৪৫ তম বিসিএস প্রস্তুতি বাংলা ভাষা ও সহিত্য নিয়ে নিচে আলোচনা করা হলো। শীঘ্রই প্রকাশ হবে ৪৫তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি। অনেকেই ধারণা করতেছে এ বছরের নভেম্বরে ৪৫ তম বিসিএস সার্কুলার দিতে পারে পিএসসি। সঠিক ভাবে বলা যাচ্ছেনা, এটি অনুমান মাত্র। পরীক্ষার প্রস্তুতিতে প্রতিযােগীদের একধাপ এগিয়ে রাখতে আমরা শুরু করেছি বিষয়ভিত্তিক সাজেশনসহ বিগত পরীক্ষার প্রশ্নোত্তরের সম্মিলন। এবারের সংখ্যায় থাকছে বাংলা ভাষা ও সহিত্য থেকে বিষয়ভিত্তিক সাজেশন ও বিগত পরীক্ষার প্রশ্নোত্তর।
৪৫ তম বিসিএস প্রস্তুতির জন্য বাংলা ভাষা থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য
প্রয়োগ-অপপ্রয়োগ
- ‘দেশের সব আলেমগণই উপস্থিত ছিলেন— বাক্যটি যে দোষে দুষ্টু বাহুল্য।
- ‘সলজ্জিত’ শব্দটি অশুদ্ধির শিকার হয়েছে— বিশেষণ পদকে পুনরায় বিশেষণ করার কারণে।
- ‘আয়ত্তাধীন’ শব্দের শুদ্ধ প্রয়োগ হলো— আয়ত্ত/অধীন ।
- ‘জন্মবার্ষিকী’ শব্দ বহুল প্রচলিত হলেও অপপ্রয়োগ যে কারণে— স্ত্রী প্রত্যয়যোগ
- “বিত্ত যদি গোল হয় বৃত্ত হবে সম্পদ। বাক্যটি যে কারণে অশুদ্ধ শব্দ— প্রয়োগজনিত।
- ‘গুরুচণ্ডালী দোষ’ বলতে বুঝায়— সাধু ও চলিত ভাষার মিশ্রণ।
- ‘নিরভিমানী’ যে ধরনের অশুদ্ধি— সমাসঘটিত।
- ‘উল্লেখিত” শব্দের শুদ্ধ প্রয়োগ হলো— উল্লিখিত।
বানান ও বাক্য শুদ্ধি
আনুষঙ্গিক, উদ্ভূত, ক্রূর, জ্যোতিষ্ক, তত্ত্বাবধান, স্বৈরাচারী, সিন্দূর, সত্তা, অন্তঃসত্ত্বা, ঔদ্ধত্য, জাত্যভিমান, তাত্ত্বিক, যূপকাষ্ঠ, বিদ্বজ্জন, দ্ব্যর্থ, শোন, সরস্বতী, হৃৎস্পন্দন, মুহুর্মুহু, প্রাতঃকৃত্য, গণ্ডমূর্খ।
অশুদ্ধ : এ নির্মম হত্যাকাণ্ডে গ্রামবাসী নিস্তব্ধ হয়ে গেল।
শুদ্ধ : এ নির্মম হত্যাকাণ্ড দেখে গ্রামবাসী নিঃস্তব্ধ হয়ে গেল।
অশুদ্ধ : কস্ট অর্থ ক্লেষ ।
শুদ্ধ : কষ্ট অর্থ ক্লেশ ।
অশুদ্ধ : মহারাজ সভাগৃহে প্রবেশ করলেন।
শুদ্ধ: মহারাজ সভাকক্ষে প্রবেশ করলেন।
অশুদ্ধ : নদীর জল হ্রাস হয়েছে।
শুদ্ধ : নদীর জল হ্রাস পেয়েছে।
অশুদ্ধ: সে শিরোপিড়ায় কষ্ট পাচ্ছে।
শুদ্ধ : সে শিরঃপীড়ায় কষ্ট পাচ্ছে।
অশুদ্ধ : সে সঙ্কট অবস্থায় পড়েছে।
শুদ্ধ : সে সংকটে পড়েছে।
বিসিএস প্রস্তুতি বিভাগ থেকে আরো পড়ুন
- বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি বাংলা ভাষা ও সাহিত্য
- বিসিএস প্রস্তুতির প্রাককথন
- বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতি সাধারণ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর
- বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি থেকে প্রশ্নোত্তর
- বিসিএস লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক সাজেশন্স : সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি
- বিগত বিসিএস পরীক্ষায় আসা বাংলা ভাষা ও সাহিত্য প্রশ্নাবলি
- বিভিন্ন পরীক্ষায় আসা মুজিবনগর সরকার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
- বিসিএস ভাইভা বোর্ডে প্রবেশের ৪০ মিনিট পূর্বে যা যা করবেন
- বিসিএস প্রিলি. প্রস্তুতি : বাংলা সাহিত্য থেকে বাছাই করা কিছু প্রশ্ন ও উত্তর
- বিসিএস প্রস্তুতিতে গণিতে দুর্বল পরীক্ষার্থীরা যেভাবে ভালো করবেন জানুন।
পারিভাষিক শব্দ
Arrear | বকেয়া | Zodiac | রাশিচক্র |
Delegate | প্রতিনিধি | Abrogation | বাতিল |
Compensation | ক্ষতিপূরণ | Draft | খসড়া |
Insecticide | কীটনাশক | Granary | শস্যাগার |
Ex-officio | পদাধিকারবলে | Inferior | নিকৃষ্ট |
Supervision | তত্ত্বাবধান | Malnutrition | অপুষ্টি |
Chaos | চরম বিশৃঙ্খলা | Ordinance | অধ্যাদেশ |
Knavery | প্রতারণা | Outdated | সেকেলে |
বিপরীতার্থক শব্দ
উদয় | অস্ত | অধিত্যকা | উপত্যকা |
ঐশ্বর্য | দারিদ্র্য | আদিষ্ট | নিষিদ্ধ |
ছায়া | কায়া | উচাটন | প্রশান্ত |
ক্ষীণ | পুষ্ট | গঞ্জনা | প্রশংসা |
নশ্বর | অবিনশ্বর | ত্বরা | বিলম্ব |
মৌন | মুখর |
সমার্থক শব্দ
চালাক | বুদ্ধিমান, চতুর, নিপুণ, ধূর্ত, ঠগ |
ঢেউ | তরঙ্গ, উর্মি, কল্লোল, হিল্লোল, বীচি |
দাস | চাকর, ভৃত্য, ক্রীতদাস, অধীন, অনুগত |
ঈর্ষা | হিংসা, বিদ্বেষ, বৈরিতা, পরশ্রীকাতরতা, অসূয়া |
কুহক | মায়া, ইন্দ্রজাল, ভেলকি, ছলনা, প্রতারণা |
মুকুল | কলি, কলিকা, কুঁড়ি, কোরক |
ধ্বনি ও বর্ণ
- ভাষার মূল উপাদান— ধ্বনি।
- অঘােষ ‘ই’ ধ্বনির বর্ণরূপ—ঃ (বিসর্গ)।
- নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকেবলে— অক্ষর।
- অঘােষ অল্পপ্রাণ দ্যোতিত বর্ণ— তিনটি (শ, ষ, স)।
- যে সকল স্বরধ্বনি পুরােপুরি উচ্চারিত হয় না তাদের বলে— অর্ধস্বর।
- যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে বলা হয়— অঘােষ ধ্বনি।
- ‘ম’ বর্ণের উচ্চারণ স্থান— ওষ্ঠ্য।
- নাসিক্য বর্ণগুলাের অন্য নাম— অনুনাসিক বা সানুনাসিক।
শব্দ ও পদ
- মৌলিক শব্দ বা ধাতু প্রকৃতির সাথে উপসর্গ বা প্রত্যয় যােগে কিংবা সমাসনিগ্ন হয়ে যেসব শব্দ গঠিত হয় তাদের বলা হয়— সাধিত শব্দ।
- ‘জল’ শব্দটির বিশেষণ— জলীয়।
- ভাব প্রকাশের রীতি অনুসারে ক্রিয়াপদ— ২প্রকার।
- যে পদ নাম বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণকে বিশেষিত করে, তাকে বলে— বিশেষণীয় বিশেষণ।
- শাকসবজি শব্দটি গঠিত হয়েছে— তৎসম ও ফারসি শব্দযােগে।
- পদের দ্বিরুক্তি বলতে বােঝায়— একই বিভক্তিযুক্ত পদ।
বাক্য
- বাক্যে ব্যবহৃত পদগুলাের অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নাম— যােগ্যতা।
- ‘যারা মাতৃভাষার মূল্য দেয় না, তারা মায়ের মূল্য দিতে জানে না যে ধরনের বাক্য— জটিল বা মিশ্র।
- বাক্যের ক্ষুদ্রতম একক— শব্দ।
- একটি সার্থক বাক্যের গুণ— ৩টি।
- যে নারী বীর সন্তান প্রসব করে— বীরপ্রসূ।
- ‘তারা ধনী কিন্তু কৃপণ’ যে ধরনের বাক্য— যৌগিক।
সন্ধি
কথােপকথন | কথা + উপকথন | মনােজ | মনঃ + জ |
ঢাকেশ্বরী | ঢাকা + ঈশ্বরী | মনঃকষ্ট | মনঃ+কষ্ট |
মহার্ঘ | মহা + অর্ঘ | সন্ধি | সম + ধি |
মীমাংসা | মিমান + সা | তথৈবচ | তথা + এবচ |
বধূৎসব | বধূ + উৎসব | উন্নয়ন | উৎ+ নয়ন |
পুনশ্চ | পুনঃ + চ |
প্রত্যয়
আকস্মিক | অকস্মাৎ + ষ্ণিক | বাঁদরামি | বাঁদর + আমি |
ঈপ্সু | ঈপ্স্ + উ | সুপ্ত | স্বপ্ + ক্ত |
ঘটকালি | ঘটক + আলি | পাঞ্চভৌতিক | পঞ্চভূত + ষ্ণিক |
ছাত্র | ছত্র + অ | ভক্তি | ভজ + ক্তি |
দোলনা | দুল্ + অনা | পড়পড় | পড়+ অ |
সমাস
আগাগােড়া | পঞ্চমী তৎপুরুষ | চালাক-চতুর | কর্মধারয় |
নিরামিষ | অব্যয়ীভাব | লেখাপড়া | দ্বন্দ্ব |
গায়েহলুদ | অলুক বহুুব্রীহি | বিয়েপাগলা | চতুর্থী তৎপুরুষ |
ঘরছাড়া | উপপদ তৎপুরুষ | ঘুষাঘুষি | ব্যতিহার বহুব্রীহি |
চালকুমড়া | মধ্যপদলােপী কর্মধারয় | ত্রিমােহনী | দ্বিগু |
আরক্তিম | অব্যয়ীভাব |
৪৫ তম বিসিএস প্রস্তুতির জন্য বাংলা সাহিত্য থেকে কিছু প্রশ্নোত্তর
প্রশ্ন : প্রাচীন যুগে কৃষিকাজের জন্য উপযােগী সাহিত্য
উত্তর : ডাক ও খনার বচন।
প্রশ্ন : চর্যাপদের পুঁথিগুলাে বই আকারে প্রকাশ পায়
উত্তর : ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে।
প্রশ্ন : চর্যাপদে যে কবির নাম থাকলেও পদ পাওয়া যায়নি
উত্তর : লাড়ীডােম্বীপা।
প্রশ্ন : বাংলা সাহিত্যে তুর্কি শাসকদের কালকে বলা হয়
উত্তর : অন্ধকার যুগ।
প্রশ্ন : ‘শূন্যপুরাণ’ হলাে
উত্তর : গদ্য-পদ্য মিশ্রিত চম্পুকাব্য।
প্রশ্ন : শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি উদ্ধার করেন
উত্তর : বসন্তরঞ্জন রায় বিদ্বল্লভ (১৯০৯ সালে)।
প্রশ্ন : মনসামঙ্গলের আদি কবি
উত্তর : কানাহরি দত্ত।
প্রশ্ন : মর্সিয়া শব্দের অর্থ
উত্তর : শােক প্রকাশ করা।
প্রশ্ন : রামায়ণ-এর প্রথম বাংলা অনুবাদ করেন
উত্তর : কৃত্তিবাস ওঝা।
প্রশ্ন : মঙ্গলকাব্যের মূল উপজীব্য
উত্তর : দেব দেবীর গুণগান।
প্রশ্ন : বৈষ্ণব পদাবলির প্রথম কবি
উত্তর : বিদ্যাপতি।
প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম রােমান্টিক প্রণয়ােপাখ্যান
উত্তর : ইউসুফ-জোলেখা।
প্রশ্ন : মৈমনসিংহ গীতিকা সম্পাদনা করেন
উত্তর : ড. দীনেশচন্দ্র সেন।
প্রশ্ন : জয়নবের চৌতিশা গ্রন্থের রচয়িতা
উত্তর : শেখ ফয়জুল্লাহ।
প্রশ্ন : চর্যাপদের তিব্বতি অনুবাদ আবিষ্কার করেন
উত্তর : ড. প্রবােধচন্দ্র বাগচী, ১৯৩৮ সালে।
প্রশ্ন : তিব্বতি ভাষায় ডাক ও খনা শব্দদ্বয়ের অর্থ
উত্তর : প্রজ্ঞাবান।
প্রশ্ন : বৈষ্ণব পদাবলি বৈষ্ণব সমাজে পরিচিত
উত্তর : মহাজন পদাবলি নামে।
প্রশ্ন : বাংলা সাহিত্যে মঙ্গলকাব্য ধারার প্রাচীনতম ধারা
উত্তর : মনসামঙ্গল।
প্রশ্ন : মধ্যযুগে মুসলমান কবিদের মধ্যে শ্রেষ্ঠ
উত্তর : আলাওল।
প্রশ্ন : চর্যাপদ রচনার উদ্দেশ্য
উত্তর : ধর্মচর্চা।
প্রশ্ন : ‘জন্মভূমি জননী স্বর্গের গরিয়সী’ যে কাব্যের বিখ্যাত উক্তি
উত্তর : অন্নদামঙ্গল।
প্রশ্ন : পুঁথি সাহিত্যের উদ্ভব
উত্তর : অষ্টাদশ শতাব্দীতে।
প্রশ্ন : ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়
উত্তর : ১৮০০ সালের ৪ মে।
প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রন্থ
উত্তর : কৃপার শাস্ত্রের অর্থভেদ।
প্রশ্ন : ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের মধ্যে শ্রেষ্ঠ মনে করা হয়
উত্তর : মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারকে।
প্রশ্ন : ইয়ংবেঙ্গল আত্মপ্রকাশ করে
উত্তর : ১৮৩১ সালে।
প্রশ্ন : মােহামেডান লিটারেরি সােসাইটি প্রতিষ্ঠা করেন
উত্তর : আবদুল লতিফ।
প্রশ্ন : বাংলা একাডেমি প্রতিবছর পুরস্কার প্রদান করে
উত্তর : সাহিত্যে।
প্রশ্ন : ‘সাধনা’ পত্রিকার সম্পাদক ছিলেন
উত্তর : সুধীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন : ‘সমকাল’ পত্রিকাটি প্রকাশিত হয়
উত্তর : ১৯৫৭ সালে।
প্রশ্ন : ‘শােভনলাল’ রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাসের চরিত্র
উত্তর : শেষের কবিতা।
প্রশ্ন : ইন্দির ঠাকরুন চরিত্রটির স্রষ্টা
উত্তর : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন : কাজী নজরুল ইসলামের লেখা ‘আলেয়া’ একটি
উত্তর : গীতিনাট্য।
প্রশ্ন : পশুপাখির কাহিনি অবলম্বনে রচিত লােকসাহিত্যকে বলা হয়
উত্তর : উপকথা।
প্রশ্ন : ‘দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে।’- এর রচয়িতা
উত্তর : কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন : ‘সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা।’ চরণটির রচয়িতা
উত্তর : জসীমউদ্দীন।
প্রশ্ন : ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা’ গানটির সুরকার
উত্তর : আপেল মাহমুদ।
প্রশ্ন : ঈশ্বরচন্দ্রকে ‘বিদ্যাসাগর’ উপাধি দান করে
উত্তর : সংস্কৃত কলেজ।
প্রশ্ন : ‘কলম সৈনিক’ উপাধি পেয়েছেন
উত্তর : আবদুল হক।
প্রশ্ন : শাহ্ আব্দুল করিম জন্মগ্রহণ করেন
উত্তর : সুনামগঞ্জ জেলায়।
প্রশ্ন : কবি সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন
উত্তর : ২১ বছর বয়সে।
প্রশ্ন : T.S. Eliot এর ‘The Journey of the Magi’ কবিতার রবীন্দ্রনাথ ঠাকুরকৃত অনূদিত রূপ হলাে
উত্তর : তীর্থযাত্রী।
প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব ছিলেন
উত্তর : কবি অমিয় চক্রবর্তী।
প্রশ্ন : ‘ঈশ্বর’ কবিতাটি কাজী নজরুল ইসলামের যে কাব্যের অন্তর্গত
উত্তর : সাম্যবাদী।
প্রশ্ন : বাংলা সাহিত্যে আলালি ভাষার প্রবর্তক
উত্তর : প্যারীচাঁদ মিত্র।
প্রশ্ন : ‘বোধােদয়’ গ্রন্থটির লেখক
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
প্রশ্ন : মাইকেল মধুসূদন দত্ত রচিত মােট সনেটের সংখ্যা
উত্তর : ১০২টি।
প্রশ্ন : ‘বঙ্গভাষা’ শীর্ষক সনেট রচনায় মাইকেল মধুসূদন দত্ত অবলম্বন করেছেন
উত্তর : শেক্সপীয়রীয় ও পেত্রার্কীয় রীতি।
প্রশ্ন : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাজার থেকে প্রত্যাহার করে নেন
উত্তর : সাম্য গ্রন্থটি।
প্রশ্ন : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস
উত্তর : আনন্দমঠ, দেবী চৌধুরাণী, সীতারাম।
প্রশ্ন : যে বিখ্যাত সাহিত্যিক ব্রিটিশ শাসনামলে ঢাকায় পােস্ট মাস্টার পদে কর্মরত ছিলেন
উত্তর : দীনবন্ধু মিত্র।
প্রশ্ন : বেহুলা গীতাভিনয় নাটকের রচয়িতা
উত্তর : মীর মশাররফ হােসেন।
প্রশ্ন : মীর মশাররফ হােসেনের আত্মজীবনীমূলক রচনা
উত্তর : গাজী মিয়ার বস্তানী।
প্রশ্ন : ‘অশ্রুমালা’ গীতিকাব্যের রচয়িতা
উত্তর : কায়কোবাদ।
প্রশ্ন : বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম বাংলায় সনেট রচনা করেন
উত্তর : কায়কোবাদ।
প্রশ্ন : ‘রায়তের কথা’ গ্রন্থের রচয়িতা
উত্তর : প্রমথ চৌধুরী।
প্রশ্ন : ‘সাহিত্যের লক্ষ্য আনন্দ দান’ এই মত পােষণ করেন
উত্তর : প্রমথ চৌধুরী।
প্রশ্ন : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ডি. লিট ডিগ্রি প্রদান করে
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রশ্ন : ‘বৈকুণ্ঠের উইল’ গ্রন্থের রচয়িতা
উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
প্রশ্ন : ‘রায়নন্দিনী’ গ্রন্থের লেখক
উত্তর : সৈয়দ ইসমাইল হােসেন সিরাজী।
প্রশ্ন : মুসলিম নারী জাগরণের অগ্রদূত
উত্তর : রােকেয়া সাখাওয়াত হােসেন।
প্রশ্ন : ‘অপু ও দুর্গা’ চরিত্র দুটি যে উপন্যাসের
উত্তর : পথের পাঁচালী।
প্রশ্ন : গােলাম মােস্তফার বিখ্যাত কবিতা ‘জীবন বিনিময় যে কাব্যের অন্তর্গত
উত্তর : বুলবুলিস্তান।
প্রশ্ন : ‘আসমানী পর্দা’ গল্পগ্রন্থের রচয়িতা
উত্তর : আবুল মনসুর আহমদ।
প্রশ্ন : কাজী নজরুল ইসলামের পর বাংলা সাহিত্যে সবচেয়ে বেশি আরবি-ফারসি শব্দ ব্যবহার করেন
উত্তর : সৈয়দ মুজতবা আলী।
প্রশ্ন : মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্প
উত্তর : অতসী মামী।
প্রশ্ন : শওকত ওসমান ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসের জন্য লাভ করেন
উত্তর : আদমজী পুরস্কার।
প্রশ্ন : ‘একাত্তরের ডায়েরী’ লিখেছেন
উত্তর : সুফিয়া কামাল।
প্রশ্ন : আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ
উত্তর : রাত্রিশেষ।
প্রশ্ন : মুসলিম রেনেসাঁর কবি
উত্তর : ফররুখ আহমদ।
প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত গান আমাদের সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই’ এর রচয়িতা
উত্তর : সিকান্দার আবু জাফর।
প্রশ্ন : সৈয়দ ওয়ালীউল্লাহর বেশিরভাগ গল্পে প্রকাশ পেয়েছে
উত্তর : গ্রামবাংলার ধর্মান্ধতা ও কুসংস্কারের বাস্তব চিত্র।
প্রশ্ন : মুনীর চৌধুরী নির্মিত বাংলা টাইপ রাইটার
উত্তর : মুনীর অপটিমা।
প্রশ্ন : ‘প্রতিদিন ঘরহীন ঘরে’ কাব্যগ্রন্থের রচয়িতা
উত্তর : শামসুর রাহমান।
প্রশ্ন : ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রটির পরিচালক
উত্তর : জহির রায়হান।
প্রশ্ন : ‘যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান’— চরণটির রচয়িতা
উত্তর : সৈয়দ শামসুল হক।
প্রশ্ন : কবি আল মাহমুদের প্রকৃত নাম
উত্তর : মির আবদুস শুকুর আল মাহমুদ।
প্রশ্ন : ‘দোজখের ওম’ গল্পগ্রন্থের রচয়িতা
উত্তর : আখতারুজ্জামান ইলিয়াস।
প্রশ্ন : সেলিম আল দীন রচিত ‘চাকা’ একটি
উত্তর : কথানাট্য।
প্রশ্ন : ‘প্রদোষে প্রাকৃতজন’ গ্রন্থটি রচনা করেন
উত্তর : শওকত আলী।
প্রশ্ন : বাংলা সাহিত্যে উপন্যাসের পূর্বস্তর
উত্তর : সামাজিক নকশা জাতীয় রচনা।
প্রশ্ন : ‘অক্টোপাস’ উপন্যাসের রচয়িতা
উত্তর : শামসুর রাহমান।
প্রশ্ন : বাংলা নাটক প্রথম মঞ্চস্থ হয়
উত্তর : বেঙ্গল থিয়েটারে।
প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম আত্মচরিত মূলক গ্রন্থ
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘বিদ্যাসাগরচরিত’।
প্রশ্ন : ‘বন্দর থেকে বন্দর’ ভ্রমণকাহিনিটির রচয়িতা
উত্তর : সানাউল হক।
প্রশ্ন : ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস ‘আর্তনাদ’ লিখেছেন
উত্তর : শওকত ওসমান।
প্রশ্ন : শিশুতােষ কবিতা ‘আমি যদি বাবা হতাম বাবা হত খােকা’-এর রচয়িতা
উত্তর : কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন : প্রথাবিরােধী বহুমাত্রিক লেখক হিসেবে পরিচিত
উত্তর : হুমায়ুন আজাদ।
প্রশ্ন : হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে পরিচিত মূলত
উত্তর : কথাসাহিত্যিক হিসেবে।
প্রশ্ন : ফোর্ট উইলিয়াম কলেজ চালু ছিল
উত্তর : ১৮৫৪ সাল পর্যন্ত।
প্রশ্ন : যে আইনে বাংলা একাডেমি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা পায়
উত্তর : The Bengali Academy Act-1957
প্রশ্ন : মিহির মাসিক পত্রিকার সম্পাদক
উত্তর : শেখ আবদুর রহিম।
প্রশ্ন : বাংলা সাহিত্যে গীতিকবিতার প্রবর্তক
উত্তর : বিহারীলাল চক্রবর্তী।
প্রশ্ন : ‘আমার পরিচয়’ কবিতার লেখক
উত্তর : সৈয়দ শামসুল হক।
প্রশ্ন : মেঘনাদবধ কাব্যের সর্গ সংখ্যা
উত্তর : ৯টি।
প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম সচেতন ছােটগল্পকার
উত্তর : স্বর্ণকুমারী দেবী।
বিগত বিসিএস পরীক্ষার প্রশ্নাবলী
পরীক্ষা | প্রশ্ন | উত্তর |
৩৫তম বিসিএস | “পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিস্কার!”—বাক্যটিতে নিম্নরেখ পদে ষ/স ব্যবহারে | দুটোই অশুদ্ধ |
৩৮তম বিসিএস | কোনটিতে অপপ্রয়ােগ ঘটেছে? | একত্রিত |
৩৭তম বিসিএস | নিচের কোন বানানগুচ্ছের সবগুলাে বানানই অশুদ্ধ? | নিক্কণ, সূচত্র, অনুর্ধ্ব |
১৫তম বিসিএস | শুদ্ধ বানানটি নির্দেশ করুন | মুহুর্মুহু |
৪২তম বিসিএস | ‘Notification-এর বাংলা পরিভাষা কোনটি? | প্রজ্ঞাপন |
৩০তম বিসিএস | Anatomy শব্দের অর্থ | শারীরবিদ্যা |
৪৩তম বিসিএস | ‘জিজীবিষা’ শব্দটির অর্থ | বেঁচে থাকার ইচ্ছা |
৪৩তম বিসিএস | ‘গড্ডলিকা প্রবাহ বাগধারায় গড্ডল শব্দের অর্থ কী? | ভেড়া |
৪২তম বিসিএস | ‘উদ্বাসন’ শব্দের অর্থ কী? | বাসভূমি থেকে বিতাড়িত হওয়া |
৩৮তম বিসিএস | ‘ব্যক্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? | গৃঢ় |
৪৩তম বিসিএস | নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি? | আ |
৩৭তম বিসিএস | ‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনি? | যৌগিক স্বরধ্বনি |
৩৬তম বিসিএস | ‘বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি? | জ+ঞ |
১৮তম বিসিএস | বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি? | ১০টি |
৪৩তম বিসিএস | ‘আসমান’ কোন ভাষা থেকে আগত শব্দ? | ফারসি |
৪০তম বিসিএস | ‘জোছনা’ কোন শ্রেণির শব্দ? | অর্ধ-তৎসম |
৪৩তম বিসিএস | ‘ডেকে ডেকে হয়রান হচ্ছি।’—এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে? | পৌনঃপুনিকতা |
৩৬তম বিসিএস | ‘এ যে আমাদের চেনা লােক-বাক্যে ‘চেনা কোন পদ? | বিশেষণ |
২০তম বিসিএস | ‘পদ বলতে কী বােঝায়? | বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু |
৪৩তম বিসিএস | ‘তাতে সমাজজীবন চলে না।’-এ বাক্যের অস্তিবাচক রূপ কোনটি? | তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে |
৪১তম বিসিএস | প্রচুর + য=প্রাচুর্য কোন প্রত্যয়? | তদ্ধিত প্রত্যয় |
৩০তম বিসিএস | ‘সাহচর্য’ শব্দের শুদ্ধ গঠন কোনটি? | সহচর+য |
৩৮তম বিসিএস | ‘সদ্যোজাত’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি? | সদ্যঃ + জাত |
৩৫তম বিসিএস | ‘দ্বৈপায়ন’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি? | দ্বীপ + অয়ন |
১৮তম বিসিএস | ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশের আলােচ্য বিষয়? | ধ্বনিতত্ত্ব |
৪৩তম বিসিএস | ‘চিকিৎসাশাস্ত্র’ কোন সমাস? | কর্মধারয় |
২৫তম বিসিএস | ‘চাদমুখ’-এর ব্যাসবাক্য হলাে | চাঁদের মতাে মুখ |
৩১তম বিসিএস | সমাসবদ্ধ শব্দ ‘আনত’ কোন সমাসের উদাহরণ? | অব্যয়ীভাব |
৪৩তম বিসিএস | ‘রুখের তেন্তুলী কুমীরে খাই’-এর অর্থ কী? | গাছের তেঁতুল কুমিরে খায় |
৪২, ৩৮ বিসিএস | কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার প্রয়ােগ আছে? | চর্যাপদ |
৩৬তম বিসিএস | মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম? | শ্রীচৈতন্যদেব |
৩৮তম বিসিএস | গঠনরীতিতে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য মূলত | নাট্যগীতি |
৪১তম বিসিএস | চারণ কবি হিসেবে বিখ্যাত কে? | মুকুন্দ দাস |
৪০তম বিসিএস | ‘জীবনস্মৃতি’ কার রচনা? | রবীন্দ্রনাথ ঠাকুর |
৪৩তম বিসিএস | মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী? | পদ্মপুরাণ |
২১তম বিসিএস | ব্রজবুলি বলতে কী বােঝায়? | একরকম কৃত্রিম কবিভাষা |
৩৭তম বিসিএস | শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে? | মধুর রস |
৩৭তম বিসিএস | ‘গােরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনি অবলম্বনে লেখা? | নাথধর্ম |
৩৬তম বিসিএস | ‘তােহফা’ কাব্যটি কে রচনা করেন? | আলাওল |
২৬তম বিসিএস | ‘মহুয়া’ পালাটির রচয়িতা | দ্বিজ কানাই |
৪৩তম বিসিএস | ‘মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠিত হয় | ১৯ জানুয়ারি ১৯২৬ |
৩৭তম বিসিএস | ‘পূর্বঙ্গ গীতিকা’র লােকপালাসমূহের সগ্রাহক কে? | চন্দ্রকুমার দে |
২৬তম বিসিএস | ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খােলা হয় | ১৮০১ সালে |
৪৩তম বিসিএস | সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কী? | শনিবারের চিঠি |
৪০তম বিসিএস | ‘ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে? | কৃষ্ণচন্দ্র মজুমদার |
৩৫তম বিসিএস | ‘কপালকুণ্ডলা’ কোন প্রকৃতির রচনা? | রােমান্সমূলক উপন্যাস |
৪৩তম বিসিএস | ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে’ কে এই দামাল ছেলে? | কামাল পাশা |
৩০তম বিসিএস | কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন কোন লেখক? | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
৩৫তম বিসিএস | বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? | কৃষ্ণকুমারী |
৩৫তম বিসিএস | ‘তেল নুন লকড়ি’ কার রচিত গ্রন্থ? | প্রমথ চৌধুরী |
২৪তম বিসিএস | ‘শাশ্বতবঙ্গ’ গ্রন্থটির রচয়িতা কে? | কাজী আবদুল ওদুদ |
৪১তম বিসিএস | ‘পরানের গহীন ভিতর’ কাব্যের কবি কে? | সৈয়দ শামসুল হক |
২৪তম বিসিএস | ‘মা যে জননী কান্দে’ কোন ধরনের রচনা? | কাব্য |
৩৫তম বিসিএস | ‘হুলিয়া’ কবিতা কার রচনা? | নির্মলেন্দু গুণ |
২৬তম বিসিএস | ‘তােমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি’-রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? | শেষ লেখা |
৩৮তম বিসিএস | কত সালে ‘মেঘনাদবধ কাব্য’ প্রথম প্রকাশিত হয়? | ১৮৬১ সালে |
৪১তম বিসিএস | ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি | স্মৃতিস্তম্ভ |
৪২তম বিসিএস | মুক্তিযুদ্ধভিত্তিক নভেল কোনটি? | জীবন ও রাজনৈতিক বাস্তবতা |
৪১তম বিসিএস | রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ গল্পের একটি বিখ্যাত চরিত্র | চারুলতা |
৪৩তম বিসিএস | ‘মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়’-কে রচনা করেন এই কাব্যাংশ? | জীবনানন্দ দাশ |
১৬তম বিসিএস | ‘সব কটা জানালা খুলে দাও না। এর গীতিকার কে? | মরহুম নজরুল ইসলাম বাবু |