বিসিএস পরীক্ষার্থীদের জন্য 'লাল নীল দিপাবলি' থেকে কিছু প্রশ্নোত্তর

Preparation BD
By -
0

বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাংলা সাহিত্য বিষয়ক ‘লাল নীল দিপাবলি’  থেকে কিছু প্রশ্নোত্তর দেওয়া হলো।যারা বিসিএস বা যেকোনো চাকুরী পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন আশা করছি লেখাটি আপনাদের সহায়ক হবে। তো চলুন দেখে নেওয়া যাক।

বিসিএস পরীক্ষার্থীদের জন্য ‘লাল নীল দিপাবলি’ থেকে কিছু প্রশ্নোত্তর

১। কোন শতকে মুসলমানরা বাংলায় আসে?
উত্তর : তের শতক ( ১২০০-১২০৭ )

২। মুসলমানরা কাকে পরাজিত করে বাংলায় আসে ?

উত্তর : লক্ষ্মণ সেন

৩। শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কার রচনা ?
উত্তর : বড়ু চন্ডীদাস

৪। কত সালে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য উদ্ধার করা হয় ?
উত্তর : ১৯০৯

৫। শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কোন জায়গা থেকে উদ্ধার করা হয় ?
উত্তর : বাঁকুড়ার এক গোয়ালঘর থেকে

৬। শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কে উদ্ধার করেন ?
উত্তর : শ্রীবসন্ত্রঞ্জন রায় বিদ্বদ্বল্লভ

৭। বাংলাভাষার প্রথম মহাকবি কে ?
উত্তর : বড়ু চন্ডীদাস

৮। দেবতাদের কাছে মঙ্গল কামনা করা হয় কোন কাব্যে ?
উত্তর -মঙ্গলকাব্য

৯। কত সময় ধরে মঙ্গলকাব্য রচিত হয় ?
উত্তর : প্রায় পাঁচশো বছর

১০। মনসামঙ্গলকাব্যের কবিগণের নাম লিখুন ।
উত্তর : হরি দত্ত , নারায়ণ দেব , বিজয় গুপ্ত , বিপ্রদাস।

১১। চন্ডীমঙ্গলকাব্যের কবিগণের নাম লিখুন ।
উত্তর : মাণিক দত্ত , দ্বিজ মাধব , মকুন্দরাম চক্রবর্তী , দ্বিজ রামদেব , ভারতচন্দ্র রায় গুণাকর

১২। ধর্ম মঙ্গলকাব্যের কবিগণের নাম লিখুন ।
উত্তর : ময়ূরভট্ট , মানিকরাম , রূপরাম , সীতারাম , ঘনরাম ।

১৩। মঙ্গলকাব্যকে অপাঠ্য বলেছেন আধুনিক কোন কবি ?
উত্তর : সুধীন্দ্রনাথ দত্ত ?

১৪। চন্ডীমঙ্গলকাব্যের দু’জন সেরা কবি কে কে ?
উত্তর : ভারতচন্দ্র রায় গুণাকর , মকুন্দরাম চক্রব্রতী

১৫। মনসা মঙ্গলকাব্যের দু’জন সেরা কবি কে কে ?
উত্তর : বিজয়গুপ্ত , বংশীদাস

১৬। কালকেতু – ফুল্লরা কিসের কাহিনী ?
উত্তর – চণ্ডীমঙ্গল

১৭। ধনপতি লহনা কিসের কাহিনী ?
উত্তর – চন্ডীমঙ্গল

১৮। কালকেতু – ফুল্লরার স্বর্গীয় নাম কি ছিল ?
উত্তর : নীলাম্বর , ছায়া

১৯। স্বর্ণগোধিকা কি ?
উত্তর : গুইসাপ

২০। স্বর্ণগোধিকার বেশে কে মর্ত্যে আসে ?
উত্তর -দেবীচন্ডী

২১। মধ্যযুগের বলিষ্ঠ আত্মবিশ্বাসী প্রতিবাদী পুরুষ কে ?
উত্তর : চাঁদসওদাগর

২২। সনকা কার স্ত্রী ?
উত্তর : চাঁদসওদাগর

২৩। সনকা কার পূজা করত ?
উত্তর -দেবীচন্ডী

২৪। চাঁদসওদাগর কতদিন ঘরহারা ছিলেন ?
উত্তর : ১২ বছর

২৫। লখিন্দর কার পুত্র , কার স্বামী ছিলেন ?
উত্তর : চাঁদসওদাগর, সনকা , বেহুলা

২৬। বেহুলার বাড়ি কই ছিল ?
উত্তর : উজানিনগর

২৭। স্বর্গের ধোপানীর নাম কি ?
উত্তর : নেতা

২৮। কবিকঙ্কন কার উপাধি ছিল ?তিনি কোথাকার কবি ছিলেন ?
উত্তর : মকুন্দরাম চক্রবর্তী , সিলিম্বাজ শহরের গোপীনাথ তালকের দামুন্যা গ্রামে

২৯। মধ্যযুগের নির্বিকার , নিরাবেগ কবিকে ছিলেন ?
উত্তর : মকুন্দরাম চক্রবর্তী

৩০। মুরারি শীল , ভাড়ুদত্ত , কলিঙ্গের রাজা কিসের চরিত্র ?
উত্তর : চন্ডীমন্ডল

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !