বিসিএসসহ যেকোনো সরকারি বা বেসরকারি চাকুরী পরীক্ষায় বাংলা ব্যাকরণ অংশ থেকে আসার মত কিছু প্রশ্ন ও উত্তর দেওয়া হল। আশা করছি তথ্যগুলো আপনাদের সহায়ক হবে।
বাংলা ব্যাকরণ অংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রশ্ন-খেয়া পার করে যে তাকে কি বলে?
উত্তর–পাটনী।
প্রশ্ন- ঘাটাল শব্দের অর্থ কি?
উত্তর- বন্ধুর বা অসমতল।
প্রশ্ন- বাংলা সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ কাকে বলা হয়?
উত্তর-প্যারীচাঁদ মিত্র।
প্রশ্ন-হেমিংওয়ের · দি ওয়াল্ডম্যান এন্ড দি সি ‘ গ্রন্থের অনুবাদক কে?
উত্তর- ফতেহ লোহণী।
প্রশ্ন-নজরুলের প্রথম প্রকাশিত কবিতা কোনটি?
উত্তর- মুক্তি , ১৯৪৯ সালে বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায়।
প্রশ্ন -যে জমিতে ফসল জন্মায় না তাকে কি বলে?
উত্তর- ঊষর।
এই বিভাগ থেকে আরো পড়ুন
- ক্রিয়াবিশেষণ
- ক্রিয়া
- বিশেষণ
- সর্বনাম
- বিশেষ্য
- শব্দের শ্রেণিবিভাগ
- সংখ্যাবাচক শব্দ
- অর্থের দিকে দিয়ে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? প্রত্যেকটির সংজ্ঞা ও উদাহরণ দাও।
- নরবাচক ও নারীবাচক শব্দ
- শব্দদ্বিত্ব : অনুকার দ্বিত্ব, ধ্বন্যাত্মক দ্বিত্ব, পুনরাবৃত্ত দ্বিত্ব
প্রশ্ন-পড়ে আছে এমন জমি তাকে কি বলে?
উত্তর- পতিত / অনাবাদী।
প্রশ্ন-যা উর্বর নয়?
উত্তর- অনুর্বর।
প্রশ্ন-অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহার হয়েছে?
উত্তর -বিপরীত অর্থে।
প্রশ্ন-ধ্বনি কয় প্রকার ও কি কি?
উত্তর- ২ প্রকার। যথাঃ- ক . স্বরধ্বনি খ . ব্যাঞ্জনধ্বনি।
প্রশ্ন-মৌলিক স্বরধ্বনি কয়টি?
উত্তর—৭ টি । যথাঃ- অ , আ , ই , উ , এ , ও , অ্যা।
প্রশ্ন-বর্ণ কয় প্রকার।
উত্তর- ২ প্রকার। যথাঃ- ক . স্বরবর্ণ খ . ব্যঞ্জনবর্ণ।
প্রশ্ন-স্বরবর্ণ কয়টি?
উত্তর – ১১ টি । যথাঃ- অ , আ , ই , ঈ , উ , ঊ , ঋ , এ , ঐ , ও , ঔ । ব্যঞ্জনবর্ণ –৩৯ টি । যথাঃ- ক , খ , গ , ঘ , ঙ , চ , ছ , জ , ঝ , ঞ , ট , ঠ , ড , ঢ , ণ , ত , থ , দ , ধ , ন , প , ফ , ব , ভ , ম , য , র , ল , শ , ষ , স , হ , ড় , ঢ় , য় , ৎ , ং , ঃ ,
প্রশ্ন-বাংলা বর্ণমালা কয়টি?
উত্তর–৫০ টি ।( স্বরবর্ণ ১১+ ব্যঞ্জনবর্ণ ৩৯ = ৫০ )।
প্রশ্ন -স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে?
উত্তর—’ কার ‘ বলে।
প্রশ্ন- স্বরবর্ণের ‘ কার ’ চিহ্ন কয়টি?
উত্তর -১০ টি । ( শুধুমাত্র ‘ অ ’ বর্ণটির কোনো ‘ কার ’ নাই )।
প্রশ্ন-ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে?
উত্তর-‘ ফলা ’ বলে।
প্রশ্ন -ব্যঞ্জনবর্ণের ‘ ফলা ’ চিহ্ন কয়টি?
উত্তর- ৬ টি । ( যথাঃ- ব – ফলা , ম – ফলা , য – ফলা , র – ফলা , ল – ফলা , ন / ণ- ফলা )।
ব্যাকরণ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর- ( বি + আ + √কৃ + অন )
ব্যাকরণ শব্দটির বুৎপত্তিগত অর্থ হলো কোনটি?
উত্তর– বিশেষভাবে বিশ্লেষণ।
প্রশ্ন- প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ থাকে?
উত্তর –চারটি। যথা : ধ্বনি , শব্দ , বাক্য ও অর্থ।
প্রশ্ন-ব্যাকরণে প্রধানত কয়টি বিষয়ের আলোচন হয়?
উত্তর চারটি। যথা– ধ্বনিতত্ত্ব , শব্দতত্ত্ব , বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব ।
**ধ্বনিতত্ত্ব = Phonology , শব্দতত্ত্ব , = Morphology , বাক্যতত্ত্ব =Syntax ও অর্থতত্ত্ব = Semantics।
প্রশ্ন- বাংলা শব্দের প্রত্যয় কয় প্রকার?
উত্তর– দুই প্রকার । যথা : ক . তদ্ধিত প্রত্যয় খ . কৃৎ প্রত্যয়।
প্রশ্ন- বাংলা ভাষায় উপসর্গ কয় প্রকার?
উত্তর- তিন প্রকার । যথা : ক . সংস্কৃত , খ . বাংলা গ . বিদেশি উপসর্গ।
প্রশ্ন – কোন চারটি উপসর্গ বাংলা ও তৎসম উভয়ের মধ্যে আছে?
উত্তর- আ , সু , বি , নি।
প্রশ্ন -মানুষের বাক প্রত্যঙ্গের সাহায্যে উচ্চারিত আওয়াজকে কি বলে?
উত্তর – ধ্বনি।
প্রশ্ন – ধ্বনির লিখিত রূপকে কি বলে?
উত্তর – বর্ণ।
প্রশ্ন- বাংলা ভাষায় প্রকৃতি কয় প্রকার?
উত্তর – দুই প্রকার । যথাঃ- নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতি।