বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপােরেশন (বিসিক) নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। নিচের প্রশ্ন ও উত্তর গুলো রেলওয়ে ভাইভা প্রস্তুতির জন্যও কাজে আসবে। আপনারা যারা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপােরেশন (বিসিক) পরীক্ষার প্রিলিমিনারী, লিখিত ও ভাইভা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারী হবে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপােরেশন (বিসিক) নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
প্রশ্ন : বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা গঠিত হয়—
উত্তর : ১৯৫৭ সালে।
প্রশ্ন : বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার সদর দপ্তর—
উত্তর : মতিঝিল, ঢাকা।
প্রশ্ন : বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় গঠন করা হয়—
উত্তর : ১৯৭২ সালে।
প্রশ্ন : বাংলাদেশের প্রথম শিল্পমন্ত্রীর নাম—
উত্তর : ক্যাপ্টেন এম মনসুর আলী।
প্রশ্ন : Bangladesh Standards and Testing Institution (BSTI) প্রতিষ্ঠিত হয়—
উত্তর : ১৯৮৫ সালে।
প্রশ্ন : BSTI কবে International Organization for Standardization (ISO)-এর সদস্যপদ লাভ করে—
উত্তর : ১৯৭৪ সালে।
প্রশ্ন : Bangladesh Industrial Technical Assistance Centre (BITAC)- এর আঞ্চলিক কেন্দ্র—
উত্তর : ৫টি।
প্রশ্ন : জাতীয় উন্নয়ন সংস্থা (NPO)—
উত্তর : শিল্প মন্ত্রণালয়ের অধীন।
প্রশ্ন : Tax Holiday হলাে—
উত্তর : শিল্পায়নে উৎসাহ প্রদান অব্যাহত রাখার লক্ষ্যে প্রণীত বিধান।
প্রশ্ন : জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের (NCID) সভাপতি—
উত্তর : প্রধানমন্ত্রী।
এই বিভাগ থেকে আরো পড়ুন :
- বিসিএস প্রস্তুতি (BCS Preparation) বাংলা সাহিত্য
- সম্প্রতি অনুষ্ঠিত সরকারি-বেসরকারি চাকরির নিয়ােগ পরীক্ষার প্রশ্নের সমাধান
- অডিটর ও জুনিয়র অডিটর নিয়ােগ টিপস
- সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়ােগ টিপস
- পরিসংখ্যান ব্যুরাের বিভিন্ন পদের নিয়ােগ পরীক্ষার প্রস্তুতি
- বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পদের নিয়ােগ পরীক্ষার প্রস্তুতি
- অডিটর ও জুনিয়র অডিটর নিয়ােগ পরীক্ষার প্রস্তুতি
- সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়ােগ পরীক্ষার প্রস্তুতি
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নিয়ােগ পরীক্ষার প্রস্তুতি
- অডিটর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন : বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপােরেশন—
উত্তর : শিল্প মন্ত্রণালয়ের অধীন।
প্রশ্ন : বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বাের্ড (BAB)—
উত্তর : শিল্প মন্ত্রণালয়ের অধীন।
প্রশ্ন : বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র (BITAC) প্রতিষ্ঠিত হয়—
উত্তর : ১৯৬২ সালে।
প্রশ্ন : ব্রিটিশ বাংলার প্রথম পাটকলটি আনা হয়—
উত্তর : জর্জ অকল্যান্ড, ইংল্যান্ডের ড্যান্ডি থেকে।
প্রশ্ন : বাংলাদেশের পাটশিল্পের প্রধান কেন্দ্র—
উত্তর : নারায়ণগঞ্জ ও খুলনা।
প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম পাটকল—
উত্তর : আদমজী পাটকল।
প্রশ্ন : আদমজী পাটকল বন্ধ হয়—
উত্তর : ৩০ জুন ২০০২।
প্রশ্ন : জুটনে পাটের পরিমাণ—
উত্তর : ৭০ শতাংশ।
প্রশ্ন : জুটন আবিষ্কার করেন—
উত্তর : ড. মাে. সিদ্দিকুল্লাহ।
প্রশ্ন : বাংলাদেশ থেকে প্রথম তৈরি পােশাক রপ্তানি করা হয়—
উত্তর : ফ্রান্সে।
প্রশ্ন : বাংলাদেশের একমাত্র রেয়ন মিল অবস্থিত—
উত্তর : রাঙামাটির চন্দ্রঘােনায়।
প্রশ্ন : BCIC—এর নিয়ন্ত্রণহীন একমাত্র কাগজকল—
উত্তর : কর্ণফুলী পেপার মিলস লি.।
প্রশ্ন : কর্ণফুলী পেপার মিলস লি. অবস্থিত—
উত্তর : চন্দ্রঘােনা, রাঙামাটি।
প্রশ্ন : কর্ণফুলী কাগজকলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়—
উত্তর : বাঁশ।
প্রশ্ন : স্বাধীনতার পর রাষ্ট্রীয় উদ্যোগে প্রতিষ্ঠিত একমাত্র কাগজকল—
উত্তর : সিলেট পাল্প অ্যান্ড পেপার মিল।
প্রশ্ন : বাংলাদেশের সর্ববৃহৎ কাগজকল—
উত্তর : খুলনা নিউজপ্রিন্ট মিল।
প্রশ্ন : খুলনা নিউজপ্রিন্ট মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়—
উত্তর : গেওয়া কাঠ।
প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম সার কারখানা—
উত্তর : যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, জামালপুর।
প্রশ্ন : যমুনা সার কারখানা চালু হয়—
উত্তর : ২৬ ডিসেম্বর ১৯৯১
প্রশ্ন : KAFCO ইউরিয়া সার কারখানা প্রতিষ্ঠিত হয়—
উত্তর : জাপানের সহযােগিতায়।
প্রশ্ন : দেশের একমাত্র দানাদার ইউরিয়া প্রস্তুতকারী সার কারখানা—
উত্তর : যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড।
প্রশ্ন : ইউরিয়া সারের কাঁচামাল—
উত্তর : মিথেন গ্যাস।
প্রশ্ন : কাফকো (কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড) অবস্থিত—
উত্তর : আনােয়ারা, চট্টগ্রাম।
প্রশ্ন : বাংলাদেশের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা—
উত্তর : খুলনা শিপইয়ার্ড লিমিটেড।
প্রশ্ন : জিংক সালফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড অবস্থিত—
উত্তর : নাটোর (২০০৭)।
প্রশ্ন : বাংলাদেশ প্রথম জাহাজ রপ্তানি করে—
উত্তর : ১৫ মে, ২০০৮ (ডেনমার্কে)।
প্রশ্ন : বাংলাদেশ থেকে রপ্তানিকৃত প্রথম জাহাজের নাম—
উত্তর : স্টেলা মেরিস।
প্রশ্ন : খুলনা শিপইয়ার্ড লিমিটেড অবস্থিত—
উত্তর : লবণচরা, খুলনা।
প্রশ্ন : চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের অবস্থান—
উত্তর : পতেঙ্গা, চট্টগ্রাম।
প্রশ্ন : আনন্দ শিপইয়ার্ড লিমিটেড অবস্থিত—
উত্তর : নারায়ণগঞ্জে।
প্রশ্ন : বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপােরেশনের (BSFIC) নিয়ন্ত্রণাধীন চিনিকল—
উত্তর : ১৫টি।
প্রশ্ন : বাংলাদেশের সর্ববৃহৎ চিনিকল—
উত্তর : কেরু অ্যান্ড কোং লিমিটেড (চুয়াডাঙ্গা)
প্রশ্ন : ১৯৪৭ সালে পূর্ব পাকিস্তান উত্তরাধিকার সূত্রে চিনিকল লাভ করে—
উত্তর : ৬টি।
প্রশ্ন : BCIC-এর অধীন পরিচালিত দেশের একমাত্র সিমেন্ট কারখানা—
উত্তর : ছাতক কোম্পানি লিমিটেড, ছাতক, সুনামগঞ্জ।
প্রশ্ন : ম্যাচের কাঠি তৈরি হয়—
উত্তর : কদম ও গেওয়া কাঠ থেকে।
প্রশ্ন : ম্যাচের বারুদ তৈরি হয়—
উত্তর : পটাশিয়াম ক্লোরেট, রেড ফসফরাস ও সালফার দিয়ে।
প্রশ্ন : বাংলাদেশ ভূখণ্ডে প্রথম লবণ উৎপাদন শুরু করে—
উত্তর : সমুদ্র উপকূলবর্তী মালংগি নামক একশ্রেণির চাষি।
প্রশ্ন : বাংলাদেশ লােক ও কারুশিল্প ফাউন্ডেশন অবস্থিত—
উত্তর : সােনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রশ্ন : বাংলাদেশ রেশম উন্নয়ন বাের্ড গঠিত হয়—
উত্তর : ২৪ ডিসেম্বর ১৯৭৭।
প্রশ্ন : বাংলাদেশ রেশম উন্নয়ন বাের্ড কার্যক্রম শুরু করে—
উত্তর : ১৯৭৮ সালে।
প্রশ্ন : তুলা উন্নয়ন বাের্ড গঠিত হয়—
উত্তর : ১৯৭২ সালে।
প্রশ্ন : দেশে সর্ববৃহৎ সিগারেট কারখানা—
উত্তর : ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (BATB)।
প্রশ্ন : BSCTC-এর পূর্ণরূপ—
উত্তর : Bangladesh Small and Cottage Industries Corporation.
প্রশ্ন : BGMEA এরপূর্ণরূপ—
উত্তর : Bangladesh Garment Manufacturers and Exporters Association.
প্রশ্ন : NPO এর পূর্ণ রূপ—
উত্তর : National Productivity Organization.
প্রশ্ন : BFAIC এর পূর্ণ রূপ—
উত্তর : Bangladesh Food and Allied Industries Corporation.
প্রশ্ন : BITAC এর পূর্ণ রূপ—
উত্তর : Bangladesh Industrial Technical Assistance Centre.