প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে বারবার যে প্রশ্নগুলো আসে

Preparation BD
By -
0

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে বারবার যে প্রশ্নগুলো আসে

প্রশ্ন : ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত ‘চরমপত্র’ কে পরিচালনা ও উপস্থাপনা করেন—
উত্তর : এম আর আখতার মুকুল। (২০১৯, ২০১৮)

প্রশ্ন : The Spirit of Islam’ বইটির লেখক কে?
উত্তর : সৈয়দ আমীর আলী। (২০১৯, ২০১৫, ২০১৩)

প্রশ্ন : ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সনে?
উত্তর : ১৯২১ (২০১৯, ২০১৫, ২০১৩)

প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
উত্তর : ১১টি। (২০১৮, ২০১৩, ২০০৮)।

প্রশ্ন : সতীদাহ প্রথা বিলুপ্ত হয়
উত্তর : ১৮২৯ সালে। (২০১৮, ২০১৩)।

প্রশ্ন : বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়—
উত্তর : ১৯৭১ সালের ১০ এপ্রিল। (২০১৯, ২০১৮)

আরো পড়ুন : প্রাথমিক শিক্ষক নিয়ােগ পরীক্ষায় ইংরেজি অংশ থেকে যে প্রশ্ন গুলো বারবার এসেছে

প্রশ্ন : কে, কোথায় প্রথম ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাহােরে। (২০১৯, ২০১৫)

প্রশ্ন : ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : শেখ মুজিবুর রহমান। (২০১৯, ২০১৫)

প্রশ্ন : বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন হয় কোন সালে?
উত্তর : ১৯৮৫। (২০১৩, ২০১২)

প্রশ্ন : লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন—
উত্তর : যুবরাজ মুহম্মদ আযম। (২০১৩, ২০১২)

প্রশ্ন : বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয়?
উত্তর : ৫ জুন। (২০১৯, ২০১২) ।

প্রশ্ন : শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?
উত্তর : ১৪ ডিসেম্বর। (২০১৯, ২০১১)।

প্রশ্ন : বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন
উত্তর : সম্রাট আকবর। (২০১৯, ২০১২)

প্রশ্ন : কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে। স্বীকৃতি প্রদান করে?
উত্তর : ইরাক। (২০১৫, ২০১৩, ২০১১)

আরো পড়ুন : প্রাথমিক সহকারী শিক্ষক নিয়ােগ পরীক্ষায় বাংলা অংশ থেকে যে প্রশ্ন গুলো বারবার এসেছে

প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীন ছিল?
উত্তর : দুই নম্বর সেক্টর। (২০১৩, ২০১১)

প্রশ্ন : ২১ ফেব্রুয়ারিকে কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘােষণা করে
উত্তর : UNESCO। (২০১৯, ২০১৩, ২০১১)

প্রশ্ন : বঙ্গবন্ধু কর্তৃক ছয় দফা ঘােষিত হয় কবে?
উত্তর : ৫ ফেব্রুয়ারি ১৯৬৬। (২০১৯, ২০১১)

প্রশ্ন : বাংলাদেশের টেরিটরিয়াল সমুদ্রসীমা কত?
উত্তর : ১২ নটিক্যাল মাইল। (২০১৯, ২০১০)

প্রশ্ন : বাংলাদেশ কত তারিখে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে?
উত্তর : ২৬ জুন ২০০০। (২০১৩, ২০১১)

প্রশ্ন : কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়?
উত্তর : ১৬ ডিসেম্বর, ১৯৭২। (২০১২, ২০১০)

প্রশ্ন : কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’?
উত্তর : হুমায়ুন। (২০১০, ২০০৮)

প্রশ্ন : কবে থেকে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে?
উত্তর : ১ জানুয়ারি ১৯৯৩। (২০১৫, ২০০৫) ।

প্রশ্ন : ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ হতে উৎপন্ন হয়েছে?
উত্তর : কৈলাস। (২০১৩, ২০০৭)

প্রশ্ন : বিখ্যাত ‘লাহাের প্রস্তাব ১৯৪০ সালে কে উপস্থাপন করেন?
উত্তর : এ কে ফজলুল হক। (২০০৮, ২০০৬, ২০০৫)

প্রশ্ন : দক্ষিণ গােলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয়—
উত্তর : ২১ জুন (২০১৩, ২০১০)

প্রশ্ন : উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকার সাথে যুক্ত করেছে
উত্তর : পানামা যােজক। (২০১১, ২০০৫) ।

প্রশ্ন : পৃথিবীর নিকটতম গ্রহ—
উত্তর : শুক্র। (২০১১, ২০১০) ।

প্রশ্ন : এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?
উত্তর : ম্যানিলা। (২০১৩, ২০১২) ।

আরো পড়ুন : Current Affairs April 2022 কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২২

প্রশ্ন : ‘দারফুর’ হলাে—
উত্তর : সুদানের একটি অঞ্চলের নাম। (২০১৪, ২০১১) ।

প্রশ্ন : ভারত-শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালী?
উত্তর : পক প্রণালি (২০০৮, ২০০৭)।

প্রশ্ন : ঢাকার ‘ধােলাইখাল’ কে খনন করেন?
উত্তর : ইসলাম খান। (২০১৯, ২০০৫)।

প্রশ্ন : বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ
উত্তর : একই হয়। (২০১৪, ২০০৮)।

প্রশ্ন : খাওয়ার লবণের সংকেত কোনটি?
উত্তর : NaC1 (২০১৯)।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !