বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

Preparation BD
By -
0

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন : সূর্যসেন পেশায় ছিলেন
উত্তর : শিক্ষক।

প্রশ্ন : ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি দিনটি ছিল—
উত্তর : বৃহস্পতিবার।

প্রশ্ন : ঐতিহাসিক ছয় দফাকে তুলনা করা হয়—
উত্তর : ম্যাগনাকার্টার সাথে।

প্রশ্ন : বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয়—
উত্তর : ১৭ জানুয়ারি ১৯৭২।

প্রশ্ন : জাতীয় সংগীতের প্রথম ইংরেজি অনুবাদক
উত্তর : সৈয়দ আলী আহসান।

প্রশ্ন : ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে অবস্থিত ‘আফগান দুর্গ নির্মাণ করেন—
উত্তর : শের শাহ।

প্রশ্ন : জাতীয় নদী রক্ষা কমিশন গঠিত হয়—
উত্তর : আগস্ট ২০১৪।

প্রশ্ন : বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক-
উত্তর : মুহম্মদ নূরুল হুদা।

প্রশ্ন : ‘সালাম সালাম হাজার সালাম’ গানের গীতিকার
উত্তর : ফজল-এ-খােদা।

প্রশ্ন : শশাঙ্কের রাজধানীর নাম–
উত্তর : কর্ণসুবর্ণ।

প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম হীরক খনি—
উত্তর : কিম্বার্লি।

প্রশ্ন : রুশ বিপ্লবের নেতৃত্বদানকারী দল
উত্তর : বলশেভিক পার্টি।

প্রশ্ন : ফ্রাঙ্কফুট’ শহর বিখ্যাত
উত্তর : বইমেলার জন্য

প্রশ্ন : ইন্দোনেশিয়া উপনিবেশ ছিল—
উত্তর : নেদারল্যান্ডসের।

প্রশ্ন : জাতিসংঘ বাংলাদেশকে স্বীকৃতি দান করে—
উত্তর : ১৭ সেপ্টেম্বর ১৯৭৪।

প্রশ্ন : যুক্তরাষ্ট্র ‘আলাস্কা’ প্রদেশটি ক্রয় করে
উত্তর : রাশিয়ার কাছ থেকে।

প্রশ্ন : ফরাসি বিপ্লবের শিশু বলা হয়—
উত্তর : নেপােলিয়ন বােনাপার্টকে।

প্রশ্ন : বৈদেশিক মুদ্রা মজুতে বিশ্বের শীর্ষ দেশ—
উত্তর : চীন।

প্রশ্ন : ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা
উত্তর : অ্যালান অক্টাভিয়ান হিউম (১৮৮৫ সালে)।

প্রশ্ন : বিশেষায়িত জাপানি অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত
উত্তর : আড়াইহাজার, নারায়ণগঞ্জ।

প্রশ্ন : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র যে নদীর তীরে অবস্থিত
উত্তর : পদ্মা।

প্রশ্ন : এশিয়ার যে দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী আপন দুই ভাই-
উত্তর : শ্রীলংকা।

প্রশ্ন : বাংলাদেশে মােট গ্যাসক্ষেত্র—
উত্তর : ২৮টি।

প্রশ্ন : ৭ মার্চ ১৯৭১ ভাষণ প্রদানের দিনটি ছিল
উত্তর : রবিবার।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !