সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২৯ অক্টোবর, ২০২৩ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। ইনশা আল্লাহ!
সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২৯ অক্টোবর, ২০২৩
প্রশ্ন : বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান কবে জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৯৪১ সালের ২৯ অক্টোবর।
প্রশ্ন : প্রতিবছর কত তারিখে ‘বিশ্ব স্ট্রোক দিবস’ পালন করা হয়?
উত্তর : ২৯ অক্টোবর ।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘ডক্টর অব লজ’ ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়?
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয় (২৯ অক্টোবর, ২০২৩)।
প্রশ্ন : বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কততম দেশ হিসেবে নদীর তলদেশে টানেল নির্মাণ করেছে?
উত্তর : প্রথম।
প্রশ্ন : সাহিত্যিক কালীপ্রসন্ন ঘোষ মৃত্যুবরণ করেন কবে?
উত্তর : ২৯ অক্টোবর, ১৯১০।
প্রশ্ন : আন্তর্জাতিক জলবায়ুবিশেষজ্ঞ অধ্যাপক সামিউল হককে ব্রিটিশ সরকার সম্মানজনক কোন উপাধিতে ভূষিত করেছিল?
উত্তর : অফিসার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (২৯ অক্টোবর ২০২৩ তিনি মৃত্যুবরণ করেন)।
প্রশ্ন : ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের কোন ত্রাণ ও কর্মসংস্থান প্রকল্প কাজ করবে?
উত্তর : ইউএনআরডব্লিউএ (UNRWA) ।
প্রশ্ন : যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ১০০ বছর পূর্তি উপলক্ষে ফ্রান্স কত সালে যুক্তরাষ্ট্রকে ‘স্ট্যাচু অফ লিবার্টি’ উপহার করেন?
উত্তর : ১৮৮৬ সালে (২৮ অক্টোবর)
প্রশ্ন : ফিলিস্তিনি শরণার্থীদের জন্য পরিচালিত জাতিসংঘের ত্রান ও কর্মসংস্থান সংস্থার নাম কী?
উত্তর : ইউএনআরডব্লউএ (UNRWA )
প্রশ্ন : পাম তেল মিশ্রিত জ্বালানি দিয়ে প্রথমবারের মতো বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করেছে-
উত্তর : ইন্দোনেশিয়া ।
প্রশ্ন : বাংলাদেশের সাদা সোনা’ নামে পরিচিত কোনটি?
উত্তর : চিংড়ি
প্রশ্ন : ধান, গম ও ভুট্টাবীজ সংরক্ষনের জন্য বিশেষ ব্যাগ-
উত্তর : পলিকে জুট ব্যাগ ।
প্রশ্ন : গাজা ভূখন্ডের মোট আয়তন কত?
উত্তর : ১৪১ বর্গমাইল ।
প্রশ্ন : বাংলাদেশের প্রথম ওষুধ শিল্পপার্ক কোথায় অবস্তিত?
উত্তর : গজারিয়া, মুন্সিগঞ্জ ।
প্রশ্ন : ইউরোপীয় কমিশনের বর্তমান প্রেসিডেন্ট এর নাম কী ?
উত্তর : ইরসুলা ভন ডার লেন ।
প্রশ্ন : বঙ্গবন্ধু টানেলে কয়টি টিউব রয়েছে?
উত্তর : ২টি (প্রতিটি টিউবে ২টি করে -১৯ লেন )
প্রশ্ন : ‘হরতাল’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
উত্তর : গুজরাটি
প্রশ্ন : গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে কোন দেশ সম্প্রতি জাতিসংঘে প্রস্তাব উত্থাপন করে?
উত্তর : জর্ডান
প্রশ্ন : জাতিসংঘের সাধারণ পরিষদে ‘গাজায় যুদ্ধবিরতির আহ্বানের পক্ষে ভোট দেয় কয়টি দেশ?
উত্তর : ১২০টি (বিপক্ষে ১৪টি, বাংলাদেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়)
প্রশ্ন : KEPZ (Korean Export Processing Zone) কোথায় অবস্থিত-
উত্তর : আনোয়ারা, চট্টগ্রাম
প্রশ্ন : পারিব না একথাটি বলিও না আর ……. তাহা ভাব একবার”- কার লেখা পঙক্তি?
উত্তর : কালীপ্রসন্ন ঘোষ
প্রশ্ন : ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চবার চ্যাম্পিয়ন দল-
উত্তর : অস্ট্রেলিয়া (৫ বার)
প্রশ্ন : বহুল আলোচিত গাজা ভূখন্ডের আয়তন কত বর্গমাইল ?
উত্তর : ১৪১ বর্গমাইল ।
প্রশ্ন : অসলো শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় কত সালে ?
উত্তর : ১৯৯৩ সালে ।
প্রশ্ন : এল পাইস পত্রিকাটি কোন দেশের ?
উত্তর : স্পেন ৷
প্রশ্ন : পলিকোটেড জুট ব্যাগ কী ?
উত্তর : ধান,গম ও ভুট্টাবীজ সংরক্ষণের জন্য বিশেষ ব্যাগ
প্রশ্ন : জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের নাম কী ?
উত্তর : ফলকার টুক ।
প্রশ্ন : প্রথম ইন্তিফাদা হিসেবে পরিচিত কোন আন্দোলন ?
উত্তর : ১৯৮৭ – ১৯৯৩ সাল পর্যন্ত ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলন ।
প্রশ্ন : স্টারলিংক ইন্টারনেট প্রযুক্তির মালিকানা কার হাতে ?
উত্তর : ইলন মাস্ক ।
প্রশ্ন : ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরী ” কোথায় অবস্থিত ?
উত্তর : নাটোর। প্রতিষ্ঠা – ১৯০১ সালে।
প্রশ্ন : খাদ্য মুল্যস্ফীতি কমাতে কোন দেশ তাদের কৃষিপণ্যের আগাম বন্ধের মেয়াদ বাড়িয়েছে ?
উত্তর : ভারত ।
প্রশ্ন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম টানেল উদ্বোধন উপলক্ষ্যে টাকা মূল্যমানের স্মারক নোট অবমুক্ত করেন?
উত্তর : ৫০ টাকা।
প্রশ্ন : ডিজিটাল জগতে মানুষের অধিকার নিয়ে কাজ করা সংস্থা অ্যাকসেস নাউয়ের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি
ইন্টারনেট শাটডাউন বা বন্ধ করার তালিকায় বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৫ম
প্রশ্ন : ফিলিস্তিনিরা অভ্যন্তরীণ কলহের কারণে বিভক্ত হয় কত সালে?
উত্তর : ২০০৬ সালে ।
প্রশ্ন : ‘ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি’ কোথায় অবস্থিত?
উত্তর : নাটোরে।
প্রশ্ন : সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)’ এর সদর দপ্তর কোথায়
অবস্থিত?
উত্তর : নিউইয়র্ক।
প্রশ্ন : কোন সময়কাল ফিলিস্তিনিদের প্রথম ইন্তিফাদা বা প্রথম গণজাগরণ হিসাবে পরিচিত?
উত্তর : ১৯৮৭ থেকে ১৯৯৩ সাল।
প্রশ্ন : ব্রিটেনের কোন সাবেক প্রধানমন্ত্রী সম্প্রতি দেশটির টিভি চ্যানেলে চাকরি নিয়েছেন?
উত্তর : বরিস জনসন ।
প্রশ্ন : নাটোরের মহারাজা জগদিন্দ্রনাথ রায়কে রবীন্দ্রনাথ ঠাকুর কী নামে ডাকতেন?
উত্তর : রাজন।