বাংলা সাহিত্য অংশ থেকে বিভিন্ন পরীক্ষায় আসার মত কিছু প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে?
উত্তর- ১৭৫৩ সালে।
২। সহজিয়া বলতে কি বোঝায়?
উত্তর – সহজমান পন্থী অর্থাৎ স্বদেহ কেন্দ্রিক সহজপন্থাইয় সাধন।
৩। সমস্ত সত্যই কিসের মধ্যে অবস্থিত?
উত্তর – দেহের। সেই সত্যই সহজ ।
৪। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর- কবিকাহিনি -১৮৭৮।
৫। সবুজের অভিযান , ছবি , লঙ্ঘ , দান কবিতাগুলো কোন কাব্যের অন্তর্ভুক্ত?
উত্তর -বলাকা ক্যাবের অন্তর্ভুক্ত।
৬। বাংলা নাট্য সাহিত্যের দিকপাল কাকে বলা হয়?
উত্তর- মুনীর চৌধুরি।
৭। কবর নাটকটি কত সালে রচনা হয়?
উত্তর -১৯৫৩ সালে (প্রকাশিত -১৯৬৬)।
৮। বাংলা নাটকে সর্বপ্রথম সার্থক দ্বন্ধমূলক চরিত্র সৃষ্টিকারী কে ছিলেন?
উত্তর- দ্বিজেন্দ্রলাল রায় শুড়।
৯। বাংলা গানে সর্বপ্রথম ঠুমেরি আমদানি করেন কে?
উত্তর -অতুল প্রসাদ সেন।
১০। জীবনানন্দ দাসের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর – ঝরা পালক , ২ য় ধূসর পাণ্ডুলিপি।
১১। বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
উত্তর -৭ টি অ , আ , ই , উ , ও , এ , অ্যা।
১২। বাংলায় যৌগিক স্বরধ্বনি কয়টি?
উত্তর-২৫ টি।
১৩। অজিন কি?
উত্তর- হরিনের চামড়া।
১৪। নিরমক কি?
উত্তর- সাপের খোলস।
১৫। বাঘের চামড়াকে কি বলে?
উত্তর- কৃত্তি।
১৬। সংশপ্তক উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর- ১৯৬৫।
১৭। উপন্যাসটির বিষয়বস্তু কি ছিল?
উত্তর- হিন্দু – মুসলিম সম্মলিত জীবনযাপন ও অসাম্প্রদায়িক জীবনবোধ।
১৮। উত্তমপুরুষ ও আমার যত গ্লানি কার লেখা?
উত্তর- রশীদ করিম।
১৯। পদ্মা নদীর মাঝি উপন্যাসে কি অঙ্কিত হয়েছে?
উত্তর – ধীব্র জীবন।
২০। অবরোধবাসিনী গ্রন্থে মোট কতটি ঘটনা রয়েছে?
উত্তর -৪ ৭টি।
২১। কল্লোল পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর- দিনেশরঞ্জন দাস।
২২। বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকা কোনটি?
উত্তর- কবিতা ,১৯৩৫ ।
২৩। পালমৌ রচনা করেন কে?
উত্তর- সঞ্জীব চট্টপাদ্মায়।
২৪। বাংলা সাহিত্তের জননী সাহসিকা নামে পরিচিত কে?
উত্তর- বেগম সুফিয়া কামাল।
২৫। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থের সংখ্যা কত?
উত্তর-৫৬ টি।
২৬। মার্কিন নাট্যকার Irwin Shaw রচিত Bury the Dead ( ১৯৩৬ ) নাটক অনুসারে কোন নাটক রচিত হয়েছিল?
উত্তর -মুনীর চৌধুরী কবর নাটক।
২৭। সিকন্দার আবু জাফর এর কাব্য মেঘনাবধ কাব্যে কয়টি সর্ষে রয়েছে?
উত্তর -১৮৬১ সাল।
২৮। গীতাঞ্জলী কাব্যগ্রন্থে কতটি গীতিকবিতা রয়েছে?
উত্তর – ১৫৭টি।