সাধারণ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

Preparation BD
By -
0

সাধারণ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন : সাবান শিল্পে উপজাত হিসাবে পাওয়া যায় কোনটি ?
উত্তর : গ্লিসারিন।

প্রশ্ন : লােহাকে গ্যালভানাইজিং করতে কি ব্যবহৃত হয়?
উত্তর : দস্তা।

প্রশ্ন : সাংকেতিক আলাে তৈরিতে কি ব্যবহৃত হয় ?
উত্তর : ম্যাগনেশিয়াম।

প্রশ্ন : অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে বেশি কোথায়?
উত্তর : ভূপৃষ্ঠে।

প্রশ্ন : সবচেয়ে হালকা মৌল কোনটি?
উত্তর : হাইড্রোজেন।

প্রশ্ন : সর্বশেষ আবিষ্কৃত মৌলের নাম কি?
উত্তর : রঞ্জেনিয়াম।

প্রশ্ন : পচা ডিমের গন্ধের জন্য দায়ী কোনটি?
উত্তর : হাইড্রোজেন সালফাইড।

প্রশ্ন : সর্ববৃহৎ তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ কোনটি?
উত্তর : বেতার তরঙ্গ।

প্রশ্ন : ইউরিয়া সার থেকে উদ্ভিদ কোনটি গ্রহণ করে?
উত্তর : নাইট্রোজেন।

প্রশ্ন : সিরকা তৈরিতে কি ব্যবহৃত হয় ?
উত্তর : এসিটিক এসিড।

প্রশ্ন : ফরমালিন হলাে ফরমালডিহাইডের
উত্তর : ৪০% জলীয় দ্রবণ।

প্রশ্ন : দেহের জ্বালানিরূপে কাজ করে কোনটি?
উত্তর : কার্বোহাইড্রেট।

প্রশ্ন : মানবদেহে সর্বাধিক ফসফেট আছে কোনটিতে?
উত্তর : অস্থিতে।

প্রশ্ন : দ্বিপদ নামকরণের জনক বলা হয় কাকে?
উত্তর : ক্যারােলাস লিনিয়াসকে।

প্রশ্ন : ইবােলা ভাইরাস আবিষ্কার করেন কে?
উত্তর : ডা. পিটার কিয়ােট।

প্রশ্ন : ক্যান্সার রােগের কারণ কি?
উত্তর : কোষের অস্বাভাবিক বৃদ্ধি।

প্রশ্ন : পাকা ফলের রং হলুদ হয় কেন?
উত্তর : জ্যান্থােফিলের কারণে।

প্রশ্ন : বিশ্বের প্রথম টেস্টটিউব শিশু কোনটি?
উত্তর : লুইস ব্রাউন।

প্রশ্ন : ডুমুরের ফুলের পরাগায়ন ঘটে কিভাবে ?
উত্তর : কালাে পিপড়ার মাধ্যমে।

প্রশ্ন : উদ্ভিদের পুষ্টির জন্য অত্যাবশ্যকীয় উপাদান কয়টি?
উত্তর : ১৬টি।

প্রশ্ন : বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম
উত্তর : রাজকাঁকড়া।

প্রশ্ন : সূর্যের মধ্যে বেশি পরিমাণে রয়েছে কোনটি?
উত্তর : হাইড্রোজেন গ্যাস।

প্রশ্ন : মাছের কাটায় কি থাকে ?
উত্তর : ক্যালসিয়াম ও ফসফরাস।

প্রশ্ন : জীবন রক্ষাকারী হরমােন কোনটি?
উত্তর : অ্যালডােসটেরন।

প্রশ্ন : মুক্তার ওজনের একককে কি বলে ?
উত্তর : পার্ল গ্রেন।

প্রশ্ন : এপিকালচার বলতে কি বােঝায়?
উত্তর : মৌমাছির চাষ।

প্রশ্ন : সূর্যের আয়তন পৃথিবী অপেক্ষা কত গুণ?
উত্তর : ১.৩ মিলিয়ন গুণ।

প্রশ্ন : জোয়ার-ভাটার তেজকটাল হয় কখন ?
উত্তর : অমাবস্যায়।

প্রশ্ন : মঙ্গলগ্রহে প্রেরিত নভােযান কোনটি?
উত্তর : ভাইকিং।

প্রশ্ন : দক্ষিণ গােলার্ধে সবচেয়ে বড় দিন কোনটি?
উত্তর : ২২ ডিসেম্বর।

প্রশ্ন : ১° দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত?
উত্তর : ৪ মিনিট।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !