১০তম বিজেএস (সহকারী জজ) লিখিত পরীক্ষার প্রশ্ন ২০১৬

Preparation BD
By -
0

১০তম বিজেএস (সহকারী জজ) লিখিত পরীক্ষার প্রশ্ন ২০১৬

বাংলাইংরেজিপ্রাথমিক গণিত
দৈনন্দিন বিজ্ঞানবাংলাদেশ বিষয়াবলীআন্তর্জাতিক বিষয়াবলী

সাধারণ বাংলা

বিষয় কোড- ১০
নির্ধারিত সময়- ৩ ঘন্টা
পূর্ণমান- ১০০

১) নিম্নোক্ত যে কোনাে একটি বিষয় অবলম্বনে রচনা লিখুন :

ক. দুর্নীতি এক সামাজিক ব্যাধি।
খ. নৈতিকতাবােধ ও ন্যায়বিচার।
গ. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও অর্থনৈতিক মুক্তি।

এই বিভাগ থেকে আরো পড়ুন

২) ভাবসম্প্রসারণ করুন :

ক. দণ্ডিতের সাথে
দন্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে
সর্বশ্রেষ্ঠ সে বিচার।

অথবা

খ. যে জাতি জীবনহারা অচল অসার
পদে পদে বাধে তারে জীর্ণ লোকাচার।

৩. সারমর্ম লিখুন :

মানুষের জ্ঞান অতি সংকীর্ণ। ক্রমান্বয়ে নতুন নতুন জ্ঞানভাণ্ডার খুলে যাচ্ছে, আর পুরনাে জ্ঞানের অসম্পূর্ণতা চোখে পড়ছে। ইতিহাস, বিজ্ঞান, কাব্য, দর্শন, রাজনীতি, ধর্মনীতি, ব্যবহারিক জ্ঞান, কলাবিদ্যা প্রভৃতি সমুদয় ক্ষেত্রেই এর এত অধিক দৃষ্টান্ত বর্তমান যে, তার উদাহরণ দেয়া বাহুল্যমাত্র। এর থেকে বােঝা যায়, আজ যেটি সত্য এবং নির্ভুল মনে হচ্ছে, ভবিষ্যতে সেটি হয়ত মিথ্যা অথবা আংশিক সত্য বলে প্রমাণিত হতে পারে। এজন্য আমরা। আজকাল যে আদর্শ ধরে চলছি, তা নিয়ে অতিরিক্ত উল্লাসের সাথে আস্ফালন করতে পারিনে যেহেতু, আমাদের আজকার উদ্ধত অহঙ্কার কালকার দিন লজ্জায় পরিণত হতে পারে।

৪. শিশুশ্রম বন্ধের আবশ্যিকতা তুলে ধরে একটি প্রতিবেদন রচনা।

৫. বাংলায় অনুবাদ করুন :

It is very difficult and often impossible to say what learning is. A fairly standard and understandable definition is, as Atkinson says: Learning is a relatively permanent change in behavior that results from practice. This is of course arguable, particularly the practice criterion. Other psychologists would accept learning as changes in ‘capability or simply ‘knowledge’ or ‘understanding’, even if it is not visible in behavior.

৬. আকাশ সংস্কৃতির সুফল ও কুফল বর্ণনা করে প্রবাসী ভাইয়ের কাছে একটি পত্র লিখুন।

৭. ব্যাকরণ বিষয়ক নিয়ে প্রশ্নাবলির উত্তর দিন :

ক. বাক্যগুলাে শুদ্ধ করে লিখুন : (যে কোন পাঁচটি)

  • মনােস্কামনা পুর্ন না হওয়ায় সে মনােস্তাপে ভুগছে।
  • বংকিমচন্দ্রের ভয়ানক প্রতীভা ছিল।
  • তিরস্কার বা পুরস্কার কিছুই কি তােমার চাইবার নেই?
  • প্রায়ই অর্থ কথাগুলো বড় হয়ে থাকে অস্পষ্ট।
  • দুর্বিসহ বানানটি অধিকাংশ ব্যাক্তি ভুল লেখেন।
  • তুমি, কাঞ্চন ও আমি আজ খেলতে যাবাে।

খ. নিম্নরেখ শব্দাবলির কারক-বিভক্তি নির্ণয় করুন (যে কোন পাঁচটি)।

  • এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে
  • রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।
  • একটি স্ত্রীলােক গঙ্গাসাগরে সন্তান বিসর্জন করিয়া আসিতেছিল।
  • বলাইকে লােভ দেখলুম।
  • একজন বােধ করি অন্তরিক্ষে থাকিয়া লক্ষ করিলেন।
  • ছাদে জল পড়ে ।

গ. যে কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর লিখুন :

  • ব্যাকরণ কাকে বলে?
  • ভাষার সাংগঠনিক গড়ন কী?
  • ঘােষবর্ণ কী?
  • অপিনিহিতি কাকে বলে?
  • হিজড়া কোন লিঙ্গ?
  • বচন কাকে বলে?

ঘ. বন্ধনীতে প্রদত্ত নির্দেশানুসাৱে বাক্য রূপান্তর করুন: (যে কোন পাঁচটি)

  • বার্ধক্যকে সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। [জটিল বাক্য]
  • যেহেতু মেয়ের বয়স বড়, তাই পনের অঙ্কটাও বড়। [সরল বাক্য]
  • কন্যার বাপ সবুর করিতে পারিলেও বরের বাপ সবুর করিতে চাহিলেন না। [যৌগিক বাক্য]
  • অন্ধকারের মধ্যেই যাত্রা করিয়াছিলাম, কিন্তু সে অন্ধকার আর ছিল না। [মিশ্র বাক্য]
  • মানুষ সূর্যোদয়ে আনন্দিত হয় এবং রাত্রির আগমনে পুলকিত হয়ে থাকে । [সরল বাক্য]
  • এই সব প্রকাণ্ড গাছের ভিতরকার মানুষকেও যেন বলাই দেখতে পায়। [মিশ্র বাক্য]

ঙ. বাগধারাসমূহের অর্থ উল্লেখ করে বাক্য লিখুন : (যে কোন পাঁচটি)

  • ধনুক ভাঙা পণ
  • তয়নাত করা
  • দিগ্‌ধেড়েঙ্গা
  • বিড়ালের আড়াই পা
  • মামদোবাজি
  • সের দরে

চ. এক কথায় প্রকাশ করে লিখুন : (যে কোনাে পাঁচটি)

  • সিংহের নাদ
  • আট বছর পূর্ণ হওয়ার উৎসব
  • যে মেঘে প্রচুর বৃষ্টি হয়
  • ঈষৎ উষ্ণ
  •  যা শল্য-ব্যথা দূরীকৃত করে
  • পদ্মের ডাটা বা নাল

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !