যেসব শব্দ দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু, ধারণা ও গুণের নাম বােঝায়, সেগুলােকে বিশেষ্য বলে। যেমন – নজরুল, বাঘ, ঢাকা, ইট, ভােজন, সততা ইত্যাদি।
বিশেষ্যের শ্রেণিবিভাগ বিশেষ্য সাধারণত ছয় প্রকার:
- নাম-বিশেষ্য,
- জাতি-বিশেষ্য,
- বস্তু-বিশেষ্য,
- সমষ্টি-বিশেষ্য,
- গুণ-বিশেষ্য এবং
- ক্রিয়া-বিশেষ্য
১. নাম-বিশেষ্য: ব্যক্তি, স্থান, দেশ, কাল, সৃষ্টি প্রভৃতির সুনির্দিষ্ট নামকে নাম-বিশেষ্য বলা হয়। যেমন – ব্যক্তিনাম: হাবিব, সজল, লতা, শম্পা। স্থাননাম: ঢাকা, বাংলাদেশ, হিমালয়, পদ্মা। কালনাম: সােমবার, বৈশাখ, জানুয়ারি, রমজান। সৃষ্টিনাম: গীতাঞ্জলি, সঞ্চিতা, ইত্তেফাক, অপরাজেয় বাংলা।
২. জাতি-বিশেষ্য: জাতি-বিশেষ্য সাধারণ-বিশেষ্য নামেও পরিচিত। এ ধরনের বিশেষ্য নির্দিষ্ট কোনাে নামকে না বুঝিয়ে প্রাণী ও অপ্রাণীর সাধারণ নামকে বােঝায়। যেমন – মানুষ, গরু, ছাগল, ফুল, ফল, নদী, সাগর, পর্বত ইত্যাদি।
৩. বস্তু বিশেষ্য: কোনাে দ্রব্য বা বস্তুর নামকে বস্তু-বিশেষ্য বলে। যেমন – ইট, লবণ, আকাশ, টেবিল, বই ইত্যাদি।
এই বিভাগ থেকে আরো পড়ুন
- ক্রিয়াবিশেষণ
- ক্রিয়া
- বিশেষণ
- সর্বনাম
- বিশেষ্য
- শব্দের শ্রেণিবিভাগ
- সংখ্যাবাচক শব্দ
- অর্থের দিকে দিয়ে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? প্রত্যেকটির সংজ্ঞা ও উদাহরণ দাও।
- নরবাচক ও নারীবাচক শব্দ
- শব্দদ্বিত্ব : অনুকার দ্বিত্ব, ধ্বন্যাত্মক দ্বিত্ব, পুনরাবৃত্ত দ্বিত্ব
৪. সমষ্টি-বিশেষ্য: এ ধরনের বিশেষ্য দিয়ে ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বােঝায়। যেমন – জনতা, পরিবার, ঝক, বাহিনী, মিছিল ইত্যাদি।
৫. গুণ-বিশেষ্য: গুণগত অবস্থা ও ধারণার নামকে গুণ-বিশেষ্য বলে। যেমন – সরলতা, দয়া, আনন্দ, গুরুত্ব, দীনতা, ধৈর্য ইত্যাদি।
৬. ক্রিয়া-বিশেষ্য: যে বিশেষ্য দিয়ে কোনাে ক্রিয়া বা কাজের নাম বােঝায়, তাকে ক্রিয়া-বিশেষ্য বলে। যেমন – পঠন, ভােজন, শয়ন, করা, করানাে, পাঠানাে, নেওয়া ইত্যাদি।
অনুশীলনী
সঠিক উত্তরে টিক চিহ্ন দাও।
১. যে সব শব্দ দিয়ে কোনাে কিছুর নাম বােঝায় তাকে কী বলে?
ক. বিশেষ্য
খ. অনুসর্গ
গ. যােজক
ঘ. সর্বনাম
২. বাক্যে ব্যবহারের সময়ে বিশেষ্যের সঙ্গে কী কী যুক্ত হয়?
ক. বিভক্তি, নির্দেশক ও বচন
খ. বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম
গ. অনুসর্গ, নির্দেশক ও বিশেষ্য
ঘ. বিশেষণ, অব্যয় ও ক্রিয়া
৩. ‘পদ্মা’ কোন জাতীয় নাম-বিশেষ্য?
ক. সৃষ্টিনাম
খ. কালনাম
গ. স্থাননাম
ঘ. ব্যক্তিনাম
৪. জাতি-বিশেষ্যের উদাহরণ কোনটি?
ক. আকাশ
খ. নদী
গ. পদ্ম
ঘ. হিমালয়
৫. নিচের কোনগুলি সমষ্টি-বিশেষ্যের উদাহরণ?
ক. পরিবার ও মিছিল
খ. নদী ও সাগর
গ. সঞ্চিতা ও ইত্তেফাক
ঘ. আকাশ ও বই
৬. গুণ-বিশেষ্য কোনটি?
ক. সাগর
খ. সততা
গ. ভােজন
ঘ. বাহিনী
৭. নিচের কোনটি কালনাম শ্রেণির নাম-বিশেষ্য?
ক. বৈশাখ
খ. হিমালয়
গ. আকাশ
ঘ. পবন