Primary Exam Preparation General Knowledge International Affairs
প্রাথমিক নিয়োগ পরীক্ষা প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
প্রশ্ন : ‘খান ইউনূস সীমান্ত’ অবস্থিত
উত্তর : ফিলিস্তিন-ইসরায়েল সীমান্তে।
প্রশ্ন : ইউনেস্কো ঘােষিত প্রথম বিশ্ব স্থাপত্য রাজধানী
উত্তর : রিওডি জেনিরাে, ব্রাজিল (২০২০ সালের জন্য)।
প্রশ্ন : মুদ্রাস্ফীতিতে শীর্ষ দেশ
উত্তর : ভেনিজুয়েলা।
প্রশ্ন : ফেসবুকের ডিজিটাল মুদ্রার নাম
উত্তর : লিব্রা।
প্রশ্ন : বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ
উত্তর : তুরস্ক।
প্রশ্ন : ‘যুক্তরাষ্ট্রের আল আসাদ বিমান ঘাঁটি’ ও ‘ইরবিল বিমান ঘাটি’ অবস্থিত
উত্তর : ইরাকে।
প্রশ্ন : ৩৩তম আফ্রিকান ইউনিয়ন (AU) সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়
উত্তর : আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
প্রশ্ন : জার্মানি ছাড়া প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে
উত্তর : অস্ট্রিয়ার।
প্রশ্ন : দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয়
উত্তর : নিউজিল্যান্ডকে।
প্রশ্ন : পাতাগােনিয়া মালভূমি অবস্থিত
উত্তর : আর্জেন্টিনা।
প্রশ্ন : ব্রাজিলের পতাকায় তারকা সংখ্যা
উত্তর : ২৭টি।
প্রশ্ন : ‘পার্ল অব অ্যান্টিলিজ’ নামে পরিচিত
উত্তর : কিউবা।
প্রশ্ন : গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্ব নাম
উত্তর : জায়ারে।
প্রশ্ন : জাপান ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে
উত্তর : কোরিয়া প্রণালি।
প্রশ্ন : জাপান দক্ষিণ কোরিয়া দখল করে নেয়
উত্তর : ১৯০৫ সালে।
প্রশ্ন : যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যকার বিরােধপূর্ণ ভূখণ্ডটির নাম
উত্তর : গুয়ানতানামাে বে।
প্রশ্ন : বাংলাদেশ ইন্টারপােলের সদস্যপদ লাভ করে
উত্তর : ১৪ অক্টোবর ১৯৭৬।
প্রশ্ন : ইসরাইলের গােয়েন্দা সংস্থার নাম
উত্তর : মােসাদ।
প্রশ্ন : অস্ত্র বাণিজ্য চুক্তি প্রথম স্বাক্ষর করে
উত্তর : আর্জেন্টিনা।
প্রশ্ন : আন্তর্জাতিক শিশু অধিকার সনদ গৃহীত হয়
উত্তর : ১৯৮৯ সালে।
প্রশ্ন : বসনিয়া যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী
উত্তর : জিমি কার্টার।
প্রশ্ন : যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্বাধীনতা চুক্তি
উত্তর : প্রথম ভার্সাই চুক্তি।
প্রশ্ন : জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়
উত্তর : বেলগ্রেডে।
প্রশ্ন : জাতিসংঘের উদ্যোগে প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়
উত্তর : রিও ডি জেনিরােতে।
প্রশ্ন : প্রথম বিশ্ব মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত হয় –
উত্তর : ভিয়েনায়
প্রশ্ন : IUCN-এর সদর দপ্তর
উত্তর : গ্ল্যান্ড, সুইজারল্যান্ড।
প্রশ্ন : গ্রিন পিসের আঞ্চলিক অফিস আছে
উত্তর : ৪১টি দেশে।
প্রশ্ন : একই ধরনের জলবায়ু, মাটি, উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্য সম্পন্ন বৃহৎ ও পৃথকযােগ্য ইকোসিস্টেমকে বলে
উত্তর : বায়ােম
প্রশ্ন : কিয়ােটো চুক্তির গুরুত্বের বিষয় ছিল
উত্তর : বিশ্ব উষ্ণতাহ্সর।
প্রশ্ন : বিশ্বে কার্বন নিঃসরণে শীর্ষ দেশ
উত্তর : চীন।
প্রশ্ন : ওজোন স্তরে সবচেয়ে বেশি ক্ষতি করে
উত্তর : CFC।
প্রশ্ন : বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী
উত্তর : কার্বন মনাে-অক্সাইড।
প্রশ্ন : গ্রিন হাউজ ইফেক্টের জন্য দায়ী
উত্তর : বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইড।
প্রশ্ন : পারমাণবিক বর্জ্য ফেলার জন্য ভূগর্ভস্থ স্থায়ী স্থানটি অবস্থিত
উত্তর : স্টকহােমের নিকট।
প্রশ্ন : ভৌগােলিক অবস্থিতির জন্য বাংলাদেশ পরিচিত
উত্তর : প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হিসাবে।
প্রশ্ন : জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের সদর দপ্তর অবস্থিত
উত্তর : জেনেভা।
প্রশ্ন : নারী উন্নয়ন ত্বরান্বিত করার জন্য জাতিসংঘ CEDAW ঘােষণা করে
উত্তর : ১৮ ডিসেম্বর ১৯৭৯।
প্রশ্ন : আরব লীগ বহির্ভূত মধ্যপ্রচ্যের দেশ
উত্তর : ইরান।
প্রশ্ন : উড়ন্ত চক্ষু হাসপাতাল ‘অরবিস’ প্রথম বাংলাদেশে আসে
উত্তর : ১৯৮৫ সালে।
প্রশ্ন : HDI ধারণাটি উদ্ভাবন করে
উত্তর : ইউএনডিপি।
প্রশ্ন : বাংলাদেশ ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে
উত্তর : ১৯৭৪ সালে।
প্রশ্ন : ব্রিটিশ শাসনাধীন না হয়েও কমনওয়েলথ এর সদস্য রাষ্ট্র
উত্তর : রুয়ান্ডা ও মােজাম্বিক।
প্রশ্ন : যুক্তরাজ্যের বেশির ভাগ জনগণ ইউরােপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে ভােট প্রদান করে
উত্তর : ২৩ জুন ২০১৬।
- Primary Assistant Teacher Exam Preparation Bangladesh Affairs 1st Part
- Current affairs October 2020 কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০
- Current Affairs August 2020 কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২০ [PDF]
- Current Affairs August 2020 MCQ কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২০ [PDF]
- Current Affairs September 2020 MCQ কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর ২০২০ [PDF]
- Current Affairs September 2020 কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর ২০২০ [PDF]
- Current Affairs October 2020 MCQ কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০ [PDF]
- Current Affairs November 2020 কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০ [PDF]
- Current Affairs November 2020 কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০
- Current Affairs November 2020 MCQ [PDF] কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০
প্রশ্ন : ‘খান ইউনূস সীমান্ত’ অবস্থিত
উত্তর : ফিলিস্তিন-ইসরায়েল সীমান্তে।
প্রশ্ন : ইউনেস্কো ঘােষিত প্রথম বিশ্ব স্থাপত্য রাজধানী
উত্তর : রিওডি জেনিরাে, ব্রাজিল (২০২০ সালের জন্য)।
প্রশ্ন : মুদ্রাস্ফীতিতে শীর্ষ দেশ
উত্তর : ভেনিজুয়েলা।
প্রশ্ন : ফেসবুকের ডিজিটাল মুদ্রার নাম
উত্তর : লিব্রা।
প্রশ্ন : বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ
উত্তর : তুরস্ক।
প্রশ্ন : ‘যুক্তরাষ্ট্রের আল আসাদ বিমান ঘাঁটি’ ও ‘ইরবিল বিমান ঘাটি’ অবস্থিত
উত্তর : ইরাকে।
প্রশ্ন : ৩৩তম আফ্রিকান ইউনিয়ন (AU) সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়
উত্তর : আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
প্রশ্ন : জার্মানি ছাড়া প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে
উত্তর : অস্ট্রিয়ার।
প্রশ্ন : দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয়
উত্তর : নিউজিল্যান্ডকে।
প্রশ্ন : পাতাগােনিয়া মালভূমি অবস্থিত
উত্তর : আর্জেন্টিনা।
প্রশ্ন : ব্রাজিলের পতাকায় তারকা সংখ্যা
উত্তর : ২৭টি।
প্রশ্ন : ‘পার্ল অব অ্যান্টিলিজ’ নামে পরিচিত
উত্তর : কিউবা।
প্রশ্ন : গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্ব নাম
উত্তর : জায়ারে।
প্রশ্ন : জাপান ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে
উত্তর : কোরিয়া প্রণালি।
প্রশ্ন : জাপান দক্ষিণ কোরিয়া দখল করে নেয়
উত্তর : ১৯০৫ সালে।
প্রশ্ন : যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যকার বিরােধপূর্ণ ভূখণ্ডটির নাম
উত্তর : গুয়ানতানামাে বে।
প্রশ্ন : বাংলাদেশ ইন্টারপােলের সদস্যপদ লাভ করে
উত্তর : ১৪ অক্টোবর ১৯৭৬।
প্রশ্ন : ইসরাইলের গােয়েন্দা সংস্থার নাম
উত্তর : মােসাদ।
প্রশ্ন : অস্ত্র বাণিজ্য চুক্তি প্রথম স্বাক্ষর করে
উত্তর : আর্জেন্টিনা।
প্রশ্ন : আন্তর্জাতিক শিশু অধিকার সনদ গৃহীত হয়
উত্তর : ১৯৮৯ সালে।
প্রশ্ন : বসনিয়া যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী
উত্তর : জিমি কার্টার।
প্রশ্ন : যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্বাধীনতা চুক্তি
উত্তর : প্রথম ভার্সাই চুক্তি।
প্রশ্ন : জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়
উত্তর : বেলগ্রেডে।
প্রশ্ন : জাতিসংঘের উদ্যোগে প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়
উত্তর : রিও ডি জেনিরােতে।
প্রশ্ন : প্রথম বিশ্ব মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত হয় –
উত্তর : ভিয়েনায়
প্রশ্ন : IUCN-এর সদর দপ্তর
উত্তর : গ্ল্যান্ড, সুইজারল্যান্ড।
প্রশ্ন : গ্রিন পিসের আঞ্চলিক অফিস আছে
উত্তর : ৪১টি দেশে।
প্রশ্ন : একই ধরনের জলবায়ু, মাটি, উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্য সম্পন্ন বৃহৎ ও পৃথকযােগ্য ইকোসিস্টেমকে বলে
উত্তর : বায়ােম
প্রশ্ন : কিয়ােটো চুক্তির গুরুত্বের বিষয় ছিল
উত্তর : বিশ্ব উষ্ণতাহ্সর।
প্রশ্ন : বিশ্বে কার্বন নিঃসরণে শীর্ষ দেশ
উত্তর : চীন।
প্রশ্ন : ওজোন স্তরে সবচেয়ে বেশি ক্ষতি করে
উত্তর : CFC।
প্রশ্ন : বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী
উত্তর : কার্বন মনাে-অক্সাইড।
প্রশ্ন : গ্রিন হাউজ ইফেক্টের জন্য দায়ী
উত্তর : বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইড।
প্রশ্ন : পারমাণবিক বর্জ্য ফেলার জন্য ভূগর্ভস্থ স্থায়ী স্থানটি অবস্থিত
উত্তর : স্টকহােমের নিকট।
প্রশ্ন : ভৌগােলিক অবস্থিতির জন্য বাংলাদেশ পরিচিত
উত্তর : প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হিসাবে।
প্রশ্ন : জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের সদর দপ্তর অবস্থিত
উত্তর : জেনেভা।
প্রশ্ন : নারী উন্নয়ন ত্বরান্বিত করার জন্য জাতিসংঘ CEDAW ঘােষণা করে
উত্তর : ১৮ ডিসেম্বর ১৯৭৯।
প্রশ্ন : আরব লীগ বহির্ভূত মধ্যপ্রচ্যের দেশ
উত্তর : ইরান।
প্রশ্ন : উড়ন্ত চক্ষু হাসপাতাল ‘অরবিস’ প্রথম বাংলাদেশে আসে
উত্তর : ১৯৮৫ সালে।
প্রশ্ন : HDI ধারণাটি উদ্ভাবন করে
উত্তর : ইউএনডিপি।
প্রশ্ন : বাংলাদেশ ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে
উত্তর : ১৯৭৪ সালে।
প্রশ্ন : ব্রিটিশ শাসনাধীন না হয়েও কমনওয়েলথ এর সদস্য রাষ্ট্র
উত্তর : রুয়ান্ডা ও মােজাম্বিক।
প্রশ্ন : যুক্তরাজ্যের বেশির ভাগ জনগণ ইউরােপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে ভােট প্রদান করে
উত্তর : ২৩ জুন ২০১৬।