আন্তর্জাতিক নদ-নদী বিষয়ক সাধারণ জ্ঞান

Preparation BD
By -
0

সাধারণ জ্ঞান

আন্তর্জাতিক নদ-নদী বিষয়ক সাধারণ জ্ঞান একসাথে নিচে দেওয়া হলো। প্রশ্নগুলো বিভিন্ন বিভিন্ন নির্বাচনী পরীক্ষার প্রশ্ন থেকে সংগ্রহ করা হয়েছে শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য। আসা করি পিডিএফটি ডাউনলোড করে রাখলে আপনাদের অনেক উপকারে আসবে। তো চলুন নিচের লিঙ্ক থেকে পিডিএফটি ডাউনলোড করে নেওয়া যাক।


এরকম আরো পিডিএফ পেতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। পোস্টটি শেয়ার করে আপনার সহযোগীদের পড়ার সুয়োগ করে দেন।

আন্তর্জাতিক নদ-নদী বিষয়ক সাধারণ জ্ঞান প্রশ্নগুলো পড়ে নিন


প্রশ্ন : বিশ্বের দীর্ঘতম নদী কোনটি?

উত্তর : নীলনদ।


প্রশ্ন : নীলনদ কতটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?

উত্তর : ১১টি।


প্রশ্ন : বিশ্বের কোন নদী বিষুব রেখাকে দুবার অতিক্রম করেছে?

উত্তর : নীলনদ।


প্রশ্ন : আন্তর্জাতিক নদী বলা হয় কোন নদীকে?

উত্তর : দানিয়ুব নদীকে।


প্রশ্ন : দানিয়ুব নদী কতটি দেশকে অতিক্রম করেছে?

উত্তর : ১০টি।


প্রশ্ন : দানিয়ুব নদীর দৈর্ঘ্য কত?

উত্তর : ২৮৪২ কিমি।


প্রশ্ন : বিশ্বের ২য় বৃহত্তম নদী কোনটি?

উত্তর : আমাজান।


প্রশ্ন : বিশ্বের ক্ষুদ্রতম নদী কোনটি?

উত্তর : ডি রিভার।


প্রশ্ন : দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি?

উত্তর : আমাজান।


প্রশ্ন : বিশ্বের গভীরতম নদীর নাম কি?

উত্তর : কঙ্গো।


প্রশ্ন : এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী কোনটি?

উত্তর : ইয়াংসিকিয়াং।


প্রশ্ন : উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি?

উত্তর : ম্যাকেঞ্জি।


প্রশ্ন : ইউরোপের দীর্ঘতম নদী কোনটি?

উত্তর : ভলগা।


প্রশ্ন : আফ্রিকার দীর্ঘতম নদীর নাম কি?

উত্তর : নীলনদ।


প্রশ্ন : কোন নদী দিয়ে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়?

উত্তর : আমাজান নদী।


প্রশ্ন : আমাজান নদীর কয়টি উপনদী আছে?

উত্তর : ২০টি।


প্রশ্ন : অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় নদীর নাম কি?

উত্তর : মারে ডার্লিং।


প্রশ্ন : মিসিসিপি নদী কোন দেশে অবস্থিত?

উত্তর : যুক্তরাষ্ট্রে।


প্রশ্ন : সিন্ধু নদ কোথায় অবস্থিত?

উত্তর : পাকিস্তানে।


প্রশ্ন : টেমস নদীর দৈর্ঘ্য কত?

উত্তর : ৫৪৪ কিমি।


প্রশ্ন : মেকং নদী কোথায় অবস্থিত?

উত্তর : ইন্দোচীন।


প্রশ্ন : হুগলী ও ভাগীরথী কোন নদীর শাখা নদী?

উত্তর : গঙ্গা।


প্রশ্ন : ইউফ্রেটিস নদীর উৎপত্তি কোন দেশে?

উত্তর : তুরস্ক।


প্রশ্ন : নদীর পানি প্রবাহের পরিমাপের এককে কি বলে?

উত্তর : কিউসেক।


প্রশ্ন : পৃথিবীর কোন নদীতে মাছ হয় না?

উত্তর : জর্ডান।


প্রশ্ন : চীনের দু:খ নামে পরিচিত?

উত্তর : হোয়াংহো নদী।


প্রশ্ন : কোন নদীটি সরাসরি আরব সাগরে পতিত হয়েছে?

উত্তর : সিন্ধু।


প্রশ্ন : লা-প্লাটা নদীর মোহনায় অবস্থিত কোন শহর?

উত্তর : মন্টিভিডিও।


প্রশ্ন : পশ্চিম তীর কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর : জর্ডান।


প্রশ্ন : টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর পূর্ব নাম কি?

উত্তর : দজলা ও ফোরাত। 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !