বাংলাদেশ বিষয়াবলী থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ ৩০+ সাধারণ জ্ঞান [পিডিএফ]

Preparation BD
By -
0

বাংলাদেশ বিষয়াবলী থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ ৩০+ সাধারণ জ্ঞান [পিডিএফ] টি নিচে দেওয়া হলো। আসা করি আপনারা যারা বিসিএস, শিক্ষক নিবন্ধন, প্রাথমিক শিক্ষক নিয়োগ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহন করবেন তাদের জন্য বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্ন ও উত্তর গুলো খুবই উপকারী হবে। 

বাংলাদেশ বিষয়াবলী থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ ৩০+ সাধারণ জ্ঞান [পিডিএফ]বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

প্রশ্ন : বখতিয়ার খিলজি বাংলা জয় করেন
উত্তর : ১২০৪ খ্রিস্টাব্দে।

প্রশ্ন : গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা
উত্তর : সমুদ্র গুপ্ত।

প্রশ্ন : আলাউদ্দীন হুসেন শাহের রাজধানী ছিল
উত্তর : একডালা ।

প্রশ্ন : শেষ মুঘল সম্রাট ছিলেন
উত্তর : দ্বিতীয় বাহাদুর শাহ।

প্রশ্ন : বাংলায় ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল
উত্তর : বাংলা ১১৭৬ সনে।

প্রশ্ন : ইন্ডিয়ান এসােসিয়েশন প্রতিষ্ঠিত হয়
উত্তর : ১৮৭৬ সালে।

প্রশ্ন : বঙ্গীয় প্রজাস্বত্ব আইন প্রবর্তন করেন
উত্তর : এ কে ফজলুল হক।

প্রশ্ন : ‘ভুলব না ভুলব না একুশে ফেব্রুয়ারি ভুলব না’-এর রচয়িতা
উত্তর : আ ন ম গাজীউল হক।

প্রশ্ন : আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়
উত্তর : ৩ জানুয়ারি ১৯৬৮।

প্রশ্ন : মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন
উত্তর : মেজর এম আবু তাহের এবং এম হামিদুল্লাহ।

প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালির নাগরিক মৃত্যুবরণ করেন তার নাম
উত্তর : ফাদার মারিও ভেরেনজি।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে মুক্তিলাভ করেন
উত্তর : ৮ জানুয়ারি ১৯৭২।

প্রশ্ন : পাকিস্তান সেনাবাহিনীর হাতে শহিদ দার্শনিকের নাম
উত্তর : গােবিন্দ চন্দ্র দেব।

প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘সংগ্রাম’-এর পরিচালক
উত্তর : চাষী নজরুল ইসলাম।

প্রশ্ন : কেন্দ্রীয় শহিদ মিনারের উদ্বোধক
উত্তর : শহিদ শফিউর রহমানের পিতা।

প্রশ্ন : মণিপুরী জাদুঘর অবস্থিত
উত্তর : কমলগঞ্জ, মৌলভীবাজার।

প্রশ্ন : ঢাকার সবচেয়ে প্রাচীন মন্দির
উত্তর : ঢাকেশ্বরী মন্দির।

প্রশ্ন : ‘সােমপুর বিহার অবস্থিত
উত্তর : নওগাঁ ।

প্রশ্ন : ‘ম্যাডােনা ৪৩’ চিত্রটি যে পটভূমিতে অঙ্কন করা হয়
উত্তর : বাংলার দুর্ভিক্ষের পটভূমিতে।

চলতি ঘটনা বাংলাদেশ বিষয়াবলী

প্রশ্ন : দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল
উত্তর : আবু মােহাম্মদ আমিন উদ্দীন।

প্রশ্ন : বাংলাদেশে করােনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়
উত্তর : ২৭ জানুয়ারি ২০২১।

প্রশ্ন : MY FATHER MY BANGLADESH গ্রন্থের রচয়িতা
উত্তর : শেখ হাসিনা।

প্রশ্ন : স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব এইচ টি ইমাম মৃত্যুবরণ করেন
উত্তর : ৪ মার্চ ২০২১।

প্রশ্ন : ১০ দিনব্যাপী মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান পালন করা হয়
উত্তর : ১৭-২৬ মার্চ ২০২১।

প্রশ্ন : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধান বাংলাদেশ সফর করেন
উত্তর : ৫ জন।

প্রশ্ন : ভারতের ‘গান্ধী শান্তি পুরস্কার ২০২০’ লাভ করেন
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন : বাংলাদেশ টেলিযােগাযােগ কোম্পানি লিমিটেডের (BTCL) নতুন চালুকৃত OTT অ্যাপ
উত্তর : আলাপ।

প্রশ্ন : ভারতের যে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চেয়ার’ চালু করবে
উত্তর : দিল্লি বিশ্ববিদ্যালয়ে।

প্রশ্ন : বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্ট মর্যাদা লাভ করে
উত্তর : ১ এপ্রিল ২০২১।

প্রশ্ন : ধান উৎপাদনে বাংলাদেশ বিশ্বে
উত্তর : তৃতীয়।

প্রশ্ন : ‘সুখ সাগর’ যে ফসলের জাত
উত্তর : পেয়াজ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !