলি সংখ্যা থাকে ?
উত্তর : ১২

প্রশ্ন : লাহাের-আত্তারি সমঝােতা এক্সপ্রেস ট্রেন পরিষেবা শুরু হয় কোন সালে ?
উত্তর : ১৯৭৬

প্রশ্ন : ভারতের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীকে বহনকারী এয়ারক্রাষ্টের কল সাইন (Call Sign) কি ?
উত্তর : এয়ার ইন্ডিয়া ওয়ান

প্রশ্ন : ICAR কথাটির পূর্ণ অর্থ হলাে
উত্তর : Indian Council of Agricultural Research

প্রশ্ন : আধা সামরিক বাহিনী যারা নাৎসিদের সভা পাহারা দিয়েছিল এবং অন্য দলকে আক্রমণ করেছিল
উত্তর : স্টর্ম ট্ৰপার্স ( Storm Troopers )

প্রশ্ন : “সফেদ হাতি” – চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন
উত্তর : তপন সিনহা

প্রশ্ন : ভারতীয় ক্লাসিকাল নৃত্য বিদেশে জনপ্রিয় করেছিলেন
উত্তর : উদয় শঙ্কর

প্রশ্ন : নিম্নের কোনটি বেমানান ?
উত্তর : মেঘে ঢাকা তারা

প্রশ্ন : ‘সাহেব-বিবি-গােলাম’ বইটির লেখক হলেন
উত্তর : বিমল মিত্র

প্রশ্ন : “The Last Supper” কার একটি বিখ্যাত সৃষ্টি ?
উত্তর : লিওনার্দো-ডা-ভিঞ্চি

প্রশ্ন : “Terracing” – কোনটির সাথে সম্পর্কিত একটি পক্রিয়া ?
উত্তর : মাটি সংরক্ষণ

প্রশ্ন : I.S.T. এবং G.M.T. এর মধ্যে সময়ের পার্থক্য হলাে
উত্তর : ৫ ঘন্টা ৩০ মিনিট

প্রশ্ন : সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র (১৩° উঃ অক্ষাংশ) এখানে অবস্থিত
উত্তর : শ্রীহরিকোটা

প্রশ্ন : ভারতের কোন প্রতিবেশী দেশের স্বাধীনতা দিবস হলাে ২৬শে মার্চ ?
উত্তর : বাংলাদেশ

প্রশ্ন : কথাকলি কোন রাজ্যের লােকনৃত্য ?
উত্তর : কেরালা

প্রশ্ন : হরি প্রসাদ চৌরাসিয়া নিচের কোন বাদ্যযন্ত্রটির সাথে সম্পর্কিত ?
উত্তর : বাঁশি

প্রশ্ন : বেশিরভাগ চোল মন্দিরগুলাে কোন দেবতাকে উৎসর্গীকৃত ?
উত্তর : শিব

প্রশ্ন : “God of Small Things” বইটি লিখেছেন
উত্তর : অরুন্ধতী রায়

প্রশ্ন : পম্পাস তৃণভূমি কোথায় দেখা যায় ?
উত্তর : দক্ষিণ আমেরিকা।

প্রশ্ন : প্রথম মহিলা দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক হলেন
উত্তর : দেবিকা রানী

প্রশ্ন : ১৯৫২ সালের গ্রেট স্মগ বায়ু দূষণের ফলে বিশ্বের কোন শহরে বহু মানুষ মারা গিয়েছিলাে ?
উত্তর : লন্ডন

প্রশ্ন : নিম্নের কোনটি গ্রিনহাউস গ্যাস নয় ?
উত্তর : কার্বন মনােক্সাইড

প্রশ্ন : গঙ্গা সাগর মেলা কোন রাজ্যে আয়ােজিত হয় ?
উত্তর : পশ্চিমবঙ্গ

প্রশ্ন : হর্নবিল উৎসবটিকে বলা হয় “উৎসবের উৎসব”। এই উৎসবটি ভারতের কোন রাজ্যে প্রধানত পালন করা হয়ে থাকে ? উত্তর : নাগাল্যান্ড

প্রশ্ন : হিমাচল প্রদেশ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বিল ২০১৯ অনুসারে কোন ভাষাটিকে হিমাচলপ্রদেশের দ্বিতীয় অফিসিয়াল ভাষার মর্যাদা দেওয়া হয়েছে ?
উত্তর : সংস্কৃত

প্রশ্ন : অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন (OIC) এর সদর দপ্তর কোথায় ?
উত্তর : জেদ্দা।

প্রশ্ন : “Alice in the Wonderland” – বইটির লেখক কে ?
উত্তর : লুইস ক্যারােল

প্রশ্ন : ভারত ও শ্রীলংকাকে যুক্ত করেছে কোন ব্রিজ ?
উত্তর : এডামস ব্রিজ।

প্রশ্ন : জাতীয় ভােটার দিবস কোন দিনটিতে পালন করা হয় ?
উত্তর : ২৫ জানুয়ারি

প্রশ্ন : বিহারের মধুবনি চিত্রশিল্প আর কি নামে পরিচিত ?
উত্তর : মিথিলা চিত্রশিল্প

প্রশ্ন : ধন্বন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
উত্তর : চিকিৎসা

প্রশ্ন : বায়ুমণ্ডলের গৌণ দূষক (Secondary Pollutant) টি হলাে
উত্তর : ওজন

প্রশ্ন : পােস্টেজ স্ট্যাম্প কে আবিষ্কার করেন ?
উত্তর : রােলান্ড হিল

প্রশ্ন : “Long walk to Freedom” – কার আত্মজীবনী ?
উত্তর : নেলসন ম্যান্ডেলা

প্রশ্ন : মহিলাদের T20 ম্যাচে দ্রুততম ৫০ রান করেছেন
উত্তর : স্মৃতি মান্ধানা।

প্রশ্ন : ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর : গােদাবরী

প্রশ্ন : “Voice of Conscience” – বইটির লেখক হলেন
উত্তর : ভি ভি গিরি

প্রশ্ন : তুষার ভক্ষক নামে পরিচিত কোন বায়ু ?
উত্তর : চিনুক।

প্রশ্ন : গ্র্যামি পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে ?
উত্তর : সংগীত

প্রশ্ন : কিয়ােটো প্রােটোকল । এর সাথে সম্পর্কিত
উত্তর : জলবায়ু পরিবর্তন

প্রশ্ন : রাগবি ফুটবলে প্রতিদলে কয়জন খেলােয়াড় থাকে ?
উত্তর : ১৫

প্রশ্ন : বােটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া – এর সদর দফতর কোথায় ?
= কলকাতা

প্রশ্ন : আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নির্বাহী বাের্ড ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে নিচের কোন খেলাগুলি যুক্ত করার প্রস্তাব দিয়েছে ?

1. ব্রেক ডানসিং 2. স্কেটবাের্ডিং 3. সার্ফিং

= সবগুলি

প্রশ্ন : “India at Risk” নামক গ্রন্থটির রচয়িতা হলেন
উত্তর : যশবন্ত সিং

প্রশ্ন : পিলিভিট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর : উত্তর প্রদেশ

প্রশ্ন : গুল্ম এবং বৃক্ষের বৈজ্ঞানিক অধ্যয়ন হলাে
উত্তর : ডেড্রোলজি

প্রশ্ন : “ব্যাক হ্যান্ড” কথাটি কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর : ব্যাডমিন্টন

প্রশ্ন : পাটোলা চাপা ওড়না/ দুপাট্টা-এর জন্য ভারতের কোন অঞ্চল বিখ্যাত ?
উত্তর : গুজরাট

প্রশ্ন : “On Balance” – বইটি কার আত্মজীবনী ?
উত্তর : লীলা শেঠ

প্রশ্ন : গােল্ডেন বল পুরস্কার কোন খেলায় দেওয়া হয় ?
উত্তর : ফুটবল

প্রশ্ন : কতগুলি বিভাগে নােবেল পুরস্কার দেওয়া হয় ?
উত্তর : ৬

প্রশ্ন : ‘প্যারাডাইজ টাওয়ারস’ গ্রন্থটির রচয়িতা হলেন
উত্তর : শ্বেতা বচ্চন-নন্দা

প্রশ্ন : “Narcolepsy” – হলাে
উত্তর : অতিরিক্ত ঘুমের ব্যাধি

প্রশ্ন : ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সােনা জয়ী প্রথম ভারতীয় কে ?
উত্তর : পি ভি সিন্ধু

প্রশ্ন : নিচের কোনটি সঠিক ?
উত্তর : হরিপ্রসাদ চৌরাসিয়া – বাঁশি।

প্রশ্ন : ২০১৯ সালের ন্যাশনাল স্পাের্টস অ্যাওয়ার্ডস -এ কতজন দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন ?
উত্তর : ৬

প্রশ্ন : ‘লাইফ ডিভাইন (Life Divine)’ বইটির রচয়িতা কে?
উত্তর : অরবিন্দ ঘােষ

প্রশ্ন : স্বামী বিবেকানন্দ কোন বছর বেলুড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তর : ১৮৯৭

প্রশ্ন : সাবধানতা নীতি (precautionary principle)-টি প্রথম চালু হয়েছিল কোন সম্মেলনে ?
উত্তর : উত্তর সাগর রক্ষা সম্পর্কিত প্রথম সম্মেলন

প্রশ্ন : ১৯৮৭ সালে অনুষ্ঠিত ওজোন স্তরটি সুরক্ষার জন্য আন্তর্জাতিক প্রােটোকল হল-
উত্তর : মন্ট্রিয়াল প্রােটোকল

প্রশ্ন : জীববৈচিত্রের হটস্পট ধারণাটি চালু করেন কে?
উত্তর : নর্মান মায়ার্স।

প্রশ্ন : কবে ‘বিশ্ব বণ্যপ্রাণী দিবস’ অনুষ্ঠিত হয়?
উত্তর : ৩ মার্চ

প্রশ্ন : নিম্নলিখিত কোন ক্রীড়ার সাথে মিতালী রাজ যুক্ত?
উত্তর : ক্রিকেট

প্রশ্ন : ঝাড়খন্ডের নিম্নলিখিত কোন জেলাতে বক্সাইট পাওয়া যায়?
উত্তর : এইসব বিকল্পগুলি

প্রশ্ন : রাকেশ শর্মা কোন দেশের মহাকাশযানে অন্তরীক্ষে ভ্রমণ করেছিলেন?
উত্তর : সােভিয়েত ইউনিয়ন

প্রশ্ন : নিম্নলিখিত কোন খেলার জন্য “ইন্দিরা গান্ধী গােল্ড কাপ” পুরস্কার প্রদান করা হয়?
উত্তর : মহিলাদের হকি

প্রশ্ন : যদি কোনও জনসাধারণের মধ্যে নিকাশী ব্যবস্থা না পাওয়া যায় তবে টয়লেট থেকে বর্জ্য জল সংরক্ষণের জন্য ব্যবহৃত কাঠামােটি হ’ল:
উত্তর : সেপ্টিক ট্যাঙ্ক

প্রশ্ন : বিশ্ব জল দিবল পালিত হয়-
উত্তর : ২২ মার্চ

প্রশ্ন : ‘ভারতরত্ন’ পুরস্কারে সম্মানিত প্রথম মহিলা কে ?
উত্তর : ইন্দিরা গান্ধী

প্রশ্ন : নিম্নলিখিত কোন যন্ত্রের সাহায্য সময় মাপা যায় ?
উত্তর : ক্রনােমিটার

প্রশ্ন : নিম্নলিখিত কোন আগাছা সাধারণত গাজর ঘাস’ বা ‘কংগ্রেস ঘাস’ নামে পরিচিত ?
উত্তর : পার্থেনিয়াম

প্রশ্ন : ১৯৫২ খ্রিস্টাব্দে নিম্নলিখিত কোন স্তন্যপায়ী প্রাণীটি ভারতে বিলুপ্তপ্রায় ঘােষিত হয়েছিল ?
উত্তর : চিতা

প্রশ্ন : জুজানা ক্যাপুটোভা কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি ?
উত্তর : স্লোভাকিয়া

প্রশ্ন : নিম্নলিখিত কোন সংস্থাটি কোনা (KONA) নামে বৈদ্যুতিক SUV চালু করেছে ?
উত্তর : হুন্ডাই

প্রশ্ন : দীপিকা কুমারী হলেন একজন
উত্তর : তীরন্দাজ।

প্রশ্ন : শান্তিতে নােবেল পুরষ্কার প্রথম কে/ কারা পান ?
উত্তর : হেনরি ডুনান্ট এবং ফ্রেডেরিক প্যাসি

প্রশ্ন : বিশ্ব অ্যালজাইমার দিবস কোন দিনটিতে পালন করা হয় ?
উত্তর : ২১ সেপ্টেম্বর

প্রশ্ন : ‘Freedom From Fear’ বইটি লিখেছেন
উত্তর : অং সান সু চি

প্রশ্ন : বিশ্ব হৃদপিন্ড দিবস প্রতিবছর কোনটিতে পালন করা হয় ?
উত্তর : ২৯ সেপ্টেম্বর

প্রশ্ন : নিচের কোন নৃত্যে বিরজু মহারাজ একজন স্বনামধন্য ব্যক্তিত্ব ?
উত্তর : কখক

প্রশ্ন : সাংবাদিকতার জন্য প্রথম গৌরী লঙ্কেশ জাতীয় পুরস্কার কে পেয়েছেন ?
উত্তর : রাভিস কুমার

প্রশ্ন : “The Sellout” বইটির জন্য মর্যাদাপূর্ণ ম্যান বুকার পুরস্কার অর্জনকারী প্রথম আমেরিকান লেখক কে?
উত্তর : পল বেটি

প্রশ্ন : “Speaking Truth to Power” – বইটির লেখক হলেন
উত্তর : পি চিদাম্বরম

প্রশ্ন : “অলিভার টুইস্ট” বইটির রচয়িতা
উত্তর : চার্লস ডিকেন্স

প্রশ্ন : বিশ্ব জল দিবস কোন দিনটিতে পালন করা হয় ?
উত্তর : ২২ মার্চ

প্রশ্ন : ভারতে জাতীয় জ্বালানী সংরক্ষণ দিবস। -এ পালন করা হয়ে থাকে।
উত্তর : ১৪ ডিসেম্বর

প্রশ্ন : “Malgudi Days” বইটির রচয়িতা
উত্তর : আর. কে. নারায়ণ।

প্রশ্ন : “A Passage to India” – উপন্যাসটি লিখেছেন
উত্তর : এডওয়ার্ড মরগান ফস্টার

প্রশ্ন : বিশ্ব AIDS দিবস কোন দিনটিতে পালন করা হয় ?
উত্তর : ১ ডিসেম্বর

প্রশ্ন : “Unhappy India” বইটির লেখক হলেন
উত্তর : লালা লাজপত রায়

প্রশ্ন : যশপাল রানা নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত ?
উত্তর : শুটিং

প্রশ্ন : Scissor” শব্দটি নিম্নলিখিত কোন খেলাটির সাথে সম্পর্কিত ?
উত্তর : রেসলিং

প্রশ্ন : “Untouchable” বইটি লিখেছেন
উত্তর : মুলক রাজ আনন্দ

প্রশ্ন : আমেরিকার স্বাধীনতা দিবস কোন দিনটিতে পালন করা হয়?
উত্তর : জুলাই ৪

প্রশ্ন : “My Country My Life” বইটির লেখক
উত্তর : লালকৃষ্ণ আডবাণী

প্রশ্ন : এস বালাচন্দ্র কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত ?
উত্তর : বীনা

প্রশ্ন : ৯ই নভেম্বর প্রতি বছর _ _ হিসাবে পালিত হয়।
উত্তর : বিশ্ব আইনি পরিষেবা দিবস

প্রশ্ন : প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলের ডাক নাম কী ?
উত্তর : জাম্বাে।

প্রশ্ন : কোন কমিটি ভারতীয় ক্রিকেট বাের্ডের কাঠামাে এবং বাস্তুতন্ত্রের পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল ?
উত্তর : লােধা কমিটি

প্রশ্ন : অ্যান্ডারসন পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে ?
উত্তর : রাসকিন বন্ড

প্রশ্ন : হিমা দাস কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর : দৌড়

প্রশ্ন : ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন কোথায় অবস্থিত ?
উত্তর : হায়দ্রাবাদ

প্রশ্ন : উসেইন বােল্ট কোন দেশের একজন কিংবদন্তী প্রিন্টার ?
উত্তর : জামাইকা

প্রশ্ন : বাসেল কনভেনশন (Basel Convention)- এর মূল লক্ষ্য কী ছিল?
উত্তর : জীব-বৈচিত্র্য সংরক্ষণ

প্রশ্ন : রামসার কনভেনশন (Ramsar Convention) -এর মূল লক্ষ্য কী ছিল ?
উত্তর : জলাভূমি সংরক্ষণ

প্রশ্ন : ওয়াটার পােলাে- তে একটি দলের খেলােয়াড় সংখ্যা
উত্তর : ৭।

প্রশ্ন : উপকূলীয় অঞ্চলে ভূগর্ভস্থ জলের খননের ফলাফল হতে পারে
উত্তর : ভূগর্ভস্থ জলের লবণাক্ততা বৃদ্ধি

প্রশ্ন : নিম্নলিখিত কোন গাছটি ‘সবুজ সােনা (Green Gold)’ নামে পরিচিত হলেও আসলে এটি একটি পরিবেশগত বিপর্যয় ? উত্তর : ইউক্যালিপ্টাস

প্রশ্ন : কোন টেনিস টুর্নামেন্টটি ‘রােল্যান্ড গ্যারাস’ হিসাবে পরিচিত ?
উত্তর : ফ্রেঞ্চ ওপেন

প্রশ্ন : বিজেন্দর সিং কোন খেলার সাথে সম্পর্কিত ?
উত্তর : বক্সিং

প্রশ্ন : ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার _ এ আয়ােজিত একটি আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার।
উত্তর : ব্রিটেন

প্রশ্ন : আন্তর্জাতিক ভারােত্তোলন ফেডারেশন (International Weightlifting Federation) -এর সদর দফতর কোন দেশে অবস্থিত ?
উত্তর : হাঙ্গেরি

প্রশ্ন : বিজ্ঞানের ক্ষেত্রে অবিস্মরণীয় অবদানের জন্য নিচের পুরস্কারটি দেওয়া হয় ?
উত্তর : কলিঙ্গ পুরষ্কার

প্রশ্ন : নিচের কোনটিকে ‘ভারতের চিংড়ি রাজধানী (Shrimp capital of India )’ বলা হয়?
উত্তর : নেল্লোর

প্রশ্ন : নীচের মধ্যে কারা কনিষ্কের সমসাময়িক ছিলেন ?
উত্তর : নাগার্জুন, অশ্বঘােষ, বসুমিত্র

প্রশ্ন : বিশ্ব প্রাপ্তবয়স্ক দিবস কোনদিনটিতে পালন করা হয় ?
উত্তর : ১৮ নভেম্বর

প্রশ্ন : আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসটি কখন পালন করা হয় ?
উত্তর : ২৯ জুলাই

প্রশ্ন : নিচের কোন ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রটি ওড়িশাতে অবস্থিত ?
উত্তর : সাতকোশিয়া টাইগার রিজার্ভ

প্রশ্ন : কোন মন্দিরটিকে “ব্ল্যাক প্যাগােডা” বলা হয় ?
উত্তর : সূর্য মন্দির, কোনারক

প্রশ্ন : নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের সাইক্লোন সন্ন্যাসী হিসাবে পরিচিত ?
উত্তর : স্বামী বিবেকানন্দ

প্রশ্ন : “The World Outside My Window” – বইটি লিখেছেন
উত্তর : রাসকিন বন্ড

প্রশ্ন : “A Brief History of Seven Killings” – বইটির লেখক হলেন
উত্তর : মারলন জেমস

প্রশ্ন : আখ, গম এবং ধানের মতাে ফসল উৎপাদনের জন্য নিম্নলিখিত কোন ধরণের কৃষিকাজ বেশি উপযােগী ?
উত্তর : ইরিগেটেড ফার্মিং (Irrigated farming)

প্রশ্ন : পিয়েত্রা দুরা কি ?
উত্তর : মূল্যবান পাথর ব্যবহার করে মােজাইক কাজ

প্রশ্ন : “An Area of darkness” – বইটি লিখেছেন
উত্তর : ভি. এস নাইপল

প্রশ্ন : ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্র বাজাতেন ?
উত্তর : সানাই।

প্রশ্ন : ঘুমুরা (Ghumura) এর একটি লােক নৃত্য।
উত্তর : ওড়িশা

প্রশ্ন : INS বিক্রমাদিত্য হলাে একটি
উত্তর : বিমান বাহক জলজাহাজ

প্রশ্ন : ব্যাক হ্যান্ড – কথাটি কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর : ব্যান্টিন

প্রশ্ন : “India wins Freedom” বইটির লেখক হলেন
উত্তর : মৌলানা আবুল কালাম আজাদ

প্রশ্ন : অমিত্রাক্ষর ছন্দের সৃষ্টিকর্তা কে ?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত

প্রশ্ন : জাতীয় গণিত দিবসটি _ এ উদযাপিত হয়।
উত্তর : ডিসেম্বর ২২ |

প্রশ্ন : ভারতের কোন রাজ্যটিকে বিশ্বের বাজপাখির রাজধানী বলা হয় ?
উত্তর : নাগাল্যান্ড

প্রশ্ন : নােবেল পুরষ্কারের অনুষ্ঠানটি প্রতিবছর কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : স্টকহােম

প্রশ্ন : ভারত রত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম সংগীত শিল্পী ছিলেন_ ।
উত্তর : এম এস সুবুলক্ষ্মী

প্রশ্ন : MICR- এ ‘I’ -এর অর্থ হলাে
উত্তর : Ink

প্রশ্ন : ‘কুইন্সবেরি রুলস’ কোন খেলার সাথে সম্পর্কিত ?
উত্তর : বক্সিং

প্রশ্ন : নিচের কোনটি বেমানান ?
উত্তর : রিয়াদ

প্রশ্ন : ইউনেস্কো (UNESCO)- এর সদর সপ্তর কোথায় ?
উত্তর : প্যারিস

প্রশ্ন : বিশ্বে সবথেকে বেশি কফি উৎপাদন করে কোন দেশ ?
উত্তর : ব্রাজিল

প্রশ্ন : রমন ম্যাগসেসে পুরস্কারের নামকরণ কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নামে করা হয়েছে ?
উত্তর : ফিলিপিন্স

প্রশ্ন : মস্কো কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর : মস্কোভা।

প্রশ্ন : “আপার কাট” – কথাটি কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর : বক্সিং

প্রশ্ন : কাবাডিতে প্রতি দলে কতজন খেলােয়াড় থাকে ?
উত্তর : ৭

প্রশ্ন : কেন্দ্রীয় মহিষ গবেষণাগার কোথায় অবস্থিত ?
উত্তর : হিসার

প্রশ্ন : ওয়েলিংটন ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত ?
উত্তর : নৌকা চালনা

প্রশ্ন : “Freedom in Exile” – বইটির লেখক কে ?
উত্তর : দালাই লামা

প্রশ্ন : লাদাখের পুগা উপত্যকায় সম্ভাবনা রয়েছে
উত্তর : জিও থার্মাল শক্তি |

প্রশ্ন : ‘Lincoln in the Bardo – বইটি লিখেছেন
উত্তর : জর্জ স্যান্ডার্স

প্রশ্ন : পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
উত্তর : সাংবাদিকতা

প্রশ্ন : প্রথম আধুনিক অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তর : অ্যাথেন্সে

প্রশ্ন : ভারতে কোন দিনটিতে বিজয় দিবস পালন করা হয় ?
উত্তর : ডিসেম্বর ১৬

প্রশ্ন : ভারতীয় রেল সার্ভারের ব্যবহার এবং দ্রুত সংযােগের জন্য ভারতীয় রেলওয়ে কোন ভার্চুয়াল সার্ভার চালু করেছে?
উত্তর : RailCloud

প্রশ্ন : সিওল কমিউনিক (Seoul Communiqué) কি সম্পর্কিত ?
উত্তর : পারমাণবিক সুরক্ষা

প্রশ্ন : সিঙ্গাপুর ঘােষণাপত্র নিচের কোন গ্রুপের সাথে সম্পর্কিত ?
উত্তর : কমনওয়েলথ দেশসমূহ

প্রশ্ন : এশিয়ার প্রাচীনতম আইনের মহাবিদ্যালয় (Law College) কোনটি ?
উত্তর : গভর্মেন্ট ল কলেজ, মুম্বাই

প্রশ্ন : “দ্য গাইড (The Guide)” বইটির লেখক কে ?
উত্তর : আর কে নারায়ণ

প্রশ্ন : স্ট্যালগমাইট দেখতে পাওয়া যায়
উত্তর : গুহাতে

প্রশ্ন : ২০১৯ সালের ডিসেম্বরে মাসে কোন দেশ তার বৃহত্তম ক্যারিয়ার রকেট “লং মার্চ -5” চালু করেছিল ?
উত্তর : চীন

প্রশ্ন : ভরতনাট্যম নৃত্যশৈলীর উদ্ভব হয়েছে
উত্তর : তামিলনাড়ু

প্রশ্ন : ২০২০ এর জানুয়ারিতে কে আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিনসন জয় করেন ?
উত্তর : মালাবাথ পূর্না

প্রশ্ন : কিয়ােটো প্রােটোকলের কি সম্পর্কিত ?
উত্তর : জলবায়ু পরিবর্তন

প্রশ্ন : নিম্নের কোন নৃত্যের সাথে লাক্ষু মহারাজ সম্পর্কিত?
উত্তর : কখক

প্রশ্ন : নিম্নলিখিত কোন স্থান থেকে কখক নৃত্যের উদ্ভব ?
উত্তর : উত্তর প্রদেশ

প্রশ্ন : নিম্নলিখিত কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস ?
উত্তর : গােরা

প্রশ্ন : ‘জ্ঞানপীঠ পুরস্কার’ -এর ধারণা কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
উত্তর : ১৯৬১

প্রশ্ন : এস্কিমােরা কোথাকার আদি বাসিন্দা ?
উত্তর : আলাস্কা

প্রশ্ন : ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মহাবলীপুরম মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর : তামিলনাড়ু

প্রশ্ন : পরীক্ষাগারের যন্ত্রপাতি কোন ধরণের কাঁচ দিয়ে গঠিত ?
উত্তর : পাইরেক্স কাঁচ

প্রশ্ন : NCC (National Cadet Corps Day) দিবস নিম্নলিখিত তারিখগুলির মধ্যে কোনটিতে পালন করা হয়। ?
উত্তর : ২৩শে নভেম্বর

প্রশ্ন : নিম্নলিখিত মহাদেশগুলির মধ্যে কোনটির গড় উচ্চতা সবথেকে বেশি ?
উত্তর : অ্যান্টার্কটিকা

প্রশ্ন : নিচের কোনটি আর্কটিকে ভারতের গবেষণা কেন্দ্র ?
উত্তর : হিমাদ্রি

প্রশ্ন : প্রতি বছর ওয়ার্ল্ড রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস নিম্নলিখিত কোন দিনতে পালন করা হয় ?
উত্তর : ৮ মে

প্রশ্ন : নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে “নমচিক-নামফুক” কয়লা ক্ষেত্রগুলি অবস্থিত ?
উত্তর : অরুণাচল প্রদেশ

প্রশ্ন : জাতীয় মেডিকেল লাইব্রেরি (National Medical Library) কোথায় অবস্থিত ?
উত্তর : নয়াদিল্লি

প্রশ্ন : বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারী হলেন –
উত্তর : ভ্যালেন্টিনা তেরেশকোভা

প্রশ্ন : নিম্নলিখিত কোন শহরটিতে ভারতীয় রেলের ডিজেল লােকোমােটিভ ওয়ার্কস অবস্থিত ?
উত্তর : বারাণসী

প্রশ্ন : মাদার টেরেজা প্রতিষ্ঠিত মিশনারি অফ চ্যারিটির সদর দফতর কোনটি?
উত্তর : নির্মল হৃদয়

প্রশ্ন : কোঞ্চন রেলপথ নিম্নলিখিত কোন দুটি শহরকে যুক্ত করে?
উত্তর : রােহা – ম্যাঙ্গালাের।

প্রশ্ন : উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যে শস্য উৎসব “দ্রী উৎসব” পালন করা হয় ?
উত্তর : অরুণাচল প্রদেশ

প্রশ্ন : ইংরেজী উপন্যাস “কুলি” কার লেখা?
উত্তর : মুলক রাজ আনন্দ

প্রশ্ন : হাজারা (Hazara) মন্দিরটি কোথায় অবস্থিত ?
উত্তর : হাম্পি

প্রশ্ন : ভারতের কোন রাজ্যে লিপাক্ষী চিত্রকর্ম দেখা যায়?
উত্তর : অন্ধ্র প্রদেশ

প্রশ্ন : বিদ্রোহী নামক বিখ্যাত কবিতাটির স্রষ্টা হলেন
উত্তর : কাজী নজরুল ইসলাম

প্রশ্ন : বিশ্ব অরণ্য দিবস কোন দিনটিতে পালন করা হয় ?
উত্তর : ২১ শে মার্চ

প্রশ্ন : নিম্নলিখিত কোন দেশটিতে আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র অবস্থিত?
উত্তর : ফিলিপিন্স

প্রশ্ন : কোন বছরে ময়ূরকে ভারতের জাতীয় পাখি ঘােষণা করা হয়?
উত্তর : ১৯৬৩

প্রশ্ন : ‘শ্বেত হস্তির দেশ’ কোন দেশ কে বলে ?
উত্তর : থাইল্যান্ড

প্রশ্ন : “My Dear Kuttichathan” চলচিত্রটি সম্পর্কে নিচের কোনটি সঠিক?
উত্তর : এটি ভারতের প্রথম 3-D চলচ্চিত্র ছিল

প্রশ্ন : পুতুল নাচ (Rod Puppets) শিল্পটি ভারতের কোন রাজ্যের অন্তর্গত?
উত্তর : পশ্চিমবঙ্গ 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !