Primary School Teacher Model Test 2023 is available here. Primary School Teacher Model Test 2023, Primary Question Model Test PDF 2023, Primary Question Model Test Bcspreparation.net PDF 2023, Primary Question Model Test career school bd PDF, Primary Question Model Test Professor PDF, Primary School Assistant Teacher Exam Question Model Test 2023, Primary Question Model Test of Newspaper 2023, Primary Assistant Teacher Exam Question And Model Test 2023, primary teacher exam model question with answer pdf, primary exam model question And answer 2023 are search option to get model test of Primary Assistant Teacher Exam Question Model Test 2023.
If You Want to Download Primary School Teacher Model Test 2023 PDF Click Below the Link
Current Affairs November 2020 MCQ কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০[PDF]
সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে ৫০০ প্রশ্ন [PDF]
১. ‘গৃহদাহ’ উপন্যাসটির রচয়িতা কে?
ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ) বুদ্ধদেব বসু
ঘ) শহীদুল্লাহ কায়সার
২. প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কোনটি ঠিক?
ক) উদ + ভিদ
খ) উৎ + ভিদ
গ) উদ্ + বিদ
ঘ) উত + ভিদ
৩. “শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে’। -বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক) অধিকরণে সপ্তমী
খ) কর্মে সপ্তমী
গ) অপাদানে পঞ্চমী
ঘ) অধিকরণে পঞ্চমী
৪. মৌলিক শব্দ কোনটি?
ক) গােলাপ
খ) গৌরব
গ) নেয়ে
ঘ) শীতল
৫. “I have to do it’ Tips Passive form Room
ক) It has to be done to me.
খ) Let it be done by me.
গ) It is to be done by me.
ঘ) It has to be done by me.
৬. The mother said to her son, May you pass the examination.’ বাক্যের indirect speech হচ্ছে—
ক) The mother wished her son that he might pass the examination.
খ) The mother said to her son that he might pass the examination.
গ) The mother wished that her son might pass the examination.
ঘ) The mother wished her son that he may pass the examination.
৭. I am convinced – the necessity of prudence. – বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে—
ক) with
খ) on
গ) in
ঘ) of
৮. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক) He acted coward manner
খ) He acted in coward manner.
গ) He acted in a cowardly manner.
ঘ) He acted in cowardly.
৯. He tried all plans. বাক্যটির Negative form হবে—
ক) He does not try all plans.
খ) He does not try all plan.
গ) He did not try all plans.
ঘ) He left no plan untried.
১০. ৩, ৪, ৭, ১১, ১৮, ২৯, …. ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
ক) ৪০
খ) ৪৭
গ) ৫৫
ঘ) ৬০
১১. ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাসমূহের যােগফল কত?
ক) ৪৯৯৯
খ) ৪৯৫০
গ) ৫০৫০
ঘ) ৫৫০১
১২. a-3 = 5 3 হলে, a2+ ই = কত?
ক) 603
খ) 60
গ) 7003
ঘ) 77
১৩. 2×2 – 5x -7 এর উৎপাদক
ক) (2x+ 7) (x -1)
খ) (x-1) (2x-7)
গ) (2x -1) (x + 7)
ঘ) (2x-7) (x+1)
১৪. সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৬ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল হবে—
ক) ৮৩ বর্গমিটার
খ) ৯৩ বর্গমিটার
গ) ২৩ বর্গমিটার
ঘ) ১৬ বর্গমিটার
১৫. ৪০ গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোলে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৩ ঃ ১। এতে আর কত গ্যালন অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৫:২ হবে?
ক) ১ গ্যালন
খ) ২ গ্যালন
গ) ৩ গ্যালন
ঘ) ৪ গ্যালন
১৬. যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে কোন প্রণালি?
ক) ডােভার
খ) পক
গ) বেরিং
ঘ) ব্রিাল্টার
১৭. IMF’র সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক) ওয়াশিংটন ডিসি
খ) নিউইয়র্ক
গ) জেনেভা
ঘ) লন্ডন
১৮. ‘কবর’ কবিতায় দাদু কোন হাটে তরমুজ বিক্রি করতেন?
ক) গজনীর হাটে
খ) শাপলার হাটে
গ) উজানতলীর হাটে
ঘ) মেঘনার হাটে
১৯. শত্রুকে দমন করে যে এক কথায় প্রকাশ করুন—
ক) শত্রুঘ্ন
খ) অরিন্দম
গ) শক্ৰহন্তা
ঘ) কৃতজ্ঞ
২০. বাংলা ভাষার ইতিবৃত্ত’ গ্রন্থের রচয়িতা কে?
ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ) দীনেশচন্দ্র সেন
গ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ঘ) সুকুমার সেন
২১. প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে?
ক) আলাওল
খ) সৈয়দ সুলতান
গ) শাহ মুহম্মদ সগীর
ঘ) মুহম্মদ খান
২২. Complete the unfinished simile by choosing the right word: ‘as cunning as a
ক) lamb
খ) fox
গ) lark
ঘ) horse
২৩. A = {x Nxa>৪, x < 30} হলে, x এর সঠিক মান কত?
ক) 4
খ) 3
গ) 2
ঘ) 5
২৪. একজন বিক্রেতা ১০টি কমলা যে দামে কেনে, ৮টি কমলা সেই দামে বিক্রি করে। তার শতকরা কত লাভ হয়?
ক) ২৫%
খ) ২০%
গ) ১০%
ঘ) ৩০%
২৫. একটি ১৩ মিটার লম্বা মই একটি দেয়ালে হেলান দিয়ে রাখা হয়েছে। মইটির এক প্রান্ত দেয়াল থেকে ৫ মিটার দূরে ভূমি স্পর্শ করেছে। মইটির অন্য প্রান্ত ভূমি থেকে কত উচ্চতায় দেয়াল স্পর্শ করেছে?
ক) ২০ মিটার
খ) ১৮ মিটার
গ) ১৫ মিটার
ঘ) ১২ মিটার
২৬. মূল্য সংযােজন কর (মূসক) বাংলাদেশে কখন থেকে চালু হয়?
ক) ১ জুলাই ১৯৯১
খ) ১ জুলাই ১৯৯২
গ) ১ জুলাই ১৯৯৩
ঘ) ১ জুলাই ১৯৯৪
২৭. পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে?
ক) চাদপুর
খ) সিরাজগঞ্জ
গ) গোয়ালন্দ
ঘ) ভোলা
২৮. শান্তির জন্য প্রথম কোন মহিলা নােবেল পুরস্কার পান?
ক) অং সান সু চি
খ) ইন্দিরা গান্ধী
গ) মাদার তেরেসা
ঘ) শিরিন এবাদি
২৯. কোন ভিটামিনের অভাবে মুখে ও জিহ্বায় ঘা হয়?
ক) ভিটামিন B2
খ) ভিটামিন C
গ) ভিটামিন E
ঘ) ভিটামিন D
৩০. ল্যুভর মিউজিয়াম কোন দেশে অবস্থিত?
ক) যুক্তরাজ্য
খ) যুক্তরাষ্ট্র
গ) রাশিয়া
ঘ) ফ্রান্স
৩১. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযােগ্য ঐতিহাসিক নিদর্শন কোনটি?
ক) শ্রীকৃষ্ণকীর্তন
খ) চর্যাপদ
গ) মনসামঙ্গল
ঘ) বৈষ্ণব পদাবলী
৩২. সকল দেশের রানী সে যে-আমার জন্মভূমি চরণটি কোন কবির রচনা?
ক) কাজী নজরুল ইসলাম
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) দ্বিজেন্দ্রলাল রায়
ঘ) মধুসূদন দত্ত
৩৩. At a stretch means
ক) irregularly
খ) without break
গ) decaying
ঘ) long way
৩৪. Which word is in Feminine gender?
ক) Nun
খ) Friar
গ) Hart
ঘ) Colt
৩৫. তিনজন লােকের ওজনের গড় ৫৩ কেজি। এদের কারাে ওজন ৫১ কেজির কম নয়। এদের একজনের সর্বোচ্চ ওজন হবে—
ক) ৫৩ কেজি
ক) ৫৫ কেজি
গ) ৫৭ কেজি
ঘ) ৫৯ কেজি
৩৬. একটি খুঁটির ও অংশ কালাে এবং বাকী অংশ সাদা।খুঁটিটির কালাে এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য ৬ মিটার হলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত?
ক) ৯ মিটার
খ) ২৮ মিটার
গ) ৬ মিটার।
ঘ) ১২ মিটার
৩৭. কোনাে আসল ২০ বছরে সুদে-মূলে দ্বিগুণ হলে কত বছরে সুদে-মূলে তিনগুণ হবে?
ক) ৩০ বছরে
খ) ২৫ বছরে
গ) ৪০ বছরে
ঘ) ৬০ বছরে
৩৮. ala-P কে দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে?
ক) a2 – b2
খ) a2 + b2
গ) a + a2b + ab2
ঘ) a2 + ab + b2
৩৯. একটি ট্রেন ঘণ্টায় ৬০ কিমি বেগে চলে। ১০০মিটার যেতে ট্রেনটির কত সময় লাগবে?
ক) ৬০ সেকেন্ড
খ) ১ সেকেন্ড
গ) ৬ সেকেন্ড
ঘ) ০.৬ সেকেন্ড
৪০. বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি?
ক) পাট
খ) তৈরি পােশাক
গ) চা
ঘ) মাছ
৪১. A Long Walk to Freedom গ্রন্থটির লেখক কে?
ক) নেলসন ম্যান্ডেলা
খ) জওহরলাল নেহেরু
গ) মহাত্মা গান্ধী
ঘ) অং সান সুচি
৪২. নিচের কোন দেশ ও রাজধানীর নাম একই?
ক) তাইওয়ান
খ) উগান্ডা
গ) জিবুতি
ঘ) কোস্টারিকা
৪৩. ‘ক্ষীয়মাণ’-এর বিপরীত শব্দ কী?
ক) বৃহৎ
খ) বর্ধিষ্ণু
গ) বর্ধমান
ঘ) বৃদ্ধিপ্রাপ্ত
৪৪. প্রাতরাশ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) প্রাতঃ + আস
খ) প্রাতঃ + রাশ
গ) প্রাতঃ + আশ
ঘ) প্রাত + রাশ
৪৫. কোন বানানটি শুদ্ধ?
ক) মুহুর্মুহু
খ) মূহুর্মুহু
গ) মূহুর্মুহু
ঘ) মূহহু
৪৬. ‘নামাজ’ ও ‘রােজা’ শব্দ দুটি বাংলা ভাষায় এসেছে কোন ভাষা থেকে?
ক) ফারসি
খ) ফরাসি
গ) আরবি
ঘ) গুজরাটি
৪৭. The antonym of Hostile is
ক) Friendly
খ) Cruel
গ) Dangerous
ঘ) Alarming
৪৮. Which one is singular?
ক) Thanks
খ) Complements
গ) News
ঘ) Scissors
৪৯. Choose the correct spelling
ক) Supercilious
খ) Supercelious
গ) Supercillious
ঘ) Supercileous
৫০. The ship was scuttled বাক্যটির অর্থ হলাে
ক) জাহাজটি মেরামত করা হলাে
খ) জাহাজটিতে আগুন লাগানাে হলাে
গ) জাহাজটি ডুবানাে হলাে
ঘ) জাহাজটিতে বােমা নিক্ষেপ করা হলাে
৫১. দুটি সংখ্যার গুণফল ১৩৭৬। সংখ্যা দুটির ল,সা,গু ৮৬ হলে গ.সা.গু. কত?
ক) ১৬
খ) ১৮
গ) ২২
ঘ) ২৪
৫২. পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৮৪ বছর।দশ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ৫ : ৩ থাকলে, ১০ বছর পর এ অনুপাত কি হবে?
ক) ৩১ : ১৬
খ) ১৫ : ১১
গ) ১৬ : ১৩
ঘ) ২৫ : ১৮
৫৩. সার্বিক সেট U = {1,2,3,4, 5, 6}, A = {1, 3, 5}, B = {3, 5, 6} হলে AoB কত হবে?
ক) {1, 2, 4}
খ) {2, 4}
গ) {2, 3, 5}
ঘ) {2, 4, 6}
৫৪. ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এর ZA +ZC = 18 এবং ZB= 80 ZD = কত?
ক) 90°
খ) 95°
গ) 85°
ঘ) 100°
৫৫. সর্বশেষ কোন দেশ হাইপারসনিক যুগে প্রবেশ করে?
ক) ভারত
খ) যুক্তরাষ্ট্র
গ) রাশিয়া
ঘ) পাকিস্তান
৫৬. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
ক) চট্টগ্রামে
খ) বগুড়ায়
গ) সােনারগাঁয়ে
ঘ) রাঙ্গামাটিতে
৫৭. তাসখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
ক) ৬ সেপ্টেম্বর ১৯৬৫
খ) ১০ ডিসেম্বর ১৯৬৫
গ) ১০ জানুয়ারি ১৯৬৬
ঘ) ৩০ জানুয়ারি ১৯৬৬
৫৮. কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলে—
ক) অক্টাল
খ) দশমিক
গ) হেক্সাডেসিমেল
ঘ) বাইনারি
৫৯. ঈ-প্রত্যয় যােগে লিঙ্গান্তর করা হয়েছে কোনটি?
ক) জেলেনী
খ) অনাথিনী
গ) ছাত্রী
ঘ) মেছােনী
৬০. জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ কিসের পরিচায়ক?
ক) স্বদেশপ্রীতি ও নিসর্গময়তা
খ) জীবনবােধ ও সজীবতা
গ) অপরাজেয় যৌবনের উদ্দামতা
ঘ) সংস্কৃতি ও ঐতিহ্য চেতনা
৬১. ‘Deformed’ শব্দটির Synonym হচ্ছে—
ক) Crippled
খ) Beautiful
গ) Determined
ঘ) Handsome
৬২. If we had a boat, we – the river. বাক্যের শূন্যস্থানে যে সঠিক শব্দ বসবে—
ক) would cross
খ) will cross
গ) will be crossing
ঘ) would make crossed
৬৩. Mother loves me. Here ‘loves’ is an example of
ক) Transitive verb
খ) Intransitive verb
গ) Simple verb
ঘ) Auxiliary verb
৬৪. দুই বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের ১৪ গুণ। যদি ২ বছর পরে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে ২৬ বছর বেশি হয়, তবে বাবা ও তার পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত হবে?
ক) ১৫ : ২
খ) ৪ : ১
গ) ৬ : ৩
ঘ) ৮ : ৪
৬৫. বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত জন সদস্যের উপস্থিতিতে?
ক) ৫০ জন
খ) ৬০ জন
গ) ৬৫ জন
ঘ) ৭০ জন
৬৬. বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে টানা হয়, কারণ—
ক) টান করে তার লাগানাে সম্ভব নয়
খ) বেশি টানে পিলার হেলে যেতে পারে
গ) শীতকালে ঠাণ্ডায় তার সংকুচিত হয়
ঘ) উপরের সবগুলােই ঠিক
৬৭. বাংলাদেশে কখন সর্বপ্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়?
ক) ১৯৫২ সালে
খ) ১৯৫৩ সালে
গ) ১৯৫৪ সালে
ঘ) ১৯৫৫ সালে
৬৮. উপমহাদেশে প্রথম স্বাধীনতা সগ্রাম কবে সংঘটিত হয়?
ক) ১৮৫৭ সালে
খ) ১৭৫৭ সালে
গ) ১৯৪৭ সালে
ঘ) ১৮৪৭ সালে
৬৯. বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন কোন দেশের?
ক) ইসরাইল
খ) ভারত
গ) যুক্তরাজ্য
ঘ) শ্রীলংকা
৭০. ‘ড়’ ও ‘ঢ়’ উচ্চারণের দিক থেকে কোন প্রকারের ধ্বনি?
ক) তাড়নজাত ধ্বনি
খ) শিষ ধ্বনি।
গ) কম্পনজাত ধ্বনি
ঘ) অল্পপ্রাণ ধ্বনি
৭১. ‘প্রত্যুষ’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) প্রত্য + উষ
খ) প্রত্য + উষ
গ) প্রতি + উষ
ঘ) প্রতি + উষ
৭২. গঠনগতভাবে শব্দসমূহ কয়ভাগে বিভক্ত?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
৭৩. He learnt the poem-heart.
ক) with
খ) in
গ) by
ঘ) at
৭৪. Macbeth is a
ক) play
খ) novel
গ) an essay
ঘ) poem
৭৫. John Keats is primarily a poet of –
ক) Beauty
খ) Nature
গ) Love
ঘ) Revolutions
৭৬. কোন প্রণালিতে দ্রবণীয় কঠিন দ্রব্য ফেরত পাওয়া যায়?
ক ছাকন
খ) আস্রাবণ
গ) থিতান।
ঘ) বাষ্পীকরণ
৭৭. বায়ুর একটি বৃহৎ উপাদান
ক) নাইট্রোজেন
খ) অক্সিজেন
গ) হিলিয়াম
ঘ) কার্বন ডাই-অক্সাইড
৭৮. প্রাচীন বাংলার শেষ রাজা কে ছিলেন?
ক) বল্লাল সেন
খ) হেমন্ত সেন
গ) লক্ষ্মণ সেন
ঘ) কেশব সেন
৭৯. বাংলাদেশ প্রথম কোন দেশের সাথে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (PTA) করে?
ক) নেপাল
খ) ভুটান
গ) যুক্তরাষ্ট্র
ঘ) ভারত
৮০. বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা পৃথক?
ক) নাফ
খ) কর্ণফুলী
গ) নবগঙ্গা
ঘ) ভাগীরথী