গত ১ জুন ২০২২ যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অত্যাধুনিক প্রযুক্তির রকেট-ব্যবস্থা হাই মােবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমার্স) সরব্রাহকরেছে। এ রকেট-ব্যবস্থা ব্যবহার করে দীর্ঘ ৮০ কিলােমিটার দূরত্ব পর্যন্ত (৫০ মাইল) লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায়।
৭০ কোটি ডলার মূল্যের নতুন অস্ত্রসহায়তা প্যাকেজের আওতায় ইউক্রেনকে এ রকেট-ব্যবস্থা সরাহ করে যুক্তরাষ্ট্র। এ ছাড়া যুক্তরাষ্ট্র কর্তৃক ইউক্রেনকে প্রদত্ত অস্ত্রের মধ্যে রয়েছে স্বচালিত হুইটজার, গােলাবারুদ, পাল্টা আক্রমণে ব্যবহৃত রাডার, ট্যাংকবিধ্বংসী জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র ও সাঁজোয়া যানবিধ্বংসী অস্ত্র।