ইউনিয়ন অব ইউরােপিয়ান ফুটবল অ্যাসােসিয়েশন (উয়েফা) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার ছয়টি মহাদেশীয় কনফেডারেশনের মধ্যে একটি, যা গঠিত হয়। ১৯৫৪ সালের ১৫ জুন। তুরস্কের ইস্তাম্বুল শহরে ২৫ আগস্ট ২০২২ ঘােষিত হয় ২০২২ সালের উয়েফা বর্ষসেরা পুরস্কার। এবারের উয়েফা-জয়ীরা হলেন—
পুরুষ খেলােয়াড় | করিম বেনজেমা (ফ্রান্স, রিয়াল মাদ্রিদ)। |
নারী খেলােয়াড় | আলেক্সিয়া পুতেয়াস (স্পেন, বার্সেলােনা)। |
পুরুষ কোচ | কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ)। |
নারী কোচ | সারিনা ভেইগমান (ইংল্যান্ড)। |
প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা) | আরিগাে সাচ্চি (ইতালি)। |