১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি বাংলাদেশ বিষয়াবলী ৩য় পর্ব

Preparation BD
By -
0

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি বাংলাদেশ বিষয়াবলী ৩য় পর্ব

  • বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার প্রবর্তন করে- ২০১০ সালে।
  • বাংলাদেশের যে ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয়- বর্ষা।
  • বাংলাদেশে উৎপন্ন হয়ে বাংলাদেশের জলসীমায় সমাপ্ত হয়েছে যে নদী- সাঙ্গু নদী।
  • যে সুলতানের রাজত্বকালে হযরত শাহজালাল (র) সিলেটে ধর্ম প্রচারের জন্য আগমন করেন- শামসুদ্দীন ফিরােজ শাহ।
  • বাংলাদেশের সংবিধানে বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে- ৩৯ অনুচ্ছেদে।
  • বাখরাবাদ গ্যাসক্ষেত্র অবস্থিত- মুরাদনগর, কুমিল্লা।
  • বিশ্ববিখ্যাত গ্র্যান্ড ট্রাঙ্ক রােডটি বাংলাদেশের যে এলাকা থেকে শুরু হয়েছে- সােনারগাঁ, নারায়ণগঞ্জ।
  • বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মেয়াদকাল- ১৫ বছর।
  • বাংলাদেশের সংবিধানের যে অনুচ্ছেদে নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্যের কথা বলা হয়েছে- ২১ অনুচ্ছেদে।

আরো পড়ুন : ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি বাংলাদেশ বিষয়াবলী ১ম পর্ব

  • বাংলাদেশ-ভারত ছিটমহল চুক্তি কার্যকর হয়- ১ আগস্ট ২০১৫।
  • ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’ প্রত্যাহার করা হয়- ২২ ফেব্রুয়ারি ১৯৬৯।
  • ‘জাগ্রত চৌরঙ্গী’ ভাস্কর্যটি অবস্থিত- জয়দেবপুর চৌরাস্তা, গাজীপুর।
  • মিয়ানমারের সাথে বাংলাদেশের একমাত্র স্থলবন্দর অবস্থিত- টেকনাফ, কক্সবাজার।
  • মুক্তিযুদ্ধের সময় সর্বদলীয় উপদেষ্টা কমিটির সদস্য সংখ্যা ছিল- ৮ জন।
  • বাংলাদেশের যে জেলাকে সাগরকন্যা বলা হয়- পটুয়াখালী।
  • তিতাস যে নদীর উপনদী- মেঘনা
  • সাত গম্বুজ মসজিদ নির্মাণ করেন- উমিদ খাঁ।
  • তথ্য অধিকার আইন জাতীয় সংসদে পাশ হয়- ২০০৯ সালে।

আরো পড়ুন : ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি বাংলাদেশ বিষয়াবলী ২য় পর্ব

  • মুজিব শতবর্ষের লােগাে ডিজাইন করেন- সব্যসাচী হাজরা।
  • বাংলাদেশ ট্যারিফ কমিশন-এর নতুন নাম- বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।
  • ২০১৯ সালে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL)-এর চ্যাম্পিয়ন দল- রাজশাহী রয়্যালস।
  • বর্তমানে দেশের বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র- পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র।
  • দেশে ‘ই-নামজারি’ চালু হয়- ১ জুলাই ২০১৯।
  • বাংলাদেশের ১১তম ও বর্তমান টেস্ট অধিনায়ক- মুমিনুল হক।
  • গবেষণায় ‘একুশে পদক ২০২০’ লাভ করেন- বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটস (BFRI)।
  • শেখ রাসেল পানি শােধনাগার অবস্থিত- চট্টগ্রাম।
  • বাংলাদেশে উদ্ভাবিত পাতা পেঁয়াজের নাম- বারিপাতা পেঁয়াজ-১।
  • ঢাকা স্টক এক্সচেঞ্জের (DSE)-এর বর্তমান কার্যালয় অবস্থিত- নিকুঞ্জ; ঢাকা।
  • দেশের ২৪তম স্থলবন্দর- ভােলাগঞ্জ স্থলবন্দর, সিলেট।

১৭তম শিক্ষক নিবন্ধনের জন্য বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !