নরওয়ের রাজধানী অসলােয় পাঁচটি নর্ডিক দেশের শীর্ষ নেতারা ১৫ আগস্ট ২০২২ বৈঠকে মিলিত হন। জার্মানির চ্যান্সেলর ওলাফ শলঞ্জও নর্ডিক শীর্ষ আলােচনায় যােগ দেন।
বৈঠকে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ড নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে পারস্পরিক সহযােগিতা আরও বাড়ানাের সিদ্ধান্ত নিয়েছে।
জলবায়ু পরিবর্তন মােকাবিলা ও জ্বালানির ক্ষেত্রেও সহযােগিতা বাড়াতে চায় নর্ডিক দেশগুলাে।
প্রসঙ্গত, রাশিয়ার আগ্রাসন মােকাবিলা করতে ইউরােপীয় ইউনিয়ন, ন্যাটো এবং নর্ডিক দেশগুলাে আরও সংঘবদ্ধ হলেও কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে।