সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে প্রশ্ন ও উত্তর

Preparation BD
By -
0

সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা চাকরীর পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারী হবে। কোন টপিকস্ এর উপর সাধারণ জ্ঞান আপনার প্রয়োজন তা কমেন্টের মাধ্যমে জানান। ধন্যবাদ!

সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে প্রশ্ন ও উত্তর

 

প্রশ্ন : বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?

উত্তর : পঞ্চম তফসিল।

 

প্রশ্ন : রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত?

উত্তর : ৪টি।

 

প্রশ্ন : বাংলাদেশের সংবিধান দিবস কবে?

উত্তর : ৪ঠা নভেম্বর।

 

প্রশ্ন : বাংলাদেশে এ পর্যন্ত জনশুমারি হয়েছে—

উত্তর : ৬ বার

 

প্রশ্ন : ঘাতক-দালাল নির্মূল কমিটি গঠিত হয়—

উত্তর : ১৯৯২ সালে।

 

প্রশ্ন : `দ্য কনসার্ট ফর বাংলাদেশ” অনুষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের —

উত্তর : নিউইয়র্কে।

 

প্রশ্ন : বাংলাদেশের একমাত্র দ্বি-বার্ষিক পরিকল্পনার মেয়াদ —

উত্তর : ১৯৭৮-৮০।

 

প্রশ্ন : ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে?

উত্তর : ১৭৮৯।

 

আরো পড়তে : সরকারের অধিনস্ত একটি অধিদপ্তর এর ফিল্ড অফিসার পদের সম্পূর্ণ প্রশ্ন ও সমাধান

 

প্রশ্ন : টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তর : মণিপুর।

 

প্রশ্ন : শিল্প বিপ্লব কোন দেশে শুরু হয়?

উত্তর : ইংল্যান্ড।

 

প্রশ্ন : ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর : প্যারিস।

 

প্রশ্ন : ‘সিন্দুরী’ বাংলাদেশের কৃষিক্ষেত্রে কীসের নাম?

উত্তর : আম ।

 

প্রশ্ন : সুন্দরবনের প্রধান বৃক্ষ কী কী?

উত্তর : সুন্দরী ও গরান।

 

প্রশ্ন : ভিটামিন ‘বি’-এর অভাবে—

উত্তর : বেরি বেরি রোগ হয়।

 

প্রশ্ন : রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডার গ্যাস (LPG)-এর প্রধান উপাদান হলো—

উত্তর : বিউটেন।

 

প্রশ্ন : ‘বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন’ একটি—

উত্তর : সরকারি সংস্থা।

 

প্রশ্ন : সার্কের (SAARC) কোন সদস্য দেশের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি?

উত্তর : বাংলাদেশ।

 

প্রশ্ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ প্রদান করেন?

উত্তর : রাষ্ট্রপতি।

 

প্রশ্ন : মাতৃতান্ত্রিক পরিবার—

উত্তর : খাসিয়াদের।

 

প্রশ্ন : বিশ্ব ব্যাংকের অঙ্গ সংগঠন নয় কোনটি?

উত্তর : IFAD

 

প্রশ্ন : ভাওয়াইয়া বাংলাদেশের কোন অঞ্চলের গান—

উত্তর : রংপুর

 

প্রশ্ন : ১৯৭০ সালে জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসনে জয় লাভ করেছিল?

উত্তর : ১৬৭।

 

প্রশ্ন : স্বাধীন বাংলাদেশে কখন পতাকা উত্তোলন করা হয়?

উত্তর : ২ মার্চ।

 

প্রশ্ন : জাতিসংঘের অফিসিয়াল ভাষা—

উত্তর : ৬।

 

প্রশ্ন : উজবেকিস্তানের মুদ্রার নাম —

উত্তর : সোম।

 

প্রশ্ন : আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য দেশ কয়টি?

উত্তর : ১২৩।

 

প্রশ্ন : প্রেক্ষিত পরিকল্পনা কোন মেয়াদে বাস্তবায়িত হবে?

উত্তর : ২০২১-৪১।

 

প্রশ্ন : কারাগারের রোজনামচা প্রবন্ধটিতে কোন সময়কালের কারাস্মৃতি স্থান পেয়েছে?

উত্তর : ১৯৬৬-৬৮।

 

প্রশ্ন : প্রাচীন ভারতে কে সর্বপ্রথম সর্বভারতীয় ঐক্য স্থাপন করেন?

উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য।

 

প্রশ্ন : আতাকামা মরুভূমি কোন দেশে অবস্থিত?

উত্তর : চিলি।

 

প্রশ্ন : ‘এভিন কারাগার’ কোন দেশে অবস্থিত?

উত্তর : ইরান।

 

প্রশ্ন : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ৪ জানুয়ারি, ১৯৭২।

 

প্রশ্ন : COP-28 কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর : আরব আমিরাত।

 

প্রশ্ন : জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কোন জেলায় অবস্থিত?

উত্তর : ময়মনসিংহ।

 

প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধে গেরিলা দল ‘ক্র্যাক প্লাটুন’ কোন সেক্টরের অধীনে ছিল?

উত্তর : ২।

 

প্রশ্ন : ভাস্কর্য জননী ও গর্বিত বর্ণমালা এর স্থপতি কে?

উত্তর : মৃণাল হক

 

প্রশ্ন : বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় কবে?

উত্তর : ১৯৯১ ।

 

প্রশ্ন : সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র কত তারিখে গৃহীত হয়?

উত্তর : ১০ ডিসেম্বর, ১৯৪৮।

 

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের বর্তমান প্রতিরক্ষামন্ত্রীর নাম কী ?

উত্তর : লয়েড অস্টিন।

 

প্রশ্ন : বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?

উত্তর : এ এস এম সায়েম ।

 

প্রশ্ন : বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা কে?

উত্তর : অ্যাটর্নি জেনারেল।

 

প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয়?

উত্তর : যশোর ও সিলেট।

 

প্রশ্ন : গেরিলা চলচ্চিত্রের পরিচালক কে?

উত্তর : নাসিরউদ্দিন ইউসুফ।

 

প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ‘ধীরে বহে মেঘনা’ চলচ্চিত্রের নির্মাতা কে?

উত্তর : আলমগীর কবির।

 

প্রশ্ন : ল্যান্স নায়েক নূর মোহাম্মদ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন?

উত্তর : ৮ নম্বর ।

 

প্রশ্ন : দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ হয়

উত্তর : ১১ মে, ২০১৮।

 

প্রশ্ন : পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করা হয়—

উত্তর : ২৫ জুন, ২০২২।

 

প্রশ্ন : অপরাজেয় বাংলার স্থপতি কে?

উত্তর : সৈয়দ আব্দুল্লাহ খালেদ ।

 

প্রশ্ন : কোন ভিটামিনের অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায়?

উত্তর : ভিটামিন-ই

 

প্রশ্ন : ইন্টারনেট চালু হয় কত সালে?

উত্তর : ১৯৬৯ ।

 

প্রশ্ন : ভারত উপমহাদেশে বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পান—

উত্তর : সিভি রমন ।

 

প্রশ্ন : ম্যাকমোহন লাইন কোন দেশের সীমারেখা?

উত্তর : ভারত ও চীন ।

 

প্রশ্ন : সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করে?

উত্তর : লোহিত সাগর ও ভূমধ্যসাগর ।

 

প্রশ্ন : আমেরিকা কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে—

উত্তর : ব্রিটেন

 

প্রশ্ন : মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষের নাম কি?

উত্তর : সিনেট ।

 

প্রশ্ন : কার নেতৃত্বে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা আবিষ্কার করা হয়?

উত্তর : সারাহ গিলবার্ট।

 

প্রশ্ন : এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?

উত্তর : বাবেল মান্দেব প্রণালী।

 

প্রশ্ন : বিশ্বের কোন দেশ সর্বাধিক প্রতিবেশি রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত?

উত্তর : চীন।

 

প্রশ্ন : দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয়?

উত্তর : বাফার রাষ্ট্র ।

 

প্রশ্ন : কোন দেশের সংবিধান সবচেয়ে ছোট?

উত্তর : যুক্তরাষ্ট্রের।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !