পুঁথি সাহিত্য
- পুঁথি সাহিত্য হলাে কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত সাহিত্য।
- অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে আরবি-ফারসি শব্দ মিশ্রিত কাব্যকে ‘দোভাষী পুঁথি’ বলে ।
- ফকির গরীবুল্লাহ পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি। তার কাব্য- আমীর হামজা, ইউসুফ-জোলেখা, সােনাভান।
- পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক সৈয়দ হামজা ।
- পুঁথি সাহিত্যের অন্য কবিরা হচ্ছে- সৈয়দ হামজা, মালে মুহাম্মদ, আব্দুর রহিম।
- পুঁথি সাহিত্যের ভাষার বৈশিষ্ট্য- ইসলামী চেতনা সম্পৃক্ত।
- দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য কে বলা হয়- বটতলার পুঁথি।
- কলকাতার বটতলা নামক স্থান থেকে সস্তা পেজে ছাপা হতাে।