সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী ২০২০ (পিডিএফ)

Preparation BD
By -
0

সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী ২০২০ (পিডিএফ) এক সাথে নিচে দেওয়া হলো। আসা করি সাধারণ জ্ঞান বিষয়ক লেখাটি আপনাদের অনেক উপকারে আসবে। বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বাছাই করা সাম্প্রতিক সাধারণ জ্ঞান গুলো যদি আপনাদের একটুও উপকারে আসে তাহলে পোস্টটি শেয়ার করে আমাদের অনুপ্রাণিত করবেন। বিসিএস প্রস্তুতি, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাসহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য নিচে পিডিএফ ফাইলটি দেওয়া হলো।

পিডিএফ ডাউনলোড লিঙ্ক

সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী ২০২০ (পিডিএফ) বিস্তারিত পড়ুন

প্রশ্ন : ভারতের কোন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ টিকা কেনার সমঝােতা স্মারক সই করেছে?
উত্তর : সেরাম ইনস্টিটিউট (বাংলাদেশী এজেন্ট হিসাবে কাজ করবে বেক্সিমকো ফার্মা]।

প্রশ্ন : সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হওয়া নতুন দুটি আধুনিক ফ্রিগেট কী কী?
উত্তর : বানৌজা ওমর ফারুক ও আবু উবাইদাহ।

প্রশ্ন : সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হওয়া করভেট যুদ্ধজাহাজের নাম কী?
উত্তর : প্রত্যাশা।

প্রশ্ন : সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হওয়া দুটি জরিপ জাহাজ কী কী?
উত্তর : বানৌজা দর্শক ও তল্লাশী ।

প্রশ্ন : কত সাল থেকে বাংলাদেশ ভূমধ্যসাগরে জাতীসংঘ শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে অংশগ্রহণ করছে?
উত্তর : ২০১০ সাল থেকে।

প্রশ্ন : করােনার উপসর্গ বা লক্ষণ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বেশি মারা গেছেন কোন জেলায়?
উত্তর : কুমিল্লা জেলায় (বিভাগের মধ্যে চট্টগ্রামে) ।

প্রশ্ন : ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় কত ছিল?
উত্তর : ৯২৮ ডলার।

প্রশ্ন : ২০২০ সালে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করবে কোন দেশ?
উত্তর : গায়ানা ও দক্ষিণ সুদান (তৃতীয়তে বাংলাদেশ) ।

প্রশ্ন : চলতি বছরে কয়টি দেশের প্রবৃদ্ধি ইতিবাচক হবে?
উত্তর : ২২টি।

প্রশ্ন : চলতি অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু জিডিপির পরিমাণ কত হবে?
উত্তর : ১৮৮৮ ডলার (ভারতের হবে ১৮৭৭ ডলার)।

প্রশ্ন : টেনিস ইতিহাসের চতুর্থ পুরুষ হিসেবে ১০০০তম ম্যাচ জিতেছেন কে?
উত্তর : রাফায়েল নাদাল।

প্রশ্ন : এ বছর এশিয়া লিটারারি অ্যাওয়ার্ড পেয়েছেন কে?
উত্তর : কথাসাহিত্যিক শাহীন আখতার

প্রশ্ন : ‘তালাশ’ উপন্যাসটি কার লেখা?
উত্তর : শাহীন আখতার

প্রশ্ন : ‘তালাশ’ উপন্যাসটি কোরিয়ান ভাষায় অনুবাদ করেছেন কে?
উত্তর : অধ্যাপক সিং হি জন

প্রশ্ন : এশিয়া লিটারেচার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তর : দক্ষিণ কোরিয়ার গােয়াংজু শহরে

প্রশ্ন : বর্তমানে দেশে কারাগারের সংখ্যা কয়টি?
উত্তর : ৬৮টি

প্রশ্ন : আইসিসির সর্বশেষ ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষস্থানে রয়েছেন কে?
উত্তর : সাকিব আল হাসান

প্রশ্ন : টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে সবার শীর্ষে কে?
উত্তর : জেসন হােল্ডার

প্রশ্ন : টি-টোয়েন্টি অলরাউন্ডারদের শীর্ষে আছেন কে?
উত্তর : মােহাম্মদ নবী

প্রশ্ন : আলজেরিয়ার প্রেসিডেন্ট কে?
উত্তর : আবদেলমাজিদ তেবউন

প্রশ্ন : কতদিন পরপর যুক্তরাষ্ট্রের সিনেটের এক-তৃতীয়াংশ আসনে নির্বাচন হয়ে থাকে?
উত্তর : দুই বছর পরপর

প্রশ্ন : কোন দেশের কিশােরদের গড় উচ্চতা সবচেয়ে বেশি?
উত্তর : নেদারল্যান্ডস (কিশােরীদের ক্ষেত্রেও শীর্ষে)

প্রশ্ন : কোন দেশের কিশােরদের গড় উচ্চতা সবচেয়ে কম?
উত্তর : পূর্ব তিমুর ।

প্রশ্ন : কোন দেশের কিশােরীদের গড় উচ্চতা সবচেয়ে কম?
উত্তর : গুয়াতেমালা

প্রশ্ন : বাংলাদেশের কিশােরদের গড় উচ্চতা কত?
উত্তর : ১৬৫.১ সেন্টিমিটার

প্রশ্ন : আসেম বা ASEM কী?
উত্তর : এশিয়া-ইউরােপ মিটিং (Asia-Europe Meeting); একটি আন্তঃসরকারি প্রক্রিয়া, যা এশিয়া ও ইউরােপের মধ্যে সংলাপ ও সহযােগিতা বাড়ানাের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়।

প্রশ্ন : কত সালে আসেম প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৯৬ সালের ০১ মার্চ

প্রশ্ন : ‘আসেম’ জোটভুক্ত দেশগুলাের অর্থমন্ত্রীদের ১৪তম আন্তর্জাতিক সম্মেলনের আয়ােজক বা স্বাগতিক বা উদ্যোক্তা দেশ কোনটি?
উত্তর : বাংলাদেশ (ঢাকায় ভার্চুয়ালি এ সম্মেলন অনুষ্ঠিত হয়) ।

প্রশ্ন : আসেম জোটভুক্ত দেশগুলাের অর্থমন্ত্রীদের ১৪তম আন্তর্জাতিক সম্মেলনে সভাপতিত্ব করেন কে?
উত্তর : বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মােস্তফা কামাল

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর নাম কী?
উত্তর : সিক্রেট সার্ভিস ।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের প্রধান সংবাদ সংস্থার নাম কী?
উত্তর : অ্যাসােসিয়েটেড প্রেস (এপি)

প্রশ্ন : জাতীয় সমবায় দিবস কবে?
উত্তর : ৭ নভেম্বর (প্রতিপাদ্য : বঙ্গন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন)

প্রশ্ন : সর্বোচ্চ বিএমআই কোন অঞ্চলের কিশােরদের?
উত্তর : কুক দ্বীপের (বিএমআই হচ্ছে উচ্চতার তুলনায় ওজন। এর মাধ্যমে দেখা হয় একজন ব্যক্তির উচ্চতার তুলনায় ওজন ঠিক আছে কিনা) ।

প্রশ্ন : সবচেয়ে কম বিএমআই কোন দেশের কিশােরদের?
উত্তর : ইথিওপিয়া ।

প্রশ্ন : কোন অঞ্চলের কিশােরীদের বিএমআই সবচেয়ে বেশি?
উত্তর : ওশেনিয়া অঞ্চলের টঙ্গার কিশােরীদের (সবচেয়ে কম বিএমআই পূর্ব তিমুরের কিশােরীদের)

প্রশ্ন : বাংলাদেশের কিশােরদের গড় বিএমআই কত?
উত্তর : ২০.৪ কিলােগ্রাম/বর্গমিটার

প্রশ্ন : বাংলাদেশের কিশােরীদের গড় বিএমআই কত?
উত্তর : ২০.৬ কিলােগ্রাম/বর্গমিটার।

প্রশ্ন : দেশের দ্বিতীয় বৃহত্তম বিলের নাম কি?
উত্তর : বিল ডাকাতিয়া ।

প্রশ্ন : সম্প্রতি মধ্যে আমেরিকায় আঘাত হানা হারিকেনের নাম কি?
উত্তর : ইটা

প্রশ্ন : স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী কে?
উত্তর : ইয়ানেজ জঁ

প্রশ্ন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা গঠিত হয় কবে?
উত্তর : ১৯৪৮ সালের ৭ এপ্রিল

প্রশ্ন : ‘দুর্গেশ নন্দিনী’ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়েছিল?
উত্তর : ১৮৬৫ সালে।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের বাজারে বর্তমানে বাংলাদেশের পােশাকের হিস্যা কত শতাংশ?
উত্তর : ৮.১০%

প্রশ্ন : সম্প্রতি যুক্তরাষ্ট্রে কততম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে?
উত্তর : ৫৯তম।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কে?
উত্তর : জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র (জো বাইডেন)।

প্রশ্ন : জো বাইডেন কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : পেনসিলভানিয়ার স্ক্রানটনে।

প্রশ্ন : কোন অঙ্গরাজ্যের ইলেক্টোরাল ভােট জয়ের মধ্য দিয়ে জো বাইডেনের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে নিবাচিত হওয়া নিশ্চিত হয়?
উত্তর : পেনসিলভানিয়া (২০টি ইলেক্টোরাল ভােট)।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কে?
উত্তর : কমলা হ্যারিস।

প্রশ্ন : প্রথম কৃষ্ণাঙ্গ অ্যাটর্নি জেনারেল হিসেবে কমলা হ্যারিস কোন অঙ্গরাজ্যে দায়িত্ব পালন করেছিলেন?
উত্তর : ক্যালিফোর্নিয়া।

প্রশ্ন : ২০২০ সালে কততম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়?
উত্তর : ৪৯তম।

প্রশ্ন : ‘সমবায়ের সাফল্যগাথা’ বইটির প্রকাশক কে?
উত্তর : সমবায় অধিদপ্তর।

প্রশ্ন : দেশে কতটি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার ছিল?
উত্তর : ৬২৯টি।

প্রশ্ন : মিয়ানমারে কততম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে?
উত্তর : দ্বিতীয়।

প্রশ্ন : অং সান সু চির রাজনৈতিক দলের নাম কি?
উত্তর : ন্যাশনাল লিগ ফর ডেমােক্রেসি (এনএলডি)।

প্রশ্ন : মিয়ানমারে সংখ্যাগরিষ্ঠ জনগােষ্ঠীর কারা?
উত্তর : বামাররা।

প্রশ্ন : মিয়ানমারে প্রধান বিরােধী দল কোনটি?
উত্তর : ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট (ইউএসডিপি)।

প্রশ্ন : মিয়ানমারের পার্লামেন্টে রাখাইনদের জন্য কতটি আসন বরাদ্দ রয়েছে?
উত্তর : ২৯টি।

প্রশ্ন : রাখাইনদের রাজনৈতিক দলের নাম কি?
উত্তর : আরাকান ন্যাশনাল পার্টি (এএনপি)।

প্রশ্ন : ‘লাফায়েট স্কয়ার’ কোথায় অবস্থিত?
উত্তর : যুক্তরাষ্ট্রের ‘হােয়াইট হাউস থেকে ৫০ ফুট দূরে।

প্রশ্ন : ‘Utopia’ গ্রন্থের লেখক কে?
উত্তর : টমাস মুর ।

প্রশ্ন : কমলা হ্যারিস কোন অঙ্গরাজ্যের সিনেটর ছিলেন?
উত্তর : ক্যালিফোর্নিয়া

প্রশ্ন : ইলেক্টোররা আনুষ্ঠানিকভাবে ভােট দেবেন কবে?
উত্তর : ১৪ ডিসেম্বর ২০২০

প্রশ্ন : আমেরিকার প্রথম নারী এবং প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কে?
উত্তর : কমলা হ্যারিস।

প্রশ্ন : অভিবাসীর সন্তান থেকে যুক্তরাষ্ট্রের প্রথম ভাইস প্রেসিডেন্ট কে?
উত্তর : কমলা হ্যারিস

প্রশ্ন : ‘দ্য ট্রুথ উই হােল্ড’ বইটির লেখক কে?
উত্তর : কমলা হ্যারিস

প্রশ্ন : কমলা প্রথমবার নির্বাচনে জেতেন এবং ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নির্বাচিত হন কত সালে?
উত্তর : ২০০৩ সালে।

প্রশ্ন : কমলা ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হন কত সালে?
উত্তর : ২০১০ সালে

প্রশ্ন : কমলা ক্যালিফোর্নিয়ার সিনেটর নির্বাচিত হন কত সালে ?
উত্তর : ২০১৬ সালে ।

প্রশ্ন : মহামন্দা থেকে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে রক্ষা করে আরও বেশি জনপ্রিয় হয়েছিলেন দেশটির কোন সাবেক প্রেসিডেন্ট?
উত্তর : ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট

প্রশ্ন : জো বাইডেন কত বছর বয়সে প্রথমবার সিনেটর নির্বাচিত হয়েছিলেন?
উত্তর : ২৯ বছর বয়সে, ডেলাওয়ার অঙ্গরাজ্য থেকে (যুক্তরাষ্ট্রের ইতিহাসে ৫ম সর্বকনিষ্ঠ সিনেটর)

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের ইতিহাসে বয়স্কতম প্রেসিডেন্ট কে?
উত্তর : জো বাইডেন (৭৭ বছর বয়স)

প্রশ্ন : বাইডেন কতবার সিনেটর নির্বাচিত হন?
উত্তর : ৬ বার।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !