আগ্নেয়াস্ত্র আইন কঠোর করার দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

Preparation BD
By -
0

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে কঠোর আইনের দাবিতে গত ১১ জুন ২০২২ যুক্তরাষ্ট্রে বিক্ষোভ করেছেন হাজারাে মানুষ। দুটি নির্বিচার গুলির ঘটনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রজুড়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

আমাদের জীবনের জন্য পদযাত্রা (এমএফওএল)’ নামের একটি সংগঠনের ব্যানারে এ বিক্ষোভের আয়ােজন করা হয়। টেক্সাসের উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে গত ২৪ মে নির্বিচার বন্দুক হামলার ঘটনায় ১৯ শিশুসহ ২১ জন নিহত হন। এর কয়েক দিন আগেই নিউইয়র্কের বাফেলােয় একটি সুপারমার্কেটে অপর এক বন্দুক হামলায় ১০ জন নিহত হন।

এদিকে আগ্নেয়াস্ত্র নিরাপত্তাসংক্রান্ত সম্ভাব্য আইনের রূপরেখার বিষয়ে একমত হয়েছে মার্কিন সিনেটরদের একটি অংশ। তাঁদের মধ্যে ডেমােক্র্যাট ও রিপাবলিক—উভয় পার্টির সিনেটররা রয়েছেন।

প্রসঙ্গত, আগ্নেয়াস্ত্র নিরাপত্তার দাবিতে আন্দোলনরত সংগঠন এমএফওএল প্রতিষ্ঠা করেন ২০১৮ সালে ফ্লোরিডার পার্কল্যান্ড বন্দুক হামলা থেকে বেঁচে যাওয়া | লােকজন। পার্কল্যান্ডের একটি হাইস্কুলে ওই হামলায় ১৭ জন নিহত হন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !