সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে ৫০টি এমসিকিউ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। উত্তরগুলো নিচের পিডিএফ থেকে মিলিয়ে নিন।
বাংলাদেশ প্রসঙ্গ
১. নিচের কোনটি জিআই পণ্য নয়?
ক) কুমিল্লার রসমালাই
খ) টাঙ্গাইলের চমচম
গ) কুষ্টিয়ার তিলের খাজা
ঘ) নকশি কাঁথা
২. ৩১ ডিসেম্বর মেট্রোরেলের কোন দুটি স্টেশন চালু হয়?
ক) কারওয়ান বাজার স্টেশন
খ) শাহবাগ স্টেশন
গ) বিজয় সরণি স্টেশন
ঘ) ক ও খ উভয়ই
৩. প্রথমবারের মতো ‘জাতীয় প্রবাসী দিবস’ কবে পালিত হয়?
ক) ২৮ ডিসেম্বর ২০২৩
(খ) ৩০ ডিসেম্বর ২০২৩
গ) ১ জানুয়ারি ২০২৪
ঘ) ১০ জানুয়ারি ২০২৪
৪. নিচের কোনটি ২৮ ডিসেম্বর প্রয়াত কথাসাহিত্যিক আবু বকর সিদ্দিকের রচিত উপন্যাস নয়?
ক) জলরাক্ষস
খ) নেকড়ে অরণ্য
গ) খরাদাহ
ঘ) একাত্তরের হৃদয়ভস্ম
৫. ১ জানুয়ারি দেশের কোন হাসপাতালে বোনম্যারো ট্রান্সপ্লানটেশন সেন্টারের উদ্বোধন করা হয়?
ক) বিএসএমএমইউ
খ) ল্যাব এইড
গ) জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট
ঘ) সেন্ট্রাল হাসপাতাল
৬. কত তারিখে বিমান বাংলাদেশের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়?
ক) ৭ জানুয়ারি
খ) ৪ জানুয়ারি
গ) ১০ জানুয়ারি
ঘ) ৯ জানুয়ারি
৭. দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন কবে?
ক) ১০ জানুয়ারি ২০২৪
খ) ১১ জানুয়ারি ২০২৪
গ) ১৩ জানুয়ারি ২০২৪
ঘ) কোনোটিই নয়
৮. জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মুহিত ২০২৪ সালের জন্য নিচের কোন সংস্থাটির নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হননি?
ক) ইউএনডিপি
খ) ইউএনএফপিএ
গ) ইউএনওপিএস
ঘ) ইউনিসেফ
৯. ৯ জানুয়ারি হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কততম ?
ক) ৮৮তম
খ) ৯৯তম
গ) ১০০তম
ঘ) ৯৭তম
১০. ১৮ জানুয়ারি দেশে শনাক্ত করোনার (ওমিক্রন) নতুন ভ্যারিয়েন্টের নাম কী?
ক) জেএন.০
খ) জেএন.১
গ) জেএম.০
ঘ) জেএম.১
১১. ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে নীতি সুদহার কত হয়েছে?
ক) ৮ শতাংশ
খ) ৮.৫ শতাংশ
গ) ৮.২৫ শতাংশ
ঘ) ৮.২০ শতাংশ
১২. ২০২৪ সালে কয়টি শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হয়?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
১৩. প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ জানুয়ারি কোন শিল্পকে ২০২৪ সালের বর্ষপণ্য ঘোষণা করেন?
ক) হস্তশিল্প
খ) পোশাক শিল্প
গ) বস্ত্র শিল্প
ঘ) পাট শিল্প
১৪. গ্লোবাল ফায়ারপাওয়ার কর্তৃক প্রকাশিত ‘বৈশ্বিক সামরিক শক্তি সূচক ২০২৪’ অনুযায়ী বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
ক) ২০তম
খ) ২৫তম
গ) ৩৭তম
ঘ) ৪০তম
১৫. ১৮ জানুয়ারি গঠিত ‘ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিল’- এর চেয়ারপারসন কে হয়েছেন?
ক) প্ৰধানমন্ত্ৰী
খ) পরিকল্পনা মন্ত্রী
গ) অর্থমন্ত্রী
ঘ) পররাষ্ট্র মন্ত্রী
১৬. প্রথমবারের মতো কয়জন শিক্ষককে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রশিক্ষণের জন্য নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর?
ক) ৫০ জন
খ) ৫৫ জন
গ) ৬০ জন
ঘ) ৬৫ জন
১৭. দেশব্যাপী ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ কবে পালিত হয়?
ক) ৫ ফেব্রুয়ারি
খ) ৬ ফেব্রুয়ারি
গ) ৭ ফেব্রুয়ারি
ঘ) ৮ ফেব্রুয়ারি
১৮. ১১ জানুয়ারি কোন ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ’ হিসেবে নিয়োগ পেয়েছেন?
ক) সজীব ওয়াজেদ জয়
খ) মোহাম্মদ জিয়াউদ্দিন
গ) ড.মসিউর রহমান
ঘ) ড.কামাল আবদুল নাসের চৌধুরী
১৯. একাত্তরে ঢাকা থেকে মুক্তিযুদ্ধের প্রকৃত চিত্র আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরা কোন সাংবাদিক ২০২৩ সালের ৩০ ডিসেম্বর মারা যান?
ক) সাইমন ড্রিং
খ) মাইকেল লরেন্ট
গ) মার্টিন অ্যাডনি
ঘ) জন পিলজার
২০. ১৮ জানুয়ারি জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদের জন্মসাল সংশোধনের ক্ষমতা কাদেরকে দেওয়া হয়েছে?
ক) স্থানীয় প্রশাসন
খ) মন্ত্ৰী
গ) পুলিশ প্রশাসন
ঘ) জাতীয় সংসদ
২১. দেশের কোন জেলায় নতুন দুটি গ্যাস কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার?
ক) জামালপুর
খ) ফরিদপুর
গ) ফেনী
ঘ) সিলেট
২২. ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়?
ক) ২৯৮টি
খ) ২৯৯টি
গ) ৩০০টি
ঘ) ৩৫০টি
২৩. ১১ জানুয়ারি ‘ভয়েস অব দ্যা সাউথ সামিট ২০২৩’ এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়টি প্রস্তাব উত্থাপন করেন?
ক) ৬টি
খ) ৭টি
গ) ৮টি
ঘ) ৯টি
আন্তর্জাতিক প্রসঙ্গ
১. নিচের কোনটি ৮১তম ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড’ জয়ী সেরা চলচ্চিত্র?
ক) বাৰ্বি
খ) ওপেনহেইমার
গ) সাকসেশন
(ঘ) অ্যানাটমি অব অ্যা ফল
২. বিশ্বব্যাংকের ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস ২০২৪’ অনুযায়ী বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি কত হবে?
ক) ২.৪ শতাংশ
খ) ২.৬ শতাংশ
গ) ৫.৬ শতাংশ
ঘ) ৪.৬ শতাংশ
৩. ২৩ জানুয়ারি কোন দেশটিকে ন্যাটোর সদস্যপদ প্রদানের ব্যাপারে আপত্তি তুলে নেয় তুরস্কের পার্লামেন্ট?
ক ইউক্রেন
খ) সুইডেন
গ) মেসিডোনিয়া
ঘ) কোনোটিই নয়
৪. ২৮ ডিসেম্বর নিচের কোন দুটি দেশ শেনজেন অঞ্চলে যুক্ত হতে অস্ট্রিয়ার সঙ্গে চুক্তি করে?
ক) ইউক্রেন ও মেসিডোনিয়া
খ) ক্রোয়েশিয়া ও সাইপ্রাস
গ) বুলগেরিয়া ও রোমানিয়া
ঘ) কোনোটিই নয়
৫. ২০ জানুয়ারি চাঁদে অবতরণকারী ‘মুন স্নাইপার’ নভোযানটি কোন দেশের তৈরি ?
ক) ইরান
খ) জাপান
গ) রাশিয়া
ঘ) ভারত
৬. সদ্যপ্রয়াত জার্মান ডিফেন্ডার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার যথাক্রমে কোন কোন সালে ক্যাপ্টেন ও কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছেন ?
ক) ১৯৭৮, ১৯৮২
খ) ১৯৮২, ১৯৮৬
গ) ১৯৮৬, ১৯৯০
ঘ) ১৯৭৪, ১৯৯০
৭. ১ জানুয়ারি কৃষ্ণগহ্বরের রহস্য সন্ধানে উৎক্ষেপিত এক্স- রে পোলারিমিটার স্যাটেলাইটটি কোন দেশের?
ক) চীন
খ) ভারত
গ) দক্ষিণ কোরিয়া
ঘ) ইরান
৮. গাজায় গণহত্যার প্রতিবাদস্বরূপ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে কোন দেশ?
ক) সৌদি আরব
খ) ইউক্রেন
গ) ইরান
ঘ) দক্ষিণ আফ্রিকা
৯. ২৯ ডিসেম্বর কোন দেশ আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগ না দেওয়ার সিদ্ধান্ত জানায়?
ক) আর্মেনিয়া
খ) আর্জেন্টিনা
গ) মালয়েশিয়া
ঘ) ব্রুনেই
১০. ৩১ ডিসেম্বর কোন দেশ থেকে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার করে?
ক) সোমালিয়া
খ) নরওয়ে
গ) মালি
ঘ) ভেনেজুয়েলা
১১. নিচের কোন দেশটি বৈশ্বিক পাসপোর্ট সূচকে শীর্ষ অবস্থানে নেই ?
ক) সিঙ্গাপুর
খ) যুক্তরাজ্য
গ) জার্মানি
ঘ) জাপান
১২. ১৫ জানুয়ারি নিচের কোন দেশটি তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়?
ক) নাউরু
খ) তুরস্ক
গ) চিলি
ঘ) ভেনিজুয়েলা
১৩. গ্লোবাল ফায়ারপাওয়ার প্রকাশিত ‘বৈশ্বিক সামরিক শক্তি সূচক ২০২৪’ অনুযায়ী সামরিক শক্তিতে শীর্ষ দেশ কোনটি?
ক) দক্ষিণ কোরিয়া
খ) চীন
গ) রাশিয়া
ঘ) যুক্তরাষ্ট্র
১৪. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নিপাহ ভাইরাসের টিকা ‘চ্যাডোক্স১ নিপাহ বি’ মানবদেহে কবে পরীক্ষামূলক প্রয়োগ শুরু করে ?
ক) ১০ জানুয়ারি
খ) ১১ জানুয়ারি
গ) ১২ জানুয়ারি
ঘ) ১৩ জানুয়ারি
১৫. ৮ জানুয়ারি ঘোষিত গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার কে পেয়েছেন ?
ক) কিলিয়ান মারফি
খ) পল জিয়ামাত্তি
গ) কিয়েরান কালকিন
ঘ) ব্র্যাডলি কুপার
১৬. ২২ জানুয়ারি ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় আয়োজিত রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের নাম কী ছিল?
ক) দোল উৎসব
খ) সত্ৰীয়া
গ) কথাকলি
ঘ) প্ৰাণ প্রতিষ্ঠা
১৭. ১ জানুয়ারি কোন দেশ বিদেশি কর্মীদের জন্য ‘ডিজিটাল নোম্যাড ভিসা’ চালু করে?
ক) চীন
খ) দক্ষিণ কোরিয়া
গ) মালয়েশিয়া
ঘ) থাইল্যান্ড
১৮. ২২ জানুয়ারি বিশ্বে প্রথমবারের মতো কোন দেশ ম্যালেরিয়া রোগের গণ টিকাদান কর্মসূচি শুরু করে?
ক) ক্যামেরুন
খ) মালি
গ) সেনেগাল
ঘ) নাইজেরিয়া
১৯. ১৯-২০ জানুয়ারি অনুষ্ঠিত ১৯তম ন্যাম শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়?
ক) লিবিয়া
খ) মরক্কো
গ) উগান্ডা
ঘ) ঘানা
২০. বিতর্কিত রুয়ান্ডা বিলটি কোন দেশের পার্লামেন্টে পাশ হয়?
ক) যুক্তরাজ্য
খ) যুক্তরাষ্ট্র
গ) ফ্রান্স
ঘ) কানাডা
২১. বর্তমানে বিশ্বে গাড়ি রপ্তানিতে শীর্ষে রয়েছে কোন দেশ?
ক) জাপান
খ) চীন
গ) যুক্তরাজ্য
ঘ) যুক্তরাষ্ট্র
২২. ১১ জানুয়ারি কোন দেশের মধ্যস্থতায় মিয়ানমারের জান্তা বাহিনী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সশস্ত্র বাহিনীর জোট অস্ত্রবিরতিতে সম্মত হয়?
ক) ভারত
খ) জাপান
গ) রাশিয়া
ঘ) চীন
২৩. ২ জানুয়ারি যুক্তরাষ্ট্র কোন দেশের সঙ্গে সামরিক উপস্থিতি বৃদ্ধি-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে?
ক) দক্ষিণ কোরিয়া
খ) কাতার
গ) তুরস্ক
ঘ) জাপান
২৪. ২০২৩ সালের ৩১ ডিসেম্বর ব্রিটিশ পার্লামেন্ট চত্বরে স্থাপিত বিগ বেনের ঘণ্টাধ্বনি সম্প্রচারের কত বছর পূর্ণ হয়?
ক) ৮৫ বছর
খ) ৯৫ বছর
গ) ১০০ বছর
ঘ) ১০৫ বছর
২৫. ২ জানুয়ারি ইসরায়েলের হামলায় হামাস উপপ্রধান সালেহ আল- আরোরি কোথায় নিহত হন?
ক) বৈরুত, লেবানন
খ) আম্মান, জর্ডান
গ) কায়রো, নমিশর
ঘ) তেহরান, ইরান
আরো পড়ুন :
অনুচ্ছেদ রচনা | |
আন্তর্জাতিক বিষয়াবলী | |
ইংরেজি ভাষা ও সাহিত্য | |
ইসলাম ধর্ম | |
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | |
এইচএসসি | |
এসএসসি | |
ওয়েব ডিজাইন | |
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি | |
কারেন্ট অ্যাফেয়ার্স | |
গ্রন্থ-সমালোচনা | |
চাকরি-বাকরি | |
জীবনযাপন | |
জীববিজ্ঞান | |
জেলা পরিচিতি | |
টিপস | |
দেশ পরিচিতি | |
তথ্য যোগাযোগ ও প্রযুক্তি | |
নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন | |
পদার্থ বিজ্ঞান | |
পিডিএফ ডাউনলোড | |
পৌরনীতি ও নাগরিকতা | |
প্রতিষ্ঠান পরিচিতি | |
প্রবন্ধ আলোচনা | |
প্রশ্ন সমাধান | |
ফিন্যান্স ও ব্যাংকিং | |
বাংলা ভাষা ও সাহিত্য | |
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি | |
বাংলা রচনা সম্ভার | |
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় | |
বাংলাদেশ বিষয়াবলী | |
বিসিএস প্রস্তুতি | |
ভাইভা প্রস্তুতি | |
ভাবসম্প্রসারণ | |
ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা | |
লেখক পরিচিতি | |
সাধারণ জ্ঞান | |
সাধারন বিজ্ঞান | |
সামাজিক বিজ্ঞান | |
স্বাস্থ্য টিপস |