BCS Preparation General Knowledge Bangladesh Affairs PDF is discussed in detail below. This will be a very important post for those of you who are preparing for BCS. This general knowledge is a big part of BCS preparation. Therefore, general knowledge of Bangladesh and international affairs must be prepared very well. Let’s read the article very carefully. And if you want to give a model test on Bangladesh Affairs for BCS preparation then Click Here. If You Download PDF Click Here.
Here is Bcs Preparation General Knowledge Bangladesh Affairs PDF
প্রশ্ন : বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হয়
উত্তর : ১৭৯৩ সালে।
প্রশ্ন : সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাস করেন
উত্তর : লর্ড বেন্টিঙ্ক।
প্রশ্ন : লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম
উত্তর : হান্টার কমিশন।
প্রশ্ন : বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয়
উত্তর : ১২ অক্টোবর ১৯৭২।
প্রশ্ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয়
উত্তর : ১৬ ডিসেম্বর ১৯৭২।
প্রশ্ন : চাপ সৃষ্টিকারী গােষ্ঠী দেশের যে ঘটনাপ্রবাহের উপর প্রভাব বিস্তার করে
উত্তর : রাজনৈতিক।
প্রশ্ন : বিশ্বব্যাংক ও আইএমএফ হলাে
উত্তর : আন্তর্জাতিক চাপসৃষ্টিকারী গােষ্ঠী।
প্রশ্ন : ECNEC’র বিকল্প চেয়ারম্যান
উত্তর : অর্থমন্ত্রী।
প্রশ্ন : ঢাকার ইংরেজি বানান Dacca থেকে Dhaka হয়
উত্তর : ৫ অক্টোবর ১৯৮২।
প্রশ্ন : ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০তম থানা-
উত্তর : হাতিরঝিল।
প্রশ্ন : ‘শিশুস্বর্গ ও চারুপীঠ’ প্রতিষ্ঠা করেন
উত্তর : এসএম সুলতান, নড়াইলে।
প্রশ্ন : বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে
উত্তর : ১৭ সেপ্টেম্বর ১৯৭৪।
প্রশ্ন : ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা
উত্তর : তারেক মাসুদ।
প্রশ্ন : ঢাকা আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন
উত্তর : শিল্পাচার্য জয়নুল আবেদিন (১৯৪৮ সালে)।
প্রশ্ন : ‘গণতন্ত্রের মানসপুত্র’ হিসেবে খ্যাত
উত্তর : হােসেন শহীদ সােহরাওয়ার্দী।
প্রশ্ন : বাংলাদেশ বেতার-এর সদর দপ্তর অবস্থিত
উত্তর : আগারগাঁও, ঢাকা।
প্রশ্ন : বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে
উত্তর : অস্ট্রিক জাতি থেকে।
প্রশ্ন : পাকিস্তান আমলে পূর্ব বাংলা থেকে পাকিস্তানের একমাত্র গভর্নর জেনারেল ছিলেন
উত্তর : খাজা নাজিমুদ্দীন।
প্রশ্ন : ১৭বার ভারত আক্রমণ করেন
উত্তর : সুলতান মাহমুদ।
প্রশ্ন : ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে জাতীয় পরিষদের মোট আসন সংখ্যা ছিল
উত্তর : ১৬৯টি।
প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দেশকে ভাগ করা হয়
উত্তর : ১১টি সেক্টর-ও ৬৪টি সাব-সেক্টরে।
প্রশ্ন : স্বাধীনতার ঘােষণার মাধ্যমে শেষ হয়
উত্তর : অসহযােগ আন্দোলন।
প্রশ্ন : পাট উৎপাদনে বাংলাদেশ বিশ্বে
উত্তর : দ্বিতীয় (প্রথম- ভারত)।
প্রশ্ন : বাংলাদেশে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয়
উত্তর : মৌলভীবাজার জেলায়।
প্রশ্ন : বাংলাদেশের প্রথম ইকোপার্ক অবস্থিত
উত্তর : সীতাকুণ্ড, চট্টগ্রাম।
প্রশ্ন : বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট অবস্থিত
উত্তর : ময়মনসিংহ।
প্রশ্ন : বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী, জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলােমিটারে
উত্তর : ১,১২৫ জন।
প্রশ্ন : মগ ক্ষুদ্র নৃ-গােষ্ঠীর আদি নিবাস ছিল
উত্তর : আরাকান, মিয়ানমার।
প্রশ্ন : বাংলাদেশের যে দুটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পারিবারিক কাঠামাে মাতৃতান্ত্রিক
উত্তর : খাসিয়া ও গারাে।
প্রশ্ন : ‘পাঙন’ উপজাতি বাস করে
উত্তর : মৌলভীবাজার।
প্রশ্ন : বাংলাদেশ সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি ঘােষণা করে
উত্তর : ১বছরের জন্য।
প্রশ্ন : বাংলাদেশে সবচেয়ে বেশি সিল্ক উৎপন্ন হয়
উত্তর : রাজশাহীতে।