বিগত সালের বিভিন্ন পরীক্ষায় জাতিপুঞ্জ ও জাতিসংঘ থেকে আসা প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা চাকরীর পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারী হবে। কোন টপিকস্ এর উপর সাধারণ জ্ঞান আপনার প্রয়োজন তা কমেন্টের মাধ্যমে জানান। ধন্যবাদ!
জাতিপুঞ্জ
প্রশ্ন : ‘লীগ অব নেশনস’ কোন সালে প্রতিষ্ঠিত হয়? (পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ১৯)
উত্তর : ১৯২০ সালে ।
প্রশ্ন : ‘লীগ অব নেশনস’ স্থাপনে কে অগ্রণী ভূমিকা পালন করেন ? (নিবন্ধন অধিদপ্তরের সাব-রেজিস্ট্রার ০১)
উত্তর : প্রেসিডেন্ট উইড্র উইলসন ।
প্রশ্ন : জাতিপুঞ্জ গঠনের সময় সদস্য দেশের সংখ্যা ছিল? (উপজেলা/থানা শিক্ষা অফিসার ৯৯)
উত্তর : ৪২ (মোট সদস্য ছিল ৫৮টি)।
প্রশ্ন : প্রেসিডেন্ট উইড্র উইলসনের 14 points এ কত নম্বর point এ জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে? (৩৬তম বিসিএস)
উত্তর : ১৪ নম্বর।
প্রশ্ন : কোন সালে ‘লীগ অব নেশনস’ বিলুপ্ত হয়? (পল্লী উন্নয়নের জেলা সমন্বয়কারী ১৭)
উত্তর : ২০ এপ্রিল ১৯৪৬।
প্রশ্ন : জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি? (সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১১)
উত্তর : লীগ অব নেশনস ।
জাতিসংঘ
প্রশ্ন : UNO বলতে কী বোঝায়? (গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ১৭)
উত্তর : United Nations Organisation
প্রশ্ন : জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? (৩৬তম, ২১তম বিসিএস)
উত্তর : ১৯৪৫ সালে ।
প্রশ্ন : জাতিসংঘ দিবস পালিত হয় (১১তম বিসিএস)
উত্তর : ২৪ অক্টোবর ।
প্রশ্ন : জাতিসংঘের মূলমন্ত্র হলো চবি ১৫-১৬
উত্তর : এ পৃথিবী আপনার
প্রশ্ন : আন্তর্জাতিক সংস্থা ‘জাতিসংঘ’-এর নামকরণ কে করেছিলেন? (চবি ২০-২১)
উত্তর : রুজভেল্ট
প্রশ্ন : জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ কী? (হবি ৯৭-৯৮
উত্তর : লন্ডন ঘোষণা ।
প্রশ্ন : কবে ইয়াল্টা কনফারেন্স অনুষ্ঠিত হয়? (জীবন বীমা কর্পোরেশনের উচ্চমান সহকারী ২১)
উত্তর : ১৯৪৫ সালে ।
প্রশ্ন : ইয়াল্টা কনফারেন্সের একটি লক্ষ্য ছিল— (৩৬তম বিসিএস)
উত্তর : জাতিসংঘ প্রতিষ্ঠা।
প্রশ্ন : জাতিসংঘ গঠনের উদ্যোক্তা কে ছিলেন? (৪১তম বিসিএস)
উত্তর : ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।
প্রশ্ন : জাতিসংঘের উদ্দেশ্য কী? (ইবি ০৭-০৮)
উত্তর : আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা ৷
প্রশ্ন : জাতিসংঘের পতাকায় কোন দুইটি রং আছে? (জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ১৬)
উত্তর : নীল ও সাদা ।
প্রশ্ন : জাতিসংঘের পতাকায় কোন গাছের প্রতীক দেখা যায়? (রাবি ০৮-০৯)
উত্তর : জলপাই ।
প্রশ্ন : জলপাই গাছ কীসের প্রতীক? (জাককানইবি ১৯-২০)
উত্তর : শান্তির প্রতীক ।
প্রশ্ন : জাতিসংঘ সনদের রচয়িতা কে? !সওজ অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ০৩)
উত্তর : আর্চিবাল্ড ম্যাকলেইস।
প্রশ্ন : জাতিসংঘ সদর দপ্তরের স্থপতি কে? (স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী ০৬)
উত্তর : হ্যারিসন ।
প্রশ্ন : জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? (২৯তম ও ১৯তম বিসিএস)
উত্তর : নিউইয়র্ক।
প্রশ্ন : জাতিসংঘের ইউরোপীয় দপ্তর কোথায় অবস্থিত? (NBR’র সহকারী রাজস্ব কর্মকর্তা ১২|
উত্তর : জেনেভা, সুইজারল্যান্ড ।
প্রশ্ন : জাতিসংঘ সদর দপ্তরের জমিদাতা কে? (তুলা উন্নয়ন বোর্ড ৯৬)
উত্তর : রকফেলার ।
প্রশ্ন : ‘ফ্লাসিং মিডোস’ কী? (মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ১০)
উত্তর : নিউইয়র্কে জাতিসংঘের সভাস্থল।
প্রশ্ন : সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয়— (১০তম বিসিএস)
উত্তর : সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার ।
প্রশ্ন : জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন প্রতিবছর কয়বার বসে? (উত্তরা ব্যাংকের অফিসার ১৭)
উত্তর : একবার।
প্রশ্ন : জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে? (২৩তম বিসিএস)
উত্তর : ৫ জন ।
প্রশ্ন : জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি কে? (স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী ১৬)
উত্তর : বিজয়ালক্ষ্মী পন্ডিত ।
প্রশ্ন : কোন শহরে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? (রাবি ১৯-২০)
উত্তর : লন্ডন ।
প্রশ্ন : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জাতিসংঘে বাংলায় বক্তৃতা দেন? (জাবি ২০-২১)
উত্তর : ১৯৭৪ সালে ।
প্রশ্ন : জাতিসংঘের প্রধান প্রশাসনিক কার্যালয় ‘জাতিসংঘ সচিবালয়’ এর প্রধান কে? (ইবি ১০-১২)
উত্তর : মহাসচিব (সেক্রেটারি জেনারেল) ।
প্রশ্ন : জাতিসংঘ মহাসচিবের মেয়াদকাল কত বছর? (প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১২)
উত্তর : ৫ বছর ।
প্রশ্ন : জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? (২৬তম বিসিএস)
উত্তর : ট্রিগভেলি ।
প্রশ্ন : জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের নাগরিক বা অধিবাসী ছিলেন? (ইবি ১৩-১৪)
উত্তর : নরওয়ে।
প্রশ্ন : জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন? (১৮তম বিসিএস)
উত্তর : দ্যাগ হ্যামারশোল্ড ।
প্রশ্ন : ১৯৬১-১৯৭১ সাল পর্যন্ত জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কে ছিলেন? (প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ ০১)
উত্তর : উ-থান্ট ।
প্রশ্ন : জাতিসংঘের প্রথম এশীয় সেক্রেটারি জেনারেল উ-থান্ট কোন দেশের নাগরিক ছিলেন? (ইবি ১২-১৩)
উত্তর : মিয়ানমার।
প্রশ্ন : জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? (NSI’র ওয়্যারলেস অপারেটর ২১)
উত্তর : অ্যান্টনিও গুতেরেস।
প্রশ্ন : জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টনিও গুতেরেস কোন দেশের নাগরিক? (কুবি ১৯-২০)
উত্তর : পর্তুগাল ।
প্রশ্ন : জাতিসংঘের কতজন মহাসচিব শান্তিতে নোবেল পুরস্কার পান? (সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার ১০)
উত্তর : ২ জন ।
প্রশ্ন : জাতিসংঘের বর্তমান সদস্য দেশ কতটি? (খুবি ১৩-১৪)
উত্তর : ১৯৩টি ।
প্রশ্ন : বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? (প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১২)
উত্তর : ১৩৬তম।
প্রশ্ন : বাংলাদেশ কোন সনে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? (সহকারী জজ ১০)
উত্তর : ১৯৭৪ সালে ।
প্রশ্ন : জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ কোনটি? (বিএসসি’র সহকারী প্রোগ্রামার ২১
উত্তর : দক্ষিণ সুদান ।
প্রশ্ন : ১৯৯৫ সালে কোন সংস্থার গোল্ডেন জুবিলি পালিত হয়? (৩৮তম বিসিএস)
উত্তর : UNO
জাতিসংঘের বিশেষায়িত অঙ্গসংস্থা
প্রশ্ন : জাতিসংঘের মূল অঙ্গসংস্থা কয়টি? (নিবন্ধন অধিদপ্তরের সাব-রেজিস্ট্রার ১২)
উত্তর : ৬টি।
প্রশ্ন : বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা—(সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী ১৯)
উত্তর : ১৫।
প্রশ্ন : জাতিসংঘের স্থায়ী সদস্য— (৩৭তম বিসিএস)
উত্তর : ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও চীন ।
প্রশ্ন : জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি৫ বলতে কী বুঝায়? (৪০তম বিসিএস)
উত্তর : নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র।
প্রশ্ন : জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেটো প্রয়োগের ক্ষমতা রাখে কতটি দেশ? (চবি ০৪-০৫)
উত্তর : ৫টি।
প্রশ্ন : জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা— প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক ১৩)
উত্তর : ১০টি ।
প্রশ্ন : জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্বাচিত হোন? | নিবন্ধন অধিদপ্তরের সাব-রেজিস্ট্রার ১৬/
উত্তর : ২ বছর।
প্রশ্ন : জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সভাপতি কত সময়ের জন্য সভাপতিত্ব করেন? (BREB’র সহকারী পরিচালক ১৬)
উত্তর : ১ মাস ।
প্রশ্ন : আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? (৩৪তম বিসিএস)
উত্তর : হেগ, নেদারল্যান্ডস ।
প্রশ্ন : শান্তি প্রাসাদ নামে পরিচিত (খুবি ০৩-০৪)
উত্তর : আন্তর্জাতিক আদালত ভবন ।
প্রশ্ন : আন্তর্জাতিক আদালতের সভাপতি বা প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর? (প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১২)
উত্তর : ৩ বছর।
প্রশ্ন : আন্তর্জাতিক আদালতের বিচারকদের সংখ্যা কত? (বেবিচকের নিরাপত্তা অপারেটর ২১)
উত্তর : ১৫ জন ।
প্রশ্ন : আন্তর্জাতিক আদালতের বিচারকগণ কত বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হোন? (ঢাবি ০১-০২)
উত্তর : ৯ বছর ।
প্রশ্ন : বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? (পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২২
উত্তর : জেনেভা ।
প্রশ্ন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়? (রাবি ২০-২১)
উত্তর : ৭ এপ্রিল ১৯৪৮।
প্রশ্ন : আনুষ্ঠানিকভাবে ‘বিশ্ব ঐতিহ্য এলাকা কোন সংস্থা ঘোষণা করে? (সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১৯)
উত্তর : UNESCO.
প্রশ্ন : ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? (খুবি ১৮-১৯)
উত্তর : প্যারিস ।
প্রশ্ন : Sundarban was declared as World Heritage by UNESCO on—(রাবি ১০-১১)
উত্তর : 6 December 1997.
প্রশ্ন : বাউল গানকে হেরিটেজ অব হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে— (প্রাথমিক বিদ্যালয়ের সহকারী পরীক্ষা ২২
উত্তর : ইউনেস্কো ।
প্রশ্ন : UNESCO কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? (প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ২২/
উত্তর : ১৯৯৯ সালে ।
প্রশ্ন : UNHCR -এর সদর দপ্তর কোথায় অবস্থিত? (বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২২
উত্তর : জেনেভা ।
প্রশ্ন : উরুগুয়ে রাউন্ড কোন সংস্থাটির সাথে সম্পর্কিত? (১৬তম প্রভাষক নিবন্ধন ১৯)
উত্তর : WTO.
প্রশ্ন : ILO-এর সদর দপ্তর— (জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ১৬
উত্তর : জেনেভা ।