বাংলা ব্যাকরণের পরিধি বা আলোচ্য বিষয় সংক্ষেপে বর্ণনা করো।
অথবা
ব্যাকরণে কী কী বিষয় আলোচিত হয়? উদাহরণসহ আলোচনা করো।
উত্তর: ব্যাকরণ (বি+আ+কৃ+অন) শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ ।
মুনীর চৌধুরীর মতে : “যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার-বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয় তাকে ব্যাকরণ বলে । ”
বাংলা ব্যাকরণের পরিধি বা আলোচ্য বিষয়-
প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। যথা :
(ক) ধ্বনি (Sound);
(গ) বাক্য (Sentence) এবং
(খ) শব্দ (Word );
(ঘ) অর্থ (Meaning)।
সব ভাষারই ব্যাকরণে মূলত চারটি বিষয়ের আলোচনা করা হয়। যথা :
(ক) ধ্বনিতত্ত্ব (Phonology):
(গ) বাক্যতত্ত্ব বা পদক্রম (Syntax) এবং
(খ) শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব (Morphology);
(ঘ) অর্থতত্ত্ব (Semantics)।
এতদ্ব্যতীত অভিধানতত্ত্ব (Lexicography), ছন্দ ও অলঙ্কার ( Prosody of Rhetoric) ব্যাকরণের আলোচ্য
এই বিভাগ থেকে আরো পড়ুন :
- “ভাষার অভ্যস্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের নামই ব্যাকরণ”-আলোচনা করো।
- ব্যাকরণ কাকে বলে? ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো।
- সাধু ও চলিত ভাষার মৌলিক পার্থক্যগুলো উদাহরণসহ আলোচনা করো।
- ভাষা কাকে বলে? বাংলা ভাষার কয়টি রূপ ও কী কী? উদাহরণসহ আলোচনা।
ধ্বনিতত্ত্বের (Phonology) আলোচ্য বিষয় : ধ্বনি উচ্চারণ প্রণালি, উচ্চারণের স্থান, ধ্বনির প্রতীক ও বর্ণের বিন্যাস, ধ্বনি পরিবর্তন ও ণ-ত্ব এবং ষ-ত্ব বিধান ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ।
শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের (Morphology) আলোচ্য বিষয় : শব্দ, শব্দের শ্রেণিবিভাগ, পদের পরিচয়, শব্দ গঠন, উপসর্গ, প্রত্যয়, বিভক্তি, লিঙ্গ, বচন, ধাতু, শব্দরূপ, কারক, সমাস, ক্রিয়াপদ প্রভৃতি শব্দতত্ত্বের আলোচ্য বিষয়।
বাক্যতত্ত্ব বা পদক্রমের (Syntax) আলোচ্য বিষয় : বাক্য, বাক্যের শ্রেণিবিভাগ ও গঠনপ্রণালি, বাক্যের রূপ পরিবর্তন বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।
অর্থতত্ত্বের (Semantics) আলোচ্য বিষয় : শব্দের অর্থবিচার, বাক্যের অর্থবিচার অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। অভিধানতত্ত্ব ও ছন্দ-অলংকার অংশে অভিধান ও ছন্দের প্রয়োগবিধি সম্পর্কে সূক্ষ্ম বিশ্লেষণ থাকে।
উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় এটা অনস্বীকার্য যে, ভাষা পরিবর্তনশীল বহতা নদীর মতো। তাই প্রতিনিয়ত সেখানে যুক্ত হচ্ছে নতুন নতুন মাত্রা। ফলে ব্যাকরণের বিষয়বস্তুর পরিবর্তন ও বিস্তৃতি ঘটেছে এবং ঘটতে
থাকবে।
জেনে রাখা ভাল :
প্রশ্ন : বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থ কোনটি?
উত্তর : ব্রাসি হ্যালহেড রচিত ‘এ গ্রামার অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ’।
প্রশ্ন : গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৭৭৮ সালে।
প্রশ্ন : রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণ গ্রন্থটির নাম কী?
উত্তর : গৌড়ীয় ব্যাকরণ।
প্রশ্ন : এটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৮৩৩ সালে।
প্রশ্ন : ড. মুহম্মদ শহীদুল্লাহ্ রচিত বাংলা ব্যাকরণ গ্রন্থের নাম কী?
উত্তর : বাংলা ব্যাকরণ।
প্রশ্ন : এটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯৩৫ সালে।
প্রশ্ন : ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় রচিত বাংলা ব্যাকরণ গ্রন্থের নাম কী ?
উত্তর : ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ।
প্রশ্ন : এটি কত সালে প্রকাশিত হয় ?
উত্তর : ১৯৩৯ সালে।