তথ্য ও যােগাযােগ প্রযুক্তি থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

Preparation BD
By -
0

তথ্য ও যােগাযােগ প্রযুক্তি থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন : কম্পিউটার গাণিতিক কার্যাবলি সম্পাদন করে—
উত্তর : Binary সংখ্যা পদ্ধতি ব্যবহার করে।

প্রশ্ন : যে সংখ্যা পদ্ধতিতে ১৬টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলে—
উত্তর : হেক্সাডেসিমাল পদ্ধতি।

প্রশ্ন : Virus-এর পূর্ণরূপ—
উত্তর : Vital Information Resources Under Seize

প্রশ্ন : মেশিনের ভাষায় লিখিত প্রােগ্রামকে বলা হয়—
উত্তর : অবজেক্ট প্রােগ্রাম।

প্রশ্ন : কম্পিউটারের প্রথম প্রােগ্রামিং ভাষা হলো-
উত্তর : FORTRAN

প্রশ্ন : আধুনিক কীবাের্ডের ফাংশন কী হলাে—
উত্তর : ১২টি।

প্রশ্ন : কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে বলে—
উত্তর : CPU।

প্রশ্ন : কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয়—
উত্তর : ROM।

প্রশ্ন : একটি কম্পিউটারকে অন্য কোনাে কম্পিউটারের সাথে নেটওয়ার্কে মাধ্যমে সংযুক্ত করতে হলে প্রয়ােজন
উত্তর : নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড।

প্রশ্ন : একটি পেজের সাথে আরেকটি পেজের লিংক যখন হাইপারটেক্সটে থাকে। তাকে বলে—
উত্তর : হাইপারলিংক।

প্রশ্ন : ISP-এর পূর্ণরূপ—
উত্তর : Internet Service Provider

প্রশ্ন : CAD-এর পূর্ণরূপ—
উত্তর : Computer Aided Design

প্রশ্ন : Wi-Fi (Wireless Fidelity) সাধারণত এরিয়া কভারেজ করে—
উত্তর : 50-200 মিটার।

প্রশ্ন : World Wide web এর প্রতিষ্ঠাতা
উত্তর : টিম বার্নাস লি ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !