সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী নভেম্বর ২০২০

Preparation BD
By -
0

সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী নভেম্বর ২০২০ এক সাথে দেওয়া হলো । নভেম্বর ২০২০ এর বিভিন্ন পত্রিকা থেকে প্রশ্ন ও উত্তর গুলো সংগ্রহ করা হয়েছে।

প্রশ্ন : করােনার মধ্যেও চলতি বছরে বাংলাদেশের প্রবাসী আয় বাড়বে কত শতাংশ?
উত্তর : ৮ %।

প্রশ্ন : চলতি বছরে প্রবাসী আয় প্রাপ্তির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান হবে কততম?
উত্তর : অষ্টম (শীর্ষে ভারত) ।

প্রশ্ন : দক্ষিণ এশিয়ার দেশগুলাের মধ্যে মােট দেশজ উৎপাদনের অনুপাতে প্রবাসী আয়ের ক্ষেত্রে বাংলাদেশ কততম?
উত্তর : চতুর্থ (প্রথম স্থানে নেপাল)

প্রশ্ন : বাংলাদেশের জিডিপির কত শতাংশ সমান প্রবাসী আয় আসে?
উত্তর : প্রায় ৬.২%

প্রশ্ন : ‘ইন্দিরা মঞ্চ নির্মিত হবে কোথায়?
উত্তর : সােহরাওয়ার্দী উদ্যানে

প্রশ্ন : দেশে বাংলাসহ কতটি ভাষা রয়েছে?
উত্তর : ৪১টি

প্রশ্ন : ‘মাহলে’ কী?
উত্তর : একটি ক্ষুদ্র জাতিগােষ্ঠী ।

প্রশ্ন : সাংবাদিকদের জন্য বিশ্বে সবচেয়ে বিপজ্জনক দেশ কোনটি?
উত্তর : মেক্সিকো

প্রশ্ন : ‘ফ্যান্সি বিয়ার’ কী?
উত্তর : একটি রুশ হ্যাকার দল ।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য কতজন?
উত্তর : ৪৩৫ জন।

প্রশ্ন : ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজে) যাত্রা শুরু করে কত সালে?
উত্তর : ১৯৯৫ সালে।

প্রশ্ন : প্রথমবারের মতাে ‘গ্লোবাল ই-কম্পিটিশন অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড এস্ট্রোফিজিক্স’ (জিইসিএএ) আয়ােজিত হয় কোন দেশে?
উত্তর : এস্তোনিয়ায়

প্রশ্ন : ‘জিইসিএএ’ কম্পিটিশনে বাংলাদেশ কয়টি পদক অর্জন করেছে?
উত্তর : ৭টি। ।

প্রশ্ন : সম্প্রতি ভারতের কোন রাজ্যের সঙ্গে বাংলাদেশের তৃতীয় সরাসরি নৌবাণিজ্য চালু হয়েছে?
উত্তর : আসাম

প্রশ্ন : ভারতের আসামে পণ্য রপ্তানি হবে কোন পথে?
উত্তর : সিলেটের কুশিয়ারা নদী দিয়ে।

প্রশ্ন : নৌপথে বাংলাদেশ থেকে আসামের কোন এলাকায় পণ্যের জাহাজ যাবে?
উত্তর : করিমগঞ্জে

প্রশ্ন : বাংলাদেশ-ভারতের কোন সীমান্ত দিয়ে আসামে পণ্য যাবে?
উত্তর : জকিগঞ্জ।

প্রশ্ন : আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশের কাছে অন্তত কত মাসের আমদানি ব্যয় মেটানাের মতাে বৈদেশিক মুদ্রার মজুদ থাকতে হয়?
উত্তর : তিন মাসের

প্রশ্ন : বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে বিদেশী নাগরিকদের কত ধরনের ভিসা দেওয়া হয়?
উত্তর : ৩৩ ধরনের

প্রশ্ন : বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০-এর প্রতিপাদ্য কী?
উত্তর : ‘মুজিববর্ষের আহবান, যুব কর্মসংস্থান

প্রশ্ন : সম্প্রতি ফিলিপাইনে আঘাত হানা ঘূর্ণিঝড়ের নাম কী?
উত্তর : গনি

প্রশ্ন : জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের রাজনৈতিক দলের নাম কী?
উত্তর : ক্রিশ্চিয়ান ডেমােক্র্যাটস

প্রশ্ন : আইএমএফের প্রতিবেদনে, এ বছর যুক্তরাষ্ট্রের অর্থনীতি কত শতাংশ সংকুচিত হবে?
উত্তর : ৪.৩%

প্রশ্ন : এডিবির ‘লিডিং পার্টনার ব্যাংক অ্যাওয়ার্ড ইন বাংলাদেশ’ পুরস্কার পেয়েছে কোন ব্যাংক?
উত্তর : সিটি ব্যাংক লিমিটেড

প্রশ্ন : গত মাসে (অক্টোবর) দেশে প্রবাসী আয় এসেছে কত ডলার?
উত্তর : ২১১ কোটি মার্কিন ডলার

প্রশ্ন : অক্টোবরের শেষে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে কত হয়েছে?
উত্তর : ৪১০০ কোটি ডলার

প্রশ্ন : বাংলাদেশ শ্রম জরিপ প্রতিবেদন-২০১৭ অনুযায়ী, কৃষিতে নারীর সংশ্লিষ্টতা কত শতাংশ?
উত্তর : ৭২.৬%

প্রশ্ন : বিশিষ্ট সাহিত্যিক, সাহিত্য সম্পাদক ও শিল্প-সমালােচক আবুল হাসনাত মারা যান কবে?
উত্তর : ০১ নভেম্বর ২০২০

প্রশ্ন : আবুল হাসনাত কোন কোন পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন?
উত্তর : ‘কালি ও কলম’, ‘শিল্প ও শিল্পী’

প্রশ্ন : আবুল হাসনাত কোন পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন?
উত্তর : দৈনিক সংবাদ

প্রশ্ন : আবুল হাসনাতের আত্মস্মৃতিমূলক গ্রন্থের নাম কী?
উত্তর : হারানাে সিঁড়ির চাবির খোঁজেতে

প্রশ্ন : বিদায়ী অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে কত ডলার হয়েছিল?
উত্তর : ২০৬৪ মার্কিন ডলার

প্রশ্ন : কার নেতৃত্বে বাংলাদেশে প্রথম করােনাভাইরাসের জিন নকশা উন্মােচিত হয়?
উত্তর : অনুজীববিজ্ঞানী সেঁজুতি সাহা

প্রশ্ন : ‘মাচুপিচু’ কোন সভ্যতার প্রাচীন নিদর্শন?
উত্তর : ইনকা সভ্যতা

প্রশ্ন : ‘ইনকা সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
উত্তর : পেরুতে

প্রশ্ন : ২০১৯-২০ অর্থবছরে রপ্তানি আয় কত?
উত্তর : ২৭৯৫ কোটি ডলার (প্রবৃদ্ধি:(-)১৬.৯৩%)

প্রশ্ন : মসলার গুঁড়া তৈরির নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন কে?
উত্তর : মাে. মাসুদ আলম

প্রশ্ন : বাংলাদেশে কত রকমের মসলা উৎপাদিত হয়?
উত্তর : ৩৫

প্রশ্ন : বাংলাদেশে প্রথম ব্লকচেইন পদ্ধতিতে আন্তর্জাতিক ঋণপত্র লেনদেন সম্পন্ন করেছে কোন ব্যাংক?
উত্তর : বহুজাতিক ব্যাংক এইচএসবিসি বাংলাদেশ

প্রশ্ন : করােনাকালে পণ্য রপ্তানি সবচেয়ে কম হয় কোন মাসে?
উত্তর : এপ্রিল

প্রশ্ন : ডােনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টিতে সর্বশেষ যােগ দেন কত সালে?
উত্তর : ২০১২ সালে ।

প্রশ্ন : চলতি অর্থবছরের প্রথম চার মাসে পণ্য রপ্তানিতে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে কোন খাতে?
উত্তর : পাট ও পাটজাত পণ্য (৩৯.৫২%)

প্রশ্ন : বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত?
উত্তর : ১১ কোটি ১১ লাখ

প্রশ্ন : দক্ষিণ এশিয়ায় বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি কোন দেশে?
উত্তর : বাংলাদেশে

প্রশ্ন : ওআইআই হিসাবে, অনলাইনে কর্মঘন্টা বিক্রিতে বাংলাদেশ বিশ্বে কততম?
উত্তর : তৃতীয়

প্রশ্ন : জাতিসংঘ টেকসই উন্নয়ন অভীষ্ট ঘােষণা করে কবে?
উত্তর : ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর

প্রশ্ন : সরকারের আয়-ব্যয় নিয়ন্ত্রণ করে কে?
উত্তর : জাতীয় সংসদ

প্রশ্ন : ফুটবলে বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক শিরােপা জেতে কবে?
উত্তর : ১৯৯৫ সালের ৪ নভেম্বর

প্রশ্ন : বাংলাদেশ ফুটবল দল কোন দেশকে হারিয়ে প্রথম আন্তর্জাতিক শিরােপা জেতে?
উত্তর : মিয়ানমারকে

প্রশ্ন : ফুটবলে বাংলাদেশের প্রথম শিরােপা অর্জন করা টুর্নামেন্টটিতে কতটি দেশ অংশগ্রহণ করেছিল?
উত্তর : চারটি (টুর্নামেন্টটির আয়ােজক দেশ মিয়ানমার)

প্রশ্ন : সম্প্রতি অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিনে সিনেটের কয়টি আসনে নির্বাচনের ভােট গ্রহণ করা হয়?
উত্তর : ৩৫টি

প্রশ্ন : মার্কিন প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য কতটি আসন প্রয়ােজন?
উত্তর : ২১৮টি

প্রশ্ন : বাক-স্বাধীনতার মৌলিক অধিকার দেওয়া হয়েছে সংবিধানের কত অনুচ্ছেদে?
উত্তর : ৩৯ অনুচ্ছেদে।

প্রশ্ন : সরকারের ধরনগুলাের ভিত্তিতে বাংলাদেশের সরকার ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কতটি?
উত্তর : ৪টি

প্রশ্ন : গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসেছিল?
উত্তর : ১৯৭২ সালের ১০ এপ্রিল।

প্রশ্ন : বাংলাদেশ সংবিধান এ পর্যন্ত কতবার সংশােধিত হয়েছে?
উত্তর : ১৭ বার

প্রশ্ন : বাংলাদেশের সংবিধানের সর্বশেষ সংশােধনী গৃহীত হয় কবে?
উত্তর : ২০১৮ সালের ৮ জুলাই

প্রশ্ন : ২০১১ সালের সর্বশেষ আদমশুমারি হিসাবে দেশের মােট জনসংখ্যা কত ছিল?
উত্তর : ১৫ কোটি ২৫ লাখ

প্রশ্ন : বাংলাদেশে প্রথম জনশুমারি হয় কত সালে?
উত্তর : ১৯৭৪ সালে 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !