Current Affairs bd November 2020 কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০

Preparation BD
By -
0

Current Affairs bd November 2020 কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০

Current Affairs bd November 2020 কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : ৮ অক্টোবর ২০২০ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ (মজুদ) কত হয়?
উত্তর : ৪০ বিলিয়ন ডলার বা ৪,০০০ কোটি মার্কিন ডলার।

প্রশ্ন : বাংলাদেশে নিযুক্ত ভারতের ১৭তম হাইকমিশনার কে?
উত্তর : বিক্রম দোরাই স্বামী।

প্রশ্ন : চিংড়ি উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তর : সাতক্ষীরা।

প্রশ্ন : ইলিশ মাছ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তর : ভোলা।

প্রশ্ন : বিইউ লাউ-২ ও বিইউ পেঁপে-১ জাত দুটির উদ্ভাবক কোন বিশ্ববিদ্যালয়?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)।

প্রশ্ন : জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কতটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রণয়ন ও প্রকাশ করেছে?
উত্তর : ৫টি। নৃ-গোষ্ঠীগুলো হলো- চাকমা, মারমা, ত্রিপুরা (ককবরক), গারো ও ওঁরাও (সাদরি)।

প্রশ্ন : বর্তমানে দেশে বেসরকারি ডেন্টাল কলেজ কতটি?
উত্তর : ২৬টি (সূত্র : মন্ত্রিপরিষদ সচিব: ২৮ সেপ্টেম্বর ২০২০।]

প্রশ্ন : ডলফিন রক্ষায় বাংলাদেশ সরকার কয়টি অভয়ারণ্য ঘোষণা করে?
উত্তর : ৯টি। সর্বশেষ তিনটি হলো- খুলনার পানখালী, শিবসা ও ভদ্রা।

প্রশ্ন : আর্সেনিকোসিস (Arsenicosis) আক্রান্ত রোগী কাদের বলা হয়?
উত্তর : যাদের শরীরে আর্সেনিকের বিষক্রিয়া ধরা পড়ে।

আরো পড়ুন : Current affairs October 2020 কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০

প্রশ্ন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসবে কবে?
উত্তর : ৮ নভেম্বর ২০২০।

প্রশ্ন : চায়ের তৃতীয় নিলাম কেন্দ্র হচ্ছে কোথায়?
উত্তর : পঞ্চগড়।

প্রশ্ন : কোনো রকম প্লাস্টিকের উপাদান ছাড়াই প্লাস্টিকের মতো পাটের তৈরি শতভাগ পরিবেশবান্ধব সোনালি ব্যাগের উদ্ভাবক কে?
উত্তর : বিজ্ঞানী মোবারক আহমদ খান।

প্রশ্ন : ক্যকপ্রাং ঝরনা কোথায় অবস্থিত?
উত্তর : রাইখালী, কাপ্তাই, রাঙামাটি। মারমা ভাষায় ‘ক্যকপ্রাং’ শব্দের অর্থ ‘পাথরের এলাকা’ বা ‘পাথরের চাঁই’।

প্রশ্ন : দেশে মোট ফসলি জমির পরিমাণ কত?
উত্তর : ১,৫৪,৮৮,২৫৯ হেক্টর।

প্রশ্ন : সংরক্ষিত, বিজ্ঞপ্তিত, রক্ষিত, অর্জিত বা অর্পিত ও অশ্রেণিভুক্ত মিলিয়ে দেশে মোট বনভূমির পরিমাণ কত?
উত্তর : ৪৬,৪৬,৭০০ একর।

প্রশ্ন : UNICEF’র বাল্যবিবাহ প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহে শীর্ষ জেলা কোনটি?
উত্তর : চাঁপাইনবাবগঞ্জ (৭৩%)।

প্রশ্ন : UNICEF’র বাল্যবিবাহ প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহ সবচেয়ে কম কোন জেলায়?
উত্তর : চট্টগ্রাম (৩৯%)।

প্রশ্ন : UNICEF’র বাল্যবিবাহ প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : অষ্টম।

প্রশ্ন : UNICEF’র বাল্যবিবাহ প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : নাইজার।

প্রশ্ন : EastMed Gas Forum কবে গঠিত হয়?
উত্তর : ৬ জানুয়ারি ২০২০।

প্রশ্ন : EastMed Gas Forum-এর সদর দপ্তর কোথায়?
উত্তর : কায়রো, মিসর।

প্রশ্ন : বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট কে?
উত্তর : লুইস আর্ক।

প্রশ্ন : বেলজিয়ামের নতুন প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর : আলেকজান্ডার ডি ক্রো।

প্রশ্ন : ককেশাস অঞ্চলের নাগার্নো কারাবাখ নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে?
উত্তর : আজারবাইজান ও আর্মেনিয়া।

প্রশ্ন : বিচ্ছিন্নতাবাদীরা নাগার্নো-কারাবাখ দখল করার পর কী নামে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে?
উত্তর : আর্টসখ প্রজাতন্ত্র (Republic of Artsakh)।

প্রশ্ন : আর্টসখ প্রজাতন্ত্রের রাজধানীর নাম কী?
উত্তর : স্তেপানক।

প্রশ্ন : নিউ ক্যালিডোনিয়া আবিষ্কার করেন কে?
উত্তর : ব্রিটিশ অভিযাত্রী জেমস কুক, ৪ সেপ্টেম্বর ১৭৭৪।

প্রশ্ন : ইথিওপিয়ার প্রথম ইসলামী ব্যাংকের নাম কী?
উত্তর : জমজম ব্যাংক।

প্রশ্ন : B20 (Business 20) কোন ধরনের জোট?
উত্তর : B20 হচ্ছে গ্রুপ টোয়েন্টি (জি২০) জোটের সদস্যদেশগুলোর ব্যবসায়ীদের জোট। B20-কে জি২০-এর ব্যবসায় খাতের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (CEO) এনগেজমেন্ট গ্রুপও বলা হয়।

প্রশ্ন : ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সমন্বিত কৃষি নীতির নাম কি?
উত্তর : Common Agricultural Policy (CAP)

প্রশ্ন : বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) উদ্যোগে সবার জন্য কোভিড-১৯ ভ্যাকসিনের সুষম বণ্টন নিশ্চিত করতে গঠিত জোটের নাম কী?
উত্তর : COVAX।

প্রশ্ন : সম্প্রতি কিসের দাবিতে থাইল্যান্ডে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে?
উত্তর : প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচার পদত্যাগ এবং রাজতন্ত্রের সংস্কার।

প্রশ্ন : Azadi : Freedom. Fascism. Fiction প্রবন্ধ গ্রন্থের লেখক কে?
উত্তর : ভারতীয় সাহিত্যিক অরুন্ধতী রায়।

প্রশ্ন : আরব বিশ্বের পঞ্চম দেশ হিসেবে কোন দেশ ইসরাইলের সাথে সম্পর্ক করতে যাচ্ছে?
উত্তর : সুদান।

প্রশ্ন : UPU’র ২০২০ সালের ডাক উন্নয়ন প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : সুইজারল্যান্ড।

প্রশ্ন : UPU’র ২০২০ সালের ডাক উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর : মালি।

প্রশ্ন : UPU’র ২০২০ সালের ডাক উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : ১২৮তম।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !