বিসিএস প্রস্তুতি : ভূগােল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পর্ব- ০২

Preparation BD
By -
0

বিসিএস প্রস্তুতি : ভূগােল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পর্ব- ০২

  • ১২ আউলিয়ার দেশ— চট্টগ্রাম এবং ৩৬০ আউলিয়ার দেশ— সিলেট।
  • বাংলাদেশের প্রবেশদ্বার ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম।
  • আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম।
  • বাংলাদেশের প্রাচীনতম শহরের নাম পুণ্ড্রবর্ধন (বর্তমান নাম মহাস্থানগড় যার অবস্থান বগুড়া জেলার করতােয়া নদীর তীরে)।
  • ঢাকার চকবাজারে অবস্থিত বড়কাটরা নির্মাণ করেন— শাহ সুজা এবং ছােট কাটরা নির্মাণ করেন- শায়েস্তা খান।
  • বাংলাদেশের সড়ক পথের উন্নয়নের জন্য যে সংস্থা কাজ করে- Bangladesh Road Transport Authority (BRTA).
  • বাংলাদেশের সড়ক বিভাগের বর্তমান নাম— সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
  • বাংলাদেশের আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু হয়—১৯৮৬ সালে বাংলাদেশে জলপথের যানবহন নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (BIWTA)।
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতীক— উদীয়মান সূর্যের মধ্যে উড়ন্ত পতাকা বাংলাদেশ বিমানের শ্লোগান— Wings of Your Freedom.
  • বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু হার্ডিঞ্জ অবস্থিত পাবনা জেলায় পদ্মানদীতে।
  • নির্মাণ সমাপ্তির দিক থেকে বাংলাদেশের প্রথম ফ্লাইওভার মহাখালী ফ্লাইওভার।
  • বাংলাদেশের প্রথম বহুমুখী ফ্লাইওভারকুড়িল ফ্লাইওভার।
  • বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য ৪.৮ কি. মি., পদ্মা সেতু- ৬.১৫ কি. মি. এবং খান জাহান আলী সেতু- ১.৩৬ কি. মি.।
  • বাংলাদেশের দীর্ঘতম ফ্লাইওভার মেয়র মােহাম্মদ হানিফ ফ্লাইওভার (পূর্ব নাম যাত্রাবাড়ীগুলিস্তান ফ্লাইওভার)।
  • মেয়র মােহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য ১১.৮ কি. মি., এমএ মান্নান ফ্লাইওভার ১.৩৩ কি. মি., মহাখালী ফ্লাইওভার- ১.০২ কি. মি., ১.৯ কি. মি. এবং কুড়িল ফ্লাইওভার ৩.১ কি. মি.।
  • মগবাজার-মৌচাক ফ্লাইওভার- ৮.৭ কি. মি. (দ্বিতীয় বৃহত্তম)।
  • বাংলাদেশের মােট আয়তনের ১৩.২৩% বনভূমি রয়েছে।
  • বাংলাদেশের উত্তরে হিমালয় পর্বত অবস্থিত হওয়ায় এদেশের জনগণ অর্থনৈতিকভাবে উন্নয়নের সুযােগ সুবিধা পায়।

নতুন ও পুরাতন নাম

বর্তমান নামপুরাতন নাম
ঢাকাজাহাঙ্গীরনগর
নােয়াখালী ও কুমিল্লা অঞ্চলসমতট
চট্টগ্রাম ইসলামাবাদ
সাভারসাভাউর
বরিশাল চন্দ্রদ্বীপ/বাকলা
টঙ্গী টুঙ্গী
নােয়াখালীসুধারাম/ভুলুয়া
গাজীপুরজয়দেবপুর
মহাস্থানগড় পুন্ড্রবর্ধন
সেন্টমার্টিন দ্বীপনারিকেল জিঞ্জিরা
ময়মনসিংহ নাসিরাবাদ
নিঝুম দ্বীপবাউলার চর
সােনারগাঁ
সুবর্ণগ্রাম
 লালবাগ দুর্গ
আওরঙ্গবাদ কেল্লা/দুর্গ
কুমিল্লা
ত্রিপুরা
ফরিদপুর
ফাতেহাবাদ
ফেনী
শমসেরনগর
কক্সবাজার
ফালকিং
জামালপুর
সিংহজানী
বাহাদুর শাহ পার্ক
ভিক্টোরিয়া পার্ক
গাইবান্ধা
ভবানীগঞ্জ
যশাের
খলিফাতাবাদ
ময়নামতি
রােহিতগিরি
দিনাজপুর
গন্ডােয়ানাল্যান্ড
সিলেট
জালালাবাদ/শ্রীহট্ট
রাজবাড়ী
গােয়ালন্দ
মুজিবনগর
বৈদ্যনাথতলা
শরীয়তপুর
ইন্দ্রাকপুর
কুষ্টিয়া
নদীয়া
ভােলা
শাহবাজপুর
খুলনা
জাহানাবাদ
মুন্সীগঞ্জ
বিক্রমপুর
বাগেরহাট
খলিফাবাদ
বাংলা একাডেমি
বর্ধমান হাউজ

 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !