যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও অপরিশােধিত তেল উৎপাদন দৈনিক ২০ লাখ ব্যারেল কমানাের সিদ্ধান্ত নেয় শীর্ষ তেল উৎপাদক ও রপ্তানিকারকদের জোট Organization of the Petroleum Exporting Countries (OPEC)+। ৫ অক্টোবর ২০২২ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জোটের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তেলের বাজারে নিজেদের আধিপত্য ও দাম ধরে রাখতে সংগঠনটি এমন সিদ্ধান্ত নেয়।
তেল সংকটের সূত্রপাত
১৭ অক্টোবর ১৯৭৩ বিশ্বে প্রথম তেল সংকটের সূচনা হয়। তেল রপ্তানিকারক দেশগুলাের সংগঠন OPEC আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েলকে সমর্থনদানকারী দেশে তেল সরবরাহ করবে না বলে ঘােষণা দেয়। বিশ্বব্যাপী তেল রপ্তানিতে এটিই প্রথম ধাক্কা। এর ফলে বিশ্বে তেলের দাম বেড়ে যায় চারশাে গুণ। এই নিষেধাজ্ঞা জারি ছিল ১৯৭৪ সালের শুরুর দিক পর্যন্ত।
সংঘাত : তেল নিয়ে বিভিন্ন দেশে পশ্চিমাদের হস্তক্ষেপ-
- ১৯৫৩ সাল : যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মিলে ইরানে অভ্যুত্থান
- ২ আগস্ট ১৯৯০ : প্রথম উপসাগরীয় যুদ্ধে ইরাকের বিরুদ্ধে কুয়েতকে সহায়তা
- ২০ মার্চ ২০০৩ : যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক যুদ্ধ
- ১৫ ফেব্রুয়ারি ২০১১ : জাতিসংঘের যােগসাজশে ন্যাটো বাহিনীর লিবিয়া আক্রমণ; বর্তমানে ৯ বছরের গৃহযুদ্ধে লিবিয়া কার্যত চার ভাগে বিভক্ত
- ২০১১ সাল থেকে চলমান সিরিয়ায় অস্থিরতাও তেলের সম্পর্ক রয়েছে।
OPEC ও OPEC+ গঠন
১৪ সেপ্টেম্বর ১৯৬০ ইরাকের রাজধানী বাগদাদে আনুষ্ঠানিকভাবে যাত্রা করে Organization of the Petroleum Exporting Countries (OPEC)। অপরিশােধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদার ৪৪% OPEC জোগান দেয়। এটির বর্তমান সদস্য দেশ ইরাক, ইরান, আলজেরিয়া, লিবিয়া, কুয়েত, সৌদি আরব, আরব আমিরাত, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, গিনি, কঙ্গো প্রজাতন্ত্র, গ্যাবন ও অ্যাঙ্গোলা।
আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আরো পড়ুন
- বিভিন্ন পরীক্ষাতে এশিয়া মহাদেশ থেকে যত প্রশ্ন এসেছে
- সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (CEPA)’র সাতকাহন
- বিশ্বব্যাংক বাংলাদেশের বৃহত্তম বহুপাক্ষিক উন্নয়ন সহযােগী
- নোবেল পুরস্কার ২০২২ বিজয়ীদের তালিকা
- মিখাইল গর্বাচেভের উত্থান-পতন
- যুক্তরাজ্যের তৃতীয় নারী প্রধানমন্ত্রী লিজ ট্রাস
- রানি এলিজাবেথের প্রয়াণ রাজা হচ্ছেন চার্লস
- প্রধানমন্ত্রীর ভারত সফর
- আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা
- আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধ
২০১৯ সালে তেলের বাজারে কেন্দ্রীয় ব্যাংক’ খ্যাত OPEC-এর সাথে অপরিশােধিত তেল রপ্তানি করে এমন OPEC বহির্ভূত ১০টি দেশ নিয়ে OPEC+ গঠিত হয় । OPEC+ দেশগুলাে- আজারবাইজান, বাহরাইন, ব্রুনাই, কাজাখস্তান, মালয়েশিয়া, মেক্সিকো, ওমান, রাশিয়া, দক্ষিণ সুদান এবং সুদান।
যুক্তরাষ্ট্র-ওপেক দ্বন্দ্ব
বিশ্বে মােট উৎপাদিত তেলের প্রায় ১০ শতাংশের জোগান দেয় রাশিয়া। ইউক্রেনে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রসহ ইউরােপীয় ইউনিয়নের কিছু দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়। ভিয়েনায় অনুষ্ঠিত OPEC+ জোটের বৈঠকে তেলের উৎপাদন হ্রাসের সিদ্ধান্তে কোনাে দেশেরই মতবিরােধ ছিল না। এমন একটি জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় মাত্র ৩০ মিনিটে। এর ফলে বৈশ্বিক তেল সরবরাহ ২% হ্রাস পাবে, যা বিশ্ব অর্থনীতির জন্য ক্রমশ বড় ধরনের হুমকি হয়ে দাড়াবে।
৮ নভেম্বর ২০২২ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে OPEC+ -এর এমন সিদ্ধান্ত রাজনৈতিকভাবে বাইডেন প্রশাসন এবং ডেমােক্র্যাট দলকে কিছুটা বিপদে ফেলে দেয়। সৌদি আরব OPEC+ কে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে দাবি করে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের অঙ্গীকার করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
OPEC+ জানায় বিশ্ব অর্থনীতি এবং তেলের বাজারে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেই বিবেচনায় এই সিদ্ধান্ত। এরই ফলশ্রুতিতে সৌদি আরব ও এ ইস্যুতে দেশটিকে সমর্থনকারী সংযুক্ত আরব আমিরাত থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনা প্রত্যাহারের ব্যাপারে মার্কিন কংগ্রেসে একটি বিল উত্থাপন করেন তিন মার্কিন আইনপ্রণেতা।
তেল নিয়ে দৌড়ঝাপ
১৫ জুলাই ২০২২ সৌদি যুবরাজ মােহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করে তেল উৎপাদন বাড়ানাের অনুরোধ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে ২৯ জুলাই ২০২২ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্যারিসের এলিসি প্রাসাদে আলােচনায় মােহাম্মদ বিন সালমানের কাছে তেল উৎপাদন বৃদ্ধির আবেদন করেন। এরপর ২৪ সেপ্টেম্বর ২০২২ সৌদি সফরে গিয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ তেল উৎপাদন বৃদ্ধির জন্য অনুরােধ জানান। এর আগে ৬ মার্চ ২০২২ রাশিয়ার তেলের ওপর চাপ কমাতে ভেনিজুয়েলা যান মার্কিন কর্মকর্তারা। তাছাড়া তেল সংকট কাটাতে ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। বিশ্বে তেলের মূল্য কমাতে ১৯ অক্টোবর ২০২২ মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেন রিজার্ভ থেকে ১ কোটি ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহের ঘােষণা দেন।
তেল উৎপাদন, আমদানি, রপ্তানি ও রিজার্ভে শীর্ষ ১০ দেশ
উৎপাদন | আমদানি | রপ্তানি | রিজার্ভ |
যুক্তরাষ্ট্র | চীন | সৌদি আরব | ভেনিজুয়েলা |
সৌদি আরব | যুক্তরাষ্ট্র | রাশিয়া | সৌদি আরব |
রাশিয়া | ভারত | কানাডা | ইরান |
কানাডা | দ. কোরিয়া | ইরাক | কানাডা |
ইরাক | জাপান | আরব আমিরাত | ইরাক |
চীন | জার্মানি | যুক্তরাষ্ট্র | কুয়েত |
আরব আমিরাত | নেদারল্যান্ডস | নরওয়ে | আরব আমিরাত |
ইরান | ইতালি | কুয়েত | রাশিয়া |
ব্রাজিল | স্পেন | নাইজেরিয়া | লিবিয়া |
কুয়েত | থাইল্যান্ড | ব্রাজিল | যুক্তরাষ্ট্র |
➔ আপডেট : ২৫ অক্টোবর ২০২২ পর্যন্ত