সাধারণ বিজ্ঞান থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর [পিডিএফ] নিয়ে নিচে আলোচনা করা হলো। আসা করি লেখাটি আপনাদের উপকারে আসবে।
সাধারণ বিজ্ঞান থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর [পিডিএফ]
প্রশ্ন : আতসবাজি ও ফটোগ্রাফির ফ্লাস পাউডারে ব্যবহৃত হয়
উত্তর : ম্যাগনেশিয়াম।
প্রশ্ন : শামুক ও ঝিনুকের খােলস যা দিয়ে তৈরি
উত্তর : ক্যালসিয়াম কার্বনেট।
প্রশ্ন : রক্তের হিমােগ্লোবিন
উত্তর : আমিষ জাতীয় পদার্থ।
প্রশ্ন : মানবদেহের সর্বাধিক প্রয়ােজনীয় খনিজ লবণ
উত্তর : সােডিয়াম।
প্রশ্ন : লাফিং গ্যাস বলে
উত্তর : নাইট্রাস অক্সাইডকে (N2O)।
প্রশ্ন : আসল হীরার ভিতর দিয়ে যেতে পারে না
উত্তর : রঞ্জন রশ্মি।
প্রশ্ন : সূর্যই সৌরজগতের কেন্দ্র এবং পৃথিবী ও গ্রহগুলাে তার চার দিকে ঘুরে চলছে এ মতবাদটি
উত্তর : নিকোলাস কোপার্নিকাস।
প্রশ্ন : UPS এর পূর্ণরূপ
উত্তর : Uninterrupted Power Supply
প্রশ্ন : সূর্যের আলাে থেকে তৈরি বিদুৎকে বলে
উত্তর : সােলার ফটোভােল্ট।
প্রশ্ন : টেপরেকর্ডার ও কম্পিউটার স্মৃতির ফিতায় ব্যবহৃত হয়
উত্তর : সিরামিক চুম্বক।
প্রশ্ন : জাংশন ডায়ােডের অপর নাম
উত্তর : অর্ধপরিবাহী রেকটিফায়ার।
প্রশ্ন : ১৮৯৬ সালে সর্বপ্রথম তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন
উত্তর : হেনরি বেকেরেল।
প্রশ্ন : জলাভূমিতে উৎপন্ন মিথেনকে বলে
উত্তর : মার্স গ্যাস।
প্রশ্ন : লােহার প্রধান আকরিক হলাে
উত্তর : হেমাটাইট।
প্রশ্ন : ফসফরাস হলাে
উত্তর : একটি গ্রিক শব্দ যার অর্থ দীপ্তিমান।
প্রশ্ন : ১৮৬৮ সালে সর্বপ্রথম কোষে DNA আবিষ্কার করেন
উত্তর : বিজ্ঞানী মিসার।
প্রশ্ন : প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার ফারমেন্টশন প্রক্রিয়ায় উৎপন্ন হয়
উত্তর : বায়োগ্যাস।
প্রশ্ন : প্রাণিজগতের উৎপত্তি ও বংশগতির বিদ্যাকে বলে
উত্তর : জেনেটিকস।
প্রশ্ন : মানুষের পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত বৃদ্ধিনিয়ন্ত্রণকারী হরমােন
উত্তর : সােমাটোট্রপিন।
প্রশ্ন : হরমােন, রক্তচাপ ও শরীরের তাপনিয়ন্ত্রণ করে মস্তিষ্কের
উত্তর : হাইপােথ্যালামাস।
প্রশ্ন : স্মৃতিকে সংরক্ষণ করে মস্তিষ্কের
উত্তর : হিপােকাম্পাস।
প্রশ্ন : বসন্ত হলাে
উত্তর : ভাইরাসজনিত রােগ।
প্রশ্ন : ম্যালেরিয়া হলাে
উত্তর : এক ধরনের জ্বর।
প্রশ্ন : গুটি বসন্তের টিকা আবিষ্কৃত হয়
উত্তর : ১৭৯৬ সালে।
প্রশ্ন : ক্যালসিয়ামের অভাবে যে রােগ হয়
উত্তর : রিকেটস ও অস্টিওম্যালেসিয়া ।
প্রশ্ন : ম্যারাসমাস রােগ হয়
উত্তর : আমিষের অভাবে।
প্রশ্ন : রক্তকণিকাগুলাে সৃষ্টি হয়
উত্তর : হাড়ের ভিতর অবস্থিত লােহিত অস্থিমজ্জায়।
প্রশ্ন : রক্ত এক প্রকার
উত্তর : ঈষৎ ক্ষারীয় তরল যােজক কলা।
প্রশ্ন : আমিষ জাতীয় খাদ্য পরিপাক শুরু হয়
উত্তর : পাকস্থলীতে।
প্রশ্ন : পৃথিবীর সর্ববৃহৎ গবেষণাগার হলাে
উত্তর : লার্জ হ্যাড্রন কলাইডর।
প্রশ্ন : কোয়ান্টাম তত্ত্বের অপর নাম
উত্তর : ফোটন তত্ত্ব।
প্রশ্ন : মহাজাগতিক রশ্মি
উত্তর : বিদ্যুৎ চার্জযুক্ত।
প্রশ্ন : সৌরজগতের ক্ষুদ্রতম ও দ্রুততম গ্রহ
উত্তর : বুধ।
প্রশ্ন : মহাশূন্য থেকে আগত রশি বা কণাকে বলে
উত্তর : কসমিক রে।
প্রশ্ন : গ্রাফিন (graphene) এর বহুরুপী
উত্তর : কার্বন।
প্রশ্ন : সােডিয়াম ধাতুকে পােড়ালে যে বর্ণের শিখা উৎপন্ন করে
উত্তর : উজ্জ্বল হলুদ।
প্রশ্ন : ইস্পাতে কার্বন থাকে
উত্তর : 0.15-1.5%।
প্রশ্ন : পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে ব্যবহৃত হয়
উত্তর : সােডিয়াম ধাতু।
প্রশ্ন : ফুটন্ত সাবানে লবণের পানি ঢালাকে বলে
উত্তর : গ্রেইনিং।
প্রশ্ন : আঙ্গুরে পাওয়া যায়
উত্তর : টারটারিক এসিড।
প্রশ্ন : প্রােটিন ফ্যাক্টরি বলা হয়
উত্তর : রাইবােজোম।
প্রশ্ন : সর্বাপেক্ষা বৃহৎ মুকুল
উত্তর : বাঁধাকপি।
প্রশ্ন : বাংলাদেশে গবাদি পশুতে প্রথম ভ্রণ বদল হয়
উত্তর : ৫ মে ১৯৯৫।
প্রশ্ন : চোখের রং নিয়ন্ত্রণকারী পদার্থ হলাে
উত্তর : মেলানিন।
প্রশ্ন : মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর
উত্তর : নাইট্রোজেন।
প্রশ্ন : মাশরুম এক ধরনের
উত্তর : ফাঙ্গাস।
প্রশ্ন : রুটির ছত্রাক বলা হয়
উত্তর : মিউকরকে।
প্রশ্ন : ‘জীব থেকে জীবের উৎপত্তি হয়’—এ মতবাদের প্রবক্তা
উত্তর : লুই পাস্তুর।
প্রশ্ন : যে ধাতু দিয়ে তার বানানাে সহজ
উত্তর : তামা।
প্রশ্ন : সবুজ কাচ পাওয়া যায়
উত্তর : ক্রোমিয়াম হতে।
প্রশ্ন : মাকসুদুল আলম জন্মগ্রহণ করেন
উত্তর : ফরিদপুরে।
প্রশ্ন : মানবদেহের সবচেয়ে ছােট কোষ
উত্তর : শ্বেত রক্তকণিকা।
প্রশ্ন : রাসায়নিক পদার্থসমূহের রাজা
উত্তর : সালফিউরিক এসিড।
প্রশ্ন : এককোষী হলাে
উত্তর : ব্যাকটেরিয়া, অ্যামিবা, ম্যালেরিয়া।
প্রশ্ন : আলাের তরঙ্গদৈর্ঘ্য যতকম হবে তার বিক্ষেপণ তত
উত্তর : বেশি হবে।
প্রশ্ন : কমুটেটর থাকে
উত্তর : ডিসি জেনারেটরে।
প্রশ্ন : ISD-এর পূর্ণরূপ হলাে
উত্তর : International Subscriber Dialing.
প্রশ্ন : দুটি তড়িৎদ্বার বায়ুশূন্য বাল্বকে বলে
উত্তর : ডায়েট।
প্রশ্ন : যে তাপমাত্রায় একটি চুম্বকের চুম্বকত্ব সম্পূর্ণ বিলুপ্ত হয় তাকে বলে
উত্তর : কুরি বিন্দু।
প্রশ্ন : নারভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে বলা হয়
উত্তর : নিউরন।
প্রশ্ন : আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক
উত্তর : কিলােগ্রাম।
প্রশ্ন : পৃথিবী ও চন্দ্রের মধ্যে আকর্ষণ বলকে বলে
উত্তর : অভিকর্ষ।
প্রশ্ন : মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা
উত্তর : 98.4°F বা 36.9°C।
প্রশ্ন : হীরকের ক্রান্তিকোণ
উত্তর : 24°।
প্রশ্ন : ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ
উত্তর : ৪৫-৪৬%।
প্রশ্ন : যেসব ব্যাকটেরিয়া রােগ সৃষ্টি করে তাদেরকে বলে
উত্তর : Pathogenic
প্রশ্ন : উদ্ভিদের প্রয়ােজনীয় পুষ্টি উপাদান মােট
উত্তর : ১৬টি।
প্রশ্ন : রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যাওয়াকে বলে
উত্তর : হাইপােগ্লাইসেমিয়া।
প্রশ্ন : দেহের রােগ প্রতিরােধ ক্ষমতা বৃদ্ধি করে
উত্তর : শ্বেত রক্তকণিকা।
প্রশ্ন : কর্কট রােগ বলতে বােঝায়
উত্তর : ক্যান্সারকে।
প্রশ্ন : উচ্চ রক্তচাপের জন্য দায়ী
উত্তর : অ্যাড্রিনালিন গ্রন্থি।
প্রশ্ন : ‘ইকোলজি’ শব্দ সর্বপ্রথম ব্যবহার করেন
উত্তর : আর্নেস্ট হেকেল।
প্রশ্ন : E-৪ হলাে
উত্তর : পরিবেশ দূষণকারী ৮টি দেশ।