কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

Preparation BD
By -
0

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন : অত্যাধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে
উত্তর : ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি)।

প্রশ্ন : কম্পিউটারের আবিষ্কারক
উত্তর : হাওয়ার্ড আইকেন।

প্রশ্ন : ভূপৃষ্ঠ হতে স্যাটেলাইটে যােগাযােগ করার জন্য ব্যবহার করা হয়
উত্তর : VSAT প্রযুক্তি।

প্রশ্ন : উপাত্ত গ্রহণ ও নির্গমন বাসের নাম
উত্তর : ডেটাবেস।

প্রশ্ন : কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরি করেন
উত্তর : ড. স্টিবিজ।

প্রশ্ন : প্রাচীন ব্যাবিলনে গণনার পদ্ধতি ছিল
উত্তর : ২ ধরনের।

প্রশ্ন : বিশ্বের প্রম ওয়েব ব্রাউজার
উত্তর : মােজাইক।

প্রশ্ন : বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সেবা চালু হয়
উত্তর : ৪ জুন ১৯৯৬।

প্রশ্ন : কম্পিউটার নেটওয়ার্কের বর্তমান পরিচিতি ইন্টারনেট চালু হয়
উত্তর : ১৯৯৪ সালে।

প্রশ্ন : ১৯৯৩ সালে প্রথম আবিষ্কৃত ব্রাউজারের নাম
উত্তর : মােজাইক, আবিষ্কারক- মার্ক এডিসন।

প্রশ্ন : অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম প্রথম ব্যবহৃত হয়
উত্তর : ২০০৮ সালে।

প্রশ্ন : ক্লায়েন্টকে প্রক্রিয়াকরণের কাজে সহায়তা করতে পারে
উত্তর : সার্ভার।

প্রশ্ন : অপটিক্যাল ফাইবারে ঘটে আলাের
উত্তর : অভ্যন্তরীণ প্রতিফলন।

প্রশ্ন : ইন্টারনেট একাউন্ট গ্রহণকারীদের বলা হয়
উত্তর : নেটিজেন।

প্রশ্ন : সাধারণ ব্যবহারকারীগণ ইন্টারনেট সেবা নেয়
উত্তর : অফ লাইন সংযােগ থেকে।

প্রশ্ন : World Wide Web এর জন্য আদর্শ প্রােটোকল হলাে
উত্তর : HTTP.

প্রশ্ন : IP Address সহজে মনে রাখার জন্য ব্যবহার করা হয়
উত্তর : Domain Name.

প্রশ্ন : জাতীয় তথ্যকোষ’ উদ্বোধন করা হয়
উত্তর : ২৭ ফেব্রুয়ারি ২০১১।

প্রশ্ন : বিশ্বে প্রথম মােবাইল ব্যাংকিং চালু হয়
উত্তর : ১৯৯৭ সালে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !