পেশাদার টেনিসকে বিদায় বললেন ইতিহাসের অন্যতম সেরা দুই খেলােয়াড়— রজার ফেদেরার ও সেরেনা উইলিয়ামস। উন্মুক্ত যুগে মেয়েদের টেনিসে সবচেয়ে বেশি গ্রান্ড স্লাম এককজয়ী সেরেনা ইউএস ওপেন খেলে ও ছেলেদের টেনিসের ২০টি গ্র্যান্ড স্লাম এককজয়ী ফেদেরার বিদায় নিয়েছেন লেভার কাপে রাফায়েল নাদালের সঙ্গে দ্বৈত ম্যাচ খেলে।
রজার ফেদেরার |
জন্ম | ৮ আগস্ট ১৯৮১ |
জন্মস্থান | বাসেল, সুইজারল্যান্ড |
দেশ | সুইজারল্যান্ড |
উচ্চতা | ৬ ফুট ১ ইঞ্চি |
পেশাদার | ১৯৯৮ |
গ্র্যান্ড স্লাম একক শিরােপা | ২০ |
একক শিরােপা | ১০৩ |
একক জয়-হার | ১২৫১-২৭৫ |
প্রাইজমানি প্রায় | ১৩,০৫,৯৪,০০০ ডলার |
দ্বৈত গ্র্যান্ড স্লাম | 0 |
দ্বৈত শিরােপা | ৮ |
রজার ফেদেরারের গ্র্যান্ড স্লাম শিরােপা : ২০০৯ সালের জুলাই থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত ছেলেদের টেনিসে এককভাবে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডের মালিক ছিলেন ফেদেরার।
সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামজয়ী পুরুষ খেলােয়াড় (শীর্ষ ৫) |
২২ | রাফায়েল নাদাল | স্পেন |
২১ | নােভাক জোকোভিচ | সার্বিয়া |
২০ | রজার ফেদেরার | সুইজারল্যান্ড |
১৪ | পিট স্যাম্পাস | যুক্তরাষ্ট্র |
১২ | রয় এমারসন | অস্ট্রেলিয়া |
কোন গ্র্যান্ড স্লামে ফেদেরারের কত শিরােপা |
অস্ট্রেলিয়ান ওপেন | ৬ |
উইম্বলডন | ৮ |
ফ্রেঞ্চ ওপেন | ১ |
ইউএস ওপেন | ৫ |
ফেদেরারের যত রেকর্ড
- তিনবার বছরের সব গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলা (২০০৬, ২০০৭, ২০০৯)
- টানা দুই বছর তিনটি করে গ্র্যান্ড স্লাম জয়। (২০০৬, ২০০৭)।
- টানা ১০ বার গ্র্যান্ড স্লাম ফাইনাল (২০০৫-২০০৭)।
- টানা ২৩ বার গ্র্যান্ড স্লাম সেমিফাইনাল।
- টানা ৩৬ বার গ্র্যান্ড স্লাম কোয়ার্টার ফাইনাল।
- গ্র্যান্ড স্লামে সবচেয়ে বেশি সেমিফাইনাল (৪৬)।
- সবচেয়ে বেশি ম্যাচ জয় (৩৬৯)।
- এটিপি ট্যুরে টানা ২৪টি ফাইনালে জয়।
- সবচেয়ে বেশি বয়সে এটিপি র্যাঙ্কিংয়ে ১ নম্বর (৩৬ বছর ৩১৪ দিন)।
সেরেনা উইলিয়ামস |
জন্ম | ২৬ সেপ্টেম্বর ১৯৮১ |
জন্মস্থান | মিশিগান, যুক্তরাষ্ট্র |
দেশ | যুক্তরাষ্ট্র |
উচ্চতা | ৫ ফুট ৯ ইঞ্চি |
পেশাদার | ১৯৯৫ |
গ্র্যান্ড স্লাম একক শিরােপা | ২৩ |
একক শিরােপা | ৭৩ |
একক জয়-হার | ৮৫৮-১৫৬ |
প্রাইজমানি | ৯,৪৮,১৬,৭৩০ ডলার |
দ্বৈত গ্র্যান্ড স্লাম | ১৪ |
মিশ্র দ্বৈত গ্র্যান্ড স্লাম | ২ |
অলিম্পিক সােনা | ৪ (একক ১, দ্বৈত ৩) |
সেরেনা উইলিয়ামসের গ্র্যান্ড স্লাম একক শিরােপা। উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম সেরেনারই। তবে সর্বকালের হিসাবে সেরেনা আছেন দুইয়ে।
মেয়েদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম একক শিরােপা |
২৪ | মার্গারেট কোর্ট | অস্ট্রেলিয়া |
২৩ | সেরেনা উইলিয়ামস | যুক্তরাষ্ট্র |
২২ | স্টেফি গ্রাফ | জার্মানি |
১৯ | হেলেন উইলস মুডি | যুক্তরাষ্ট্র |
১৮ | ক্রিস এভার্ট | যুক্তরাষ্ট্র |
১৮ | মার্টিনা নাভ্রাতিলােভা | যুক্তরাষ্ট্র |
কোন গ্র্যান্ড স্লামে সেরেনার কত শিরােপা |
অস্ট্রেলিয়ান ওপেন | ৭ |
উইম্বলডন | ৭ |
ফ্রেঞ্চ ওপেন | ৩ |
ইউএস ওপেন | ৬ |
সেরেনার যত রেকর্ড
- উন্মুক্ত যুগে ছেলেমেয়ে মিলিয়ে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম একক শিরােপা (২৩)।
- মেয়েদের গ্র্যান্ড স্লামে সবচেয়ে বেশি একক ম্যাচ জয় (৩৬৭)
- প্রথম ও শেষ গ্র্যান্ড স্লাম শিরােপা জয়ে ১৭ বছর ১৩৯ দিন সময়ের পার্থক্য।
- সবচেয়ে বেশি সময়ে গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড।
- যৌথভাবে টানা সবচেয়ে বেশি সপ্তাহ র্যাঙ্কিংয়ে ১ নম্বর।
- সেরেনা ও স্টেফি গ্রাফ টানা ১৮৬ সপ্তাহ শীর্ষে ছিলেন।
- মেয়েদের টেনিসে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্লাম শিরােপা (৩৫ বছর ১২৪ দিন)।
- সবচেয়ে বেশি বয়সে ১ নম্বর (৩৫ বছর ১২৬ দিন)।
- অলিম্পিক টেনিসে সবচেয়ে বেশি সােনা (৪)।