Bcs Preparation General Knowledge International Affairs PDF is discussed in detail below. This will be a very important post for those of you who are preparing for BCS. This general knowledge is a big part of BCS preparation. Therefore, general knowledge of Bangladesh and international affairs must be prepared very well. Let’s read the article very carefully. And if you want to give a model test on International Affairs for BCS preparation then Click Here. If You Download PDF Click Here.
Here is Bcs Preparation General Knowledge International Affairs PDF
প্রশ্ন : বর্তমানে এশিয়ার স্বাধীন নগর রাষ্ট্র
উত্তর : সিঙ্গাপুর।
প্রশ্ন : পারস্যের ইতিহাসে সবচেয়ে সফল শাসক ছিলেন
উত্তর : দারিয়ুস ।
প্রশ্ন : কাতারের রাষ্ট্রীয় নাম
উত্তর : State of Qatar
প্রশ্ন : ৪৯তম উত্তর অক্ষরেখা অবস্থিত-
উত্তর : কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে।
প্রশ্ন : তুরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়
উত্তর : ১১৯১ খ্রিস্টাব্দে।
প্রশ্ন : বিখ্যাত যুদ্ধক্ষেত্র ‘ওয়াটার লু’ অবস্থিত-
উত্তর : বেলজিয়ামে।
প্রশ্ন : ফরাসি বিপ্লবের স্লোগান ছিল
উত্তর : স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।
প্রশ্ন : সামরিক জোট ন্যাটো আত্মপ্রকাশ করে
উত্তর : ৪ এপ্রিল ১৯৪৯।
প্রশ্ন : ম্যাগনাকার্টা হলাে
উত্তর : ব্রিটিশ সংবিধানের অলিখিত অংশ।
প্রশ্ন : ডেজার্ট ফক্স (Desert Fox) নামে পরিচিত
উত্তর : ফিল্ড মার্শাল রােমেল।
প্রশ্ন : লাদাখ’ অঞ্চলটি অবস্থিত
উত্তর : জম্মু-কাশ্মীর ও চীনের মধ্যবর্তী জায়গায়।
প্রশ্ন : ইরানে ইসলামি বিপ্লবের নেতা ছিলেন
উত্তর : আয়াতুল্লাহ রুহুল্লাহ খােমেনী।
প্রশ্ন : প্যারাডাইস পেপার কেলেঙ্কারি প্রকাশ পায়
উত্তর : ৫ নভেম্বর ২০১৭।
প্রশ্ন : আরব তথা মুসলিম বিশ্বের প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ ফুটবল আয়ােজন করবে
উত্তর : কাতার।
প্রশ্ন : মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়-
উত্তর : ১৬ সেপ্টেম্বর ১৯৮৭।
প্রশ্ন : কার্টাগেনা প্রটোকল হলাে
উত্তর : জৈব নিরাপত্তাবিষয়ক প্রটোকল ।
প্রশ্ন : এসিড বৃষ্টি হয় বাতাসে
উত্তর : সালফার ডাই-অক্সাইডের আধিক্যে।
প্রশ্ন : জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা
উত্তর : IPCC।
প্রশ্ন : ‘সবুজ নােবেল খ্যাত গােল্ডম্যান পরিবেশ পুরস্কার ২০২০ লাভ করেন
উত্তর : নেমেমান্তে নেনকুইমাে; ইকুয়েডর।
প্রশ্ন : জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক ছিলেন
উত্তর : মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
প্রশ্ন : জাতিসংঘ দিবস পালিত হয়
উত্তর : ২৪ অক্টোবর।
প্রশ্ন : IMF কার্যক্রম শুরু করে
উত্তর : ১ মার্চ ১৯৪৭।
প্রশ্ন : ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব ছিলেন
উত্তর : উ থান্ট।
প্রশ্ন : OPCW নােবেল শান্তি পুরস্কার লাভ করে
উত্তর : ২০১৩ সালে।
প্রশ্ন : রােহিঙ্গা ইস্যুতে মধ্যস্থতা করছে কোন সংস্থা
উত্তর : UNHCR।
প্রশ্ন : বাংলাদেশে IsDB’র কার্যক্রম শুরু হয়
উত্তর : ১৯৮৩ সালে।
প্রশ্ন : Forbes-এর ২০২০ সালের তালিকা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে প্রভাশালী নারী
উত্তর : জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।
প্রশ্ন : মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে জো বাইডেন ইলেকটোরাল ভােট পেয়েছেন
উত্তর : ৩০৬টি।
প্রশ্ন : করােনা প্রতিরােধের জন্য ২৭ ডিসেম্বর ২০২০ কে জাতিসংঘ যে দিবস ঘােষণা করে
উত্তর : আন্তর্জাতিক মহামারি প্রস্তুতি দিবস।
প্রশ্ন : আমেরিকার ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে মনােনয়ন লাভ করেন
উত্তর : জ্যানেট ইয়েলেন।
প্রশ্ন : আজারবাইজানের বিজয় দিবস ঘােষণা করা হয়
উত্তর : ৮ নভেম্বরকে।
প্রশ্ন : ২০২০ সালের ‘গােল্ডেন ফুট’ পুরস্কার লাভ করেন
উত্তর : ক্রিস্টিয়ানাে রােনালদো।
প্রশ্ন : বর্তমানে মাউন্ট এভারেস্টের উচ্চতা
উত্তর : ৮,৮৪৮.৮৬ মিটার।
প্রশ্ন : ইতালীয় ফুটবল স্টেডিয়াম নাপােলি সান পাওলাে-এর নতুন নাম
উত্তর : ডিয়েগাে আরমান্ডে ম্যারাডােনা স্টেডিয়াম।
You Can Watch Our Video Tutorial of Bcs Preparation General Knowledge International Affairs PDF