বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতির জন্য বাংলাদেশ বিষয়াবলী ৩য় পর্ব
- বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা- শশাঙ্ক।
- বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্র পরিচালনার মূলনীতি- চারটি।
- গণপরিষদের প্রথম অধিবেশন বসে- ১০ এপ্রিল ১৯৭২।
- বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয়- ৪ নভেম্বর ১৯৭২।
- জাতীয় সংসদে নিরপেক্ষতার প্রতীক হলেন- স্পিকার।
- বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়- ১৯৮৫ সালে।
- ১৯৭১ সালে পাকিস্তানের নৌ-শক্তি ধ্বংসের জন্য পরিচালিত অভিযানের নাম- অপারেশন জ্যাকপট।
- বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয়- ১ নভেম্বর ২০০৭।
- জাতীয় অর্থনীতির নীতি নির্ধারণের সর্বোচ্চ ফোরাম- ECNEC।
- মাঠ পর্যায়ের প্রশাসনিক কাঠামাের সর্বোচ্চ স্তর- বিভাগ।
- বাংলাদেশের যে চাষপদ্ধতিকে FAO কৃষি ঐতিহ্য হিসেবে ঘােষণা করেছে- ভাসমান চাষ পদ্ধতি।
- বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা- ২৬টি।
- বাংলাদেশ-ভারত ‘গঙ্গা পানি বণ্টন চুক্তি’ স্বাক্ষরিত হয়- ১২ ডিসেম্বর ১৯৯৬।
- বাংলাদেশের বাইরে প্রথম শহিদ মিনার স্থাপিত হয়- লন্ডন, যুক্তরাজ্য।
- বাংলাদেশে সবচেয়ে বেশি আলু উৎপাদিত হয়- বগুড়া জেলায়।
- বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট অবস্থিত- সাহেপ্রতাব, নরসিংদী।
- জনসংখ্যার দিক দিয়ে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান- চতুর্থ।
- জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (NIPORT) প্রতিষ্ঠিত হয়- ১৯৭৭ সালে।
- বাংলাদেশ বিমানবাহিনী একাডেমি অবস্থিত- যশাের।
- বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী- বিশ্বব্যাংক।
- জাতীয় আয় পরিমাপের তিনটি পদ্ধতি – উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি ও ব্যয় পদ্ধতি।
- বাংলাদেশে অনলাইনে ভ্যাট প্রদান পদ্ধতির উদ্বোধন করা হয়- ১৬ জুলাই ২০২০।
- ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয়- ৩৩,৬৭৪.০৯ মিলিয়ন মার্কিন ডলার।
- কমলাপুর রেল স্টেশনের স্থপতি- বব বুই।
- সরকারি নিয়ােগ লাভে সুযােগের সমতার কথা উল্লেখ রয়েছে সংবিধানের যে অনুচ্ছেদে- ২৯ নং অনুচ্ছেদ।
- বাংলাদেশ নৌবাহিনীর বর্তমান প্রধান-রিয়ার অ্যাডমিরাল মােহাম্মদ শাহীন ইকবাল।
- বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়- ৭ মার্চ ১৯৭৩।
- বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২০০০ বাস্তবায়নে ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিল গঠিত হয়– ২৯ জুন ২০২০।
- চাপসৃষ্টিকারী গােষ্ঠীর মূল লক্ষ্য- গােষ্ঠী-স্বার্থ রক্ষা করা।
- জাতীয় সংসদের মােট সংসদ সদস্য রয়েছে- ৩৫০ জন।
- বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহী- প্রধানমন্ত্রী।
- যে বিল রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত সংসদে উত্থাপন করা যায় না- অর্থবিল।
- মাছ চাষে স্মার্ট প্রযুক্তির উদ্ভাবন করেন- শফিউল আলম ও তার স্ত্রী তানিয়া চৌধুরী।
- ঢাকার প্রথম গ্যাস পাইপলাইনের নাম- তিতাস থেকে সিদ্ধিরগঞ্জ পাওয়ার প্ল্যান্ট।
- জাতীয় বৃক্ষরােপণ অভিযান শুরু হয়- ১৯৯২ সাল থেকে।