জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই, ওষুধের দাম কমানাে ও কিছু করপােরেট ট্যাক্স বাড়ানাের লক্ষ্যে ৭ আগস্ট ২০২২ মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ৪৩ হাজার কোটি ডলারের একটি বিল পাস করে।
এই বিল পাস হাওয়ার বিষয়টিকে প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য একটি বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। বিলটির পক্ষে ভােট পড়েছে ৫১টি।
অন্যদিকে বিপক্ষে ৫০টি বিলটি পাসের ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ‘টাইব্রেকিং’ ভােট দেন। আইনটির মাধ্যমে জলবায়ু খাতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়ােগ হবে। তা ছাড়া স্বাস্থ্য খাতেও আসবে ব্যাপক পরিবর্তন, কমবে বাজেটের ঘাটতি।